বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশ : কৃষিমন্ত্রী

টাঙ্গাইলের মধুপুরে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেছেন স্থানীয় সংসদ সদস্য কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আবদুর রাজ্জাক এমপি। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশ। এখানে যার যার ধর্ম সেই সেই পালন করবে। উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করবে। কিন্তু একটি দল মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশকে পাকিস্তান বানানোর জন্য অপচেষ্টা করে দেশের নিরীহ মানুষ হত্যা করেছে বলে তিনি মন্তব্য করেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মধুপুর পৌর শহরের মদন গোপাল আঙ্গিনা পরিশর্দন শেষে জলছত্র হরি সভা মন্দিরে পূজামণ্ডপ পরিশর্দনে গিয়ে মতবিনিময় করেন।

এ সময় কৃষিমন্ত্রীর সাথে ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন, সহকারী পুলিশ সুপার শাহীনা আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক কামাল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, সাবেক ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম মনি, হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক খ. আলমগীর হোসেন শিমুল, অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম, বেরিবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলহাস উদ্দিনসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জলছত্র হরিসভা মন্দিরে পৌঁছলে হিন্দু ধর্মাবলম্বীর নারী পুরুষরা ফুল দিয়ে বরণ করে নেন।

শনিবার, ১৬ অক্টোবর ২০২১ , ৩১ আশ্বিন ১৪২৮ ০৮ রবিউল আউয়াল ১৪৪৩

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশ : কৃষিমন্ত্রী

প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মধুপুরে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেছেন স্থানীয় সংসদ সদস্য কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আবদুর রাজ্জাক এমপি। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশ। এখানে যার যার ধর্ম সেই সেই পালন করবে। উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করবে। কিন্তু একটি দল মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশকে পাকিস্তান বানানোর জন্য অপচেষ্টা করে দেশের নিরীহ মানুষ হত্যা করেছে বলে তিনি মন্তব্য করেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মধুপুর পৌর শহরের মদন গোপাল আঙ্গিনা পরিশর্দন শেষে জলছত্র হরি সভা মন্দিরে পূজামণ্ডপ পরিশর্দনে গিয়ে মতবিনিময় করেন।

এ সময় কৃষিমন্ত্রীর সাথে ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন, সহকারী পুলিশ সুপার শাহীনা আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক কামাল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, সাবেক ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম মনি, হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক খ. আলমগীর হোসেন শিমুল, অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম, বেরিবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলহাস উদ্দিনসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জলছত্র হরিসভা মন্দিরে পৌঁছলে হিন্দু ধর্মাবলম্বীর নারী পুরুষরা ফুল দিয়ে বরণ করে নেন।