এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে

কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদযাত্রা অন্যান্য যে কোন বছরের চেয়ে আরামদায়ক ও স্বস্তির হবে। এ বছর ঈদে সড়ক কিংবা মহাসড়কে কোথাও যানজট হওয়ার আশঙ্কা নেই। রাস্তায় সমস্যা নেই, সমস্যা শুধু যানবাহনের শৃঙ্খলায়। যানবাহনে শৃঙ্খলা এলে আমার মনে হয়, এবার ঢাকাসহ সারাদেশে কোথাও রাস্তায় যানজট হবে না। গতকার শুক্রবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চেয়ারম্যান মোহাম্মদ মশিয়ার রহমান, ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্বাস উদ্দিন, বিআরটিএর ভিজিলেন্স টিমের কর্মকর্তা আনিছুর রহমান, গাবতলী আন্তঃজেলা টার্মিনালের নেতা মো. রায়হানসহ সড়ক ও জনপথ অধিদফতর, পুলিশ, র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের বলেন, এবার কিছুটা সমস্যা হবে গাজীপুর থেকে বিমানবন্দর সড়কে। এ রাস্তায় বিআরটিএর কাজ চলছে। গাজীপুরের মেয়র সেখানে ৩০০ স্বেচ্ছাসেবক নিয়োগ করবেন। সেখানে একটু অস্বস্তি হবে। এই অংশ ছাড়া বাংলাদেশের আর কোথাও সমস্যা হবে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গাজীপুর-টঙ্গী ও বিমানবন্দর সড়কে কোন নির্মাণ কাজ যদি সমস্যার সৃষ্টি করে, তাহলে ঈদের সময় প্রয়োজনে তা বন্ধ রাখা হবে। আসন্ন ঈদে যানজটমুক্ত পরিবেশে মানুষ যাতে তাদের প্রিয়জনের সঙ্গে ঈদ করতে যেতে পারে, এ জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চাঁদাবাজি করলেই কঠোর ব্যবস্থা : ওবায়দুল কাদের বলেন, দূরপাল্লার যাত্রায় চাঁদাবাজি যাতে না হয়, এদিকে কঠোর নজরদারি রাখা হচ্ছে। চাঁদাবাজি বন্ধে ইতোমধ্যে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। অভিযোগ ও সুনিদিষ্ট প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, ঈদের সময় যানবাহনে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার তথা বিআরটিএ নির্ধারিত ভাড়ার বেশি টাকা নেয়া যাবে না। গাড়িচালক ও মালিকদের উদ্দেশে তিনি বলেন, গাড়িচালকরা রাস্তায় গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলতে পারবেন না। তারা যেন এ সময় মোবাইল ফোন ব্যবহার না করেন, এদিকে নজর দিতে হবে। পরিবহন মালিকরাও যেন নিয়মনীতি মেনে গাড়ি চালান। গাবতলীতে বিআরটিএ এসি বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছেÑ সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ৮০০ টাকার ভাড়া ১ হাজার ৫০০ টাকা হবে। এটা হতে পারে না, চলতে পারে না। এর একটা সীমারেখা থাকা দরকার। মানুষের যেন কষ্ট না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। এসি টিকিটের ভাড়া যেন রিজনবল থাকে, বিবেকের অনুশাসন যেন মানা হয়।

শনিবার, ০১ জুন ২০১৯ , ১৮ জৈষ্ঠ্য ১৪২৫, ২৬ রমজান ১৪৪০

এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে

কাদের

নিজস্ব বার্তা পরিবেশক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদযাত্রা অন্যান্য যে কোন বছরের চেয়ে আরামদায়ক ও স্বস্তির হবে। এ বছর ঈদে সড়ক কিংবা মহাসড়কে কোথাও যানজট হওয়ার আশঙ্কা নেই। রাস্তায় সমস্যা নেই, সমস্যা শুধু যানবাহনের শৃঙ্খলায়। যানবাহনে শৃঙ্খলা এলে আমার মনে হয়, এবার ঢাকাসহ সারাদেশে কোথাও রাস্তায় যানজট হবে না। গতকার শুক্রবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চেয়ারম্যান মোহাম্মদ মশিয়ার রহমান, ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্বাস উদ্দিন, বিআরটিএর ভিজিলেন্স টিমের কর্মকর্তা আনিছুর রহমান, গাবতলী আন্তঃজেলা টার্মিনালের নেতা মো. রায়হানসহ সড়ক ও জনপথ অধিদফতর, পুলিশ, র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের বলেন, এবার কিছুটা সমস্যা হবে গাজীপুর থেকে বিমানবন্দর সড়কে। এ রাস্তায় বিআরটিএর কাজ চলছে। গাজীপুরের মেয়র সেখানে ৩০০ স্বেচ্ছাসেবক নিয়োগ করবেন। সেখানে একটু অস্বস্তি হবে। এই অংশ ছাড়া বাংলাদেশের আর কোথাও সমস্যা হবে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গাজীপুর-টঙ্গী ও বিমানবন্দর সড়কে কোন নির্মাণ কাজ যদি সমস্যার সৃষ্টি করে, তাহলে ঈদের সময় প্রয়োজনে তা বন্ধ রাখা হবে। আসন্ন ঈদে যানজটমুক্ত পরিবেশে মানুষ যাতে তাদের প্রিয়জনের সঙ্গে ঈদ করতে যেতে পারে, এ জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চাঁদাবাজি করলেই কঠোর ব্যবস্থা : ওবায়দুল কাদের বলেন, দূরপাল্লার যাত্রায় চাঁদাবাজি যাতে না হয়, এদিকে কঠোর নজরদারি রাখা হচ্ছে। চাঁদাবাজি বন্ধে ইতোমধ্যে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। অভিযোগ ও সুনিদিষ্ট প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, ঈদের সময় যানবাহনে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার তথা বিআরটিএ নির্ধারিত ভাড়ার বেশি টাকা নেয়া যাবে না। গাড়িচালক ও মালিকদের উদ্দেশে তিনি বলেন, গাড়িচালকরা রাস্তায় গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলতে পারবেন না। তারা যেন এ সময় মোবাইল ফোন ব্যবহার না করেন, এদিকে নজর দিতে হবে। পরিবহন মালিকরাও যেন নিয়মনীতি মেনে গাড়ি চালান। গাবতলীতে বিআরটিএ এসি বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছেÑ সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ৮০০ টাকার ভাড়া ১ হাজার ৫০০ টাকা হবে। এটা হতে পারে না, চলতে পারে না। এর একটা সীমারেখা থাকা দরকার। মানুষের যেন কষ্ট না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। এসি টিকিটের ভাড়া যেন রিজনবল থাকে, বিবেকের অনুশাসন যেন মানা হয়।