জিকে শামীমের মাকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

আদালত বার্তা পরিবেশক

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মামলায় ক্যাসিনোকাণ্ডে আলোচিত ঠিকাদার বহিষ্কৃত যুবলীগ নেতা জি কে শামীমের মা আয়েশা আকতারের আগাম জামিন চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে তাকে আগামী আট সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত। গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এবিএম আলতাফ হোসেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী জেসমিন নাহার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

আমিন উদ্দিন মানিক জানান, জি কে শামীমের মা আয়েশা আকতার হাসপাতাল থেকে আগাম জামিনের জন্য অ্যাম্বুলেন্সে করে হাইকোর্টে এসেছেন। আদালত আগাম জামিন না দিয়ে তাকে আট সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। গত ২২ নভেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেন ঠিকাদার জি কে শামীমের মা আয়েশা আকতার।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক জানান, আসামি এস এম গোলাম কিবরিয়া শামীম (জিকে শামীম) ও তার মা আয়েশা আকতার পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে অবৈধ উপায়ে নিজেদের নামে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার ৫৫১ টাকা ভোগ দখলে রাখায় দুদকের উপ-পরিচালক মো. সালাহ উদ্দিন ২০১৯ সালের ২১ অক্টোবর মামলা দায়ের করেন।

মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১ , ১৫ অগ্রহায়ণ ১৪২৮ ২৪ রবিউস সানি ১৪৪৩

জিকে শামীমের মাকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

আদালত বার্তা পরিবেশক

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মামলায় ক্যাসিনোকাণ্ডে আলোচিত ঠিকাদার বহিষ্কৃত যুবলীগ নেতা জি কে শামীমের মা আয়েশা আকতারের আগাম জামিন চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে তাকে আগামী আট সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত। গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এবিএম আলতাফ হোসেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী জেসমিন নাহার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

আমিন উদ্দিন মানিক জানান, জি কে শামীমের মা আয়েশা আকতার হাসপাতাল থেকে আগাম জামিনের জন্য অ্যাম্বুলেন্সে করে হাইকোর্টে এসেছেন। আদালত আগাম জামিন না দিয়ে তাকে আট সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। গত ২২ নভেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেন ঠিকাদার জি কে শামীমের মা আয়েশা আকতার।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক জানান, আসামি এস এম গোলাম কিবরিয়া শামীম (জিকে শামীম) ও তার মা আয়েশা আকতার পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে অবৈধ উপায়ে নিজেদের নামে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার ৫৫১ টাকা ভোগ দখলে রাখায় দুদকের উপ-পরিচালক মো. সালাহ উদ্দিন ২০১৯ সালের ২১ অক্টোবর মামলা দায়ের করেন।