ঈদযাত্রায়

সড়কে প্রাণ গেল ২০ জনের

সিরাজগঞ্জে ৯, সুনামগঞ্জে ৬ জন

ঈদযাত্রায় একদিনে সড়কে ঝরল ২০ প্রাণ। এর মধ্যে সিরাজগঞ্জে ৯ ও সুনামগঞ্জে ৬ জন রয়েছে। এছাড়া নোয়াখালীর বেগমগঞ্জ, ময়মনসিংহের ভালুকা, বগুড়া, শাজাহানপুর, নাটোরের বড়াইগ্রাম ও বাগেরহাটের ফকিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ আরও ৫ জন নিহত হন। এসব দুর্ঘটনায় ৩৬ জন আহত হন। প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের বোয়ালিয়া বাসস্ট্যান্ডের কছে বোয়ালিয়া ব্রিজের ওপর গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে কোচ ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হন। তারা লেগুনার যাত্রী। এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাদির হোসেন ও সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আবদুল হামিম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পাবনাগামী পাবনা এক্সপ্রেস পরিবহন (ঢাকা-মেট্রো-ব-১৪-৭৮৩৭) বোয়ালিয়া ব্রিজের ওপর ওঠা মাত্রই উল্লাপাড়া থেকে ছেড়ে আসা হাটিকুমরুলগামী একটি লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শী জানায়, লেগুনাটি বেপরোয়াভাবে চলছিল। ব্রিজের ওপর আরেকটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে লেগুনার ড্রাইভারসহ ৮ জন নিহত ও ২০ জন আহত হন। আহতদের মধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীনে একজন নিহত হয়। নিহতরা হলেন উল্লাপাড়া উপজেলার কয়ড়া কৃষ্ণপুর গ্রামের নূর ইসলাম, ফজলু, সবুজ, হাফিজুল; কোনাগাতী, সিরাজগঞ্জ সদর, পাগলা বোয়ালিয়া গ্রামের রেজাউল করিম (লেগুনা ড্রাইভার); বড়হর গ্রামের আক্তার হোসেন; কেউকান্দি গ্রামের আবদুল মান্নান; কয়ড়া গ্রামের মোহাম্মদ আলী ও আবদুল বারী। এ দুর্ঘটনার খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা, উল্লাপাড়া থানা, সলঙ্গা থানা, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও উল্লাপাড়া ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে। এলাকাবাসীর সহযোগীতায় ২০ মিনিটের মধ্যে আহত ও নিহতদের লাশ উদ্ধার করা হয়। এ সড়ক দুর্ঘটনার পর বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বোয়ালিয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ দ্রুত ব্যবস্থা নিলে অল্প সময়ের মধ্যে তা নিরসন হয়। এদিকে লাশগুলো গ্রামের বাড়ি পৌঁছালে সেখানে স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে।

সুনামগঞ্জ : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৬ ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার গণিগঞ্জ এলাকায় দিরাই-সুনামগঞ্জ সড়কে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে। দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই মাহবুবুর রহমান চকদার দুপুর ১২টায় ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করেন। যাদের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন লেগুনার চালক দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামের আলমাছ আলীর ছেলে আলমগী, লেগুনার যাত্রী একই উপজেলার দুর্বাকান্দা গ্রামের ফয়জুল মিয়ার পুত্র মিলন মিয়া (১৫), মোহাম্মদ আলীর পুত্র আফজল হোসেন (২৩), ইস্তফা মিয়ার পুত্র সাগর মিয়া (১৬), শাল্লা উপজেলার নিয়ামতপুর গ্রামের মনিন্দ্র কুমার দাসের ছেলে রিমেশ চন্দ্র দাস (২২)। উপজেলার পাথারিয়া ইউনিয়নের বাসিন্দা মনোয়ার হোসেন হিমেল জানান, সুনামগঞ্জ-সিলেট সড়কের মদনপুর এলাকা থেকে একটি লেগুনা যাত্রী নিয়ে দিরাই উপজেলা শহরে যাচ্ছিল। পথে গণিগঞ্জ এলাকায় দিরাই থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থালেই লেগুনার ছয় আরোহী নিহত হন। আহত হন ৫ জন। পরে স্থানীয় লোকজন হতাহত ব্যক্তিদের উদ্ধার করে। আহত ব্যক্তিদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. হারুনুর রশিদ জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

বেগমগঞ্জ (নোয়াখালী) : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দাসেগো পোলের গোড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় খোদেজা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পার্শ্ববর্তী জয়নারায়ণপুর গ্রামের নুর হোসেনের স্ত্রী । গতকাল দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবদুল মাবুদ জানান, চৌমুহনী থেকে একটি সিএনজিযোগে নিহত খোদেজা বেগম বাড়ি ফেরার পথে দাসেগো পোলের গোড়া নামক স্থানে আসা মাত্রই পেছন থেকে একটি যাত্রীবাহী বাস সিএনজিকে ধাক্কা দিলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের (কুষ্টিয়া-ট-১১-০৭৬৫) নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। এ সময় সিএনজির ড্রাইভার গুরুতর আহত হন। পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

ভালুকা (ময়মনসিংহ) : গতকাল দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা খীরু ব্রিজের কাছে রিকশাভ্যান ও লরির সংঘর্ষে নজমূল হক (৩০) নামের একজন নিহত ও অপর ৫ জন আহত হয়েছেন। নিহত নাজমূল হক গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের রতন মিয়ার ছেলে। ওই ঘটনায় আহতরা হলেন সীতা রানী (৩০), গীতা রানী (৪০), সবিতা রানী (৩৫), বীরা রানী (৪৫) ও সুমি (৪০)। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা ভালুকার জামিরদিয়া মাস্টারবাড়ির স্কয়ার কারখানার শ্রমিক। হাইওয়ে ফাঁড়ি পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ঘটনার সময় করখানার কাজ শেষে ওইসব শ্রমিক রিকশাভ্যানে ভালুকার দিকে যাওয়ার সময় উল্লেখিত স্থানে একটি লরি ওই ভ্যানটি চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে থানা, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের ভালুকা হাসপাতালে পাঠায়।

বগুড়া : বগুড়ার শাজাহানপুরে বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। নিহত ট্রাকচালক বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা রেজাউল করিম (৩৫) বলে জানা গেছে। গতকাল দুপুর ২টায় উপজেলার আড়িয়াবাজার স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করেছে পুলিশ।

বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় মারিয়া তাসনিম মীরা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার মহিষভাঙ্গা এলাকায় পাটোয়ারী তেল পাম্পের কাছে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মারিয়া ডিএমপিতে কর্মরত পুলিশের উপ-পরিদর্শক আবদুল জলিলের মেয়ে। এ দুর্ঘটনায় মারিয়ার বাবা-মা, ভাই-বোন, নানিসহ আরও ৬ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাট মাওয়া সড়কে বেপরোয়াচালিত একটি মাইক্রোবাসের ধাক্কায় মুফতা আক্তার (৬) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল ১১টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাঁঠালতলা গোডাউনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ গ্রামের মুক্ত শেখের মেয়ে।

সোমবার, ০৩ জুন ২০১৯ , ২০ জৈষ্ঠ্য ১৪২৫, ২৮ রমজান ১৪৪০

ঈদযাত্রায়

সড়কে প্রাণ গেল ২০ জনের

সিরাজগঞ্জে ৯, সুনামগঞ্জে ৬ জন

সংবাদ ডেস্ক

image

সিরাজগঞ্জ : দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া লেগুনা -সংবাদ

ঈদযাত্রায় একদিনে সড়কে ঝরল ২০ প্রাণ। এর মধ্যে সিরাজগঞ্জে ৯ ও সুনামগঞ্জে ৬ জন রয়েছে। এছাড়া নোয়াখালীর বেগমগঞ্জ, ময়মনসিংহের ভালুকা, বগুড়া, শাজাহানপুর, নাটোরের বড়াইগ্রাম ও বাগেরহাটের ফকিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ আরও ৫ জন নিহত হন। এসব দুর্ঘটনায় ৩৬ জন আহত হন। প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের বোয়ালিয়া বাসস্ট্যান্ডের কছে বোয়ালিয়া ব্রিজের ওপর গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে কোচ ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হন। তারা লেগুনার যাত্রী। এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাদির হোসেন ও সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আবদুল হামিম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পাবনাগামী পাবনা এক্সপ্রেস পরিবহন (ঢাকা-মেট্রো-ব-১৪-৭৮৩৭) বোয়ালিয়া ব্রিজের ওপর ওঠা মাত্রই উল্লাপাড়া থেকে ছেড়ে আসা হাটিকুমরুলগামী একটি লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শী জানায়, লেগুনাটি বেপরোয়াভাবে চলছিল। ব্রিজের ওপর আরেকটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে লেগুনার ড্রাইভারসহ ৮ জন নিহত ও ২০ জন আহত হন। আহতদের মধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীনে একজন নিহত হয়। নিহতরা হলেন উল্লাপাড়া উপজেলার কয়ড়া কৃষ্ণপুর গ্রামের নূর ইসলাম, ফজলু, সবুজ, হাফিজুল; কোনাগাতী, সিরাজগঞ্জ সদর, পাগলা বোয়ালিয়া গ্রামের রেজাউল করিম (লেগুনা ড্রাইভার); বড়হর গ্রামের আক্তার হোসেন; কেউকান্দি গ্রামের আবদুল মান্নান; কয়ড়া গ্রামের মোহাম্মদ আলী ও আবদুল বারী। এ দুর্ঘটনার খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা, উল্লাপাড়া থানা, সলঙ্গা থানা, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও উল্লাপাড়া ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে। এলাকাবাসীর সহযোগীতায় ২০ মিনিটের মধ্যে আহত ও নিহতদের লাশ উদ্ধার করা হয়। এ সড়ক দুর্ঘটনার পর বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বোয়ালিয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ দ্রুত ব্যবস্থা নিলে অল্প সময়ের মধ্যে তা নিরসন হয়। এদিকে লাশগুলো গ্রামের বাড়ি পৌঁছালে সেখানে স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে।

সুনামগঞ্জ : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৬ ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার গণিগঞ্জ এলাকায় দিরাই-সুনামগঞ্জ সড়কে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে। দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই মাহবুবুর রহমান চকদার দুপুর ১২টায় ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করেন। যাদের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন লেগুনার চালক দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামের আলমাছ আলীর ছেলে আলমগী, লেগুনার যাত্রী একই উপজেলার দুর্বাকান্দা গ্রামের ফয়জুল মিয়ার পুত্র মিলন মিয়া (১৫), মোহাম্মদ আলীর পুত্র আফজল হোসেন (২৩), ইস্তফা মিয়ার পুত্র সাগর মিয়া (১৬), শাল্লা উপজেলার নিয়ামতপুর গ্রামের মনিন্দ্র কুমার দাসের ছেলে রিমেশ চন্দ্র দাস (২২)। উপজেলার পাথারিয়া ইউনিয়নের বাসিন্দা মনোয়ার হোসেন হিমেল জানান, সুনামগঞ্জ-সিলেট সড়কের মদনপুর এলাকা থেকে একটি লেগুনা যাত্রী নিয়ে দিরাই উপজেলা শহরে যাচ্ছিল। পথে গণিগঞ্জ এলাকায় দিরাই থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থালেই লেগুনার ছয় আরোহী নিহত হন। আহত হন ৫ জন। পরে স্থানীয় লোকজন হতাহত ব্যক্তিদের উদ্ধার করে। আহত ব্যক্তিদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. হারুনুর রশিদ জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

বেগমগঞ্জ (নোয়াখালী) : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দাসেগো পোলের গোড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় খোদেজা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পার্শ্ববর্তী জয়নারায়ণপুর গ্রামের নুর হোসেনের স্ত্রী । গতকাল দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবদুল মাবুদ জানান, চৌমুহনী থেকে একটি সিএনজিযোগে নিহত খোদেজা বেগম বাড়ি ফেরার পথে দাসেগো পোলের গোড়া নামক স্থানে আসা মাত্রই পেছন থেকে একটি যাত্রীবাহী বাস সিএনজিকে ধাক্কা দিলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের (কুষ্টিয়া-ট-১১-০৭৬৫) নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। এ সময় সিএনজির ড্রাইভার গুরুতর আহত হন। পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

ভালুকা (ময়মনসিংহ) : গতকাল দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা খীরু ব্রিজের কাছে রিকশাভ্যান ও লরির সংঘর্ষে নজমূল হক (৩০) নামের একজন নিহত ও অপর ৫ জন আহত হয়েছেন। নিহত নাজমূল হক গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের রতন মিয়ার ছেলে। ওই ঘটনায় আহতরা হলেন সীতা রানী (৩০), গীতা রানী (৪০), সবিতা রানী (৩৫), বীরা রানী (৪৫) ও সুমি (৪০)। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা ভালুকার জামিরদিয়া মাস্টারবাড়ির স্কয়ার কারখানার শ্রমিক। হাইওয়ে ফাঁড়ি পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ঘটনার সময় করখানার কাজ শেষে ওইসব শ্রমিক রিকশাভ্যানে ভালুকার দিকে যাওয়ার সময় উল্লেখিত স্থানে একটি লরি ওই ভ্যানটি চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে থানা, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের ভালুকা হাসপাতালে পাঠায়।

বগুড়া : বগুড়ার শাজাহানপুরে বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। নিহত ট্রাকচালক বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা রেজাউল করিম (৩৫) বলে জানা গেছে। গতকাল দুপুর ২টায় উপজেলার আড়িয়াবাজার স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করেছে পুলিশ।

বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় মারিয়া তাসনিম মীরা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার মহিষভাঙ্গা এলাকায় পাটোয়ারী তেল পাম্পের কাছে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মারিয়া ডিএমপিতে কর্মরত পুলিশের উপ-পরিদর্শক আবদুল জলিলের মেয়ে। এ দুর্ঘটনায় মারিয়ার বাবা-মা, ভাই-বোন, নানিসহ আরও ৬ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাট মাওয়া সড়কে বেপরোয়াচালিত একটি মাইক্রোবাসের ধাক্কায় মুফতা আক্তার (৬) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল ১১টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাঁঠালতলা গোডাউনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ গ্রামের মুক্ত শেখের মেয়ে।