ভয়াবহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের দাবি

টিআরএম বাস্তবায়ন চায় আন্দোলন কমিটি

যশোরের ভবদহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান ও জোয়ারাধার প্রকল্প (টিআরএম-টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটি। সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কমিটির নেতারা ভবদহ অঞ্চলের সংকটময় পরিস্থিতি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির আহ্বায়ক অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এনামুল হক বাবুল।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, চলতি বর্ষা মৌসুমে ভবদহ অঞ্চলের মানুষকে জলাবদ্ধতা থেকে রক্ষা করতে দ্রুত নদী ও খাল খনন এবং পানি নিষ্কাশনের বাধাসমূহ অপসারণ করতে হবে। এ জন্য ভবদহ সøুইচ গেট থেকে কাশিমপুর পর্যন্ত ১৭ কিলোমিটার এবং নদীর উজানে লক্ষাইডাঙ্গা পর্যন্ত ১০ কিলোমিটার মোট ২৭ কিলোমিটার দ্রুত খনন করতে হবে। আমডাঙ্গা খালের মাধ্যমে পানি নিষ্কাশনের জন্য খাল খননসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে। এছাড়া পানি নিষ্কাশনের বাধা বাঁধ, পাটা ও কচুরিপানা অপসারণ করতে হবে। এছাড়া জলাবদ্ধতা সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানে টিআরএম’র বিকল্প নেই। তাই দ্রুততম সময়ের মধ্যে টিআরএম বাস্তবায়ন করতে হবে।

নেতারা উল্লেখ করেন, ২০১২ সালে বিল খুকশিয়ায় টিআরএম বন্ধ করে দেয়ার পর হরি নদীতে ভবদহ থেকে ভাটিতে ১৭ কিলোমিটার এবং উজানে ১০ কিলোমিটার ভরাট হয়ে গেছে। ফলে এই মৌসুমেই বৃষ্টিপাত শুরু হলেই ভবদহ অঞ্চলের ভয়াবহ জলাবদ্ধতার মুখে পড়তে পারে। এ জন্য নেতারা তাদের দাবি নিয়ে ইতোমধ্যে যশোর-৫ আসনের সংসদ সদস্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায়ের সঙ্গেও দেখা করেছেন। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়া না হলে তারা প্রয়োজনে আন্দোলন কর্মসূচিতে যাবেন বলেও উল্লেখ করেছেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কমিটির যুগ্ম আহ্বায়ক কুলটিয়া ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায় ও রুহুল আমিন, সদস্য অভয়নগর উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, মণিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার শান্ত, অভয়নগরের সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক, কমিটির সদস্য সচিব পায়রা ইউপি চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত, সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন, বিকাশ চন্দ্র রায় প্রমুখ।

মঙ্গলবার, ০২ জুলাই ২০১৯ , ১৮ আষাঢ় ১৪২৫, ২৮ শাওয়াল ১৪৪০

ভয়াবহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের দাবি

টিআরএম বাস্তবায়ন চায় আন্দোলন কমিটি

যশোর অফিস

যশোরের ভবদহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান ও জোয়ারাধার প্রকল্প (টিআরএম-টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটি। সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কমিটির নেতারা ভবদহ অঞ্চলের সংকটময় পরিস্থিতি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির আহ্বায়ক অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এনামুল হক বাবুল।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, চলতি বর্ষা মৌসুমে ভবদহ অঞ্চলের মানুষকে জলাবদ্ধতা থেকে রক্ষা করতে দ্রুত নদী ও খাল খনন এবং পানি নিষ্কাশনের বাধাসমূহ অপসারণ করতে হবে। এ জন্য ভবদহ সøুইচ গেট থেকে কাশিমপুর পর্যন্ত ১৭ কিলোমিটার এবং নদীর উজানে লক্ষাইডাঙ্গা পর্যন্ত ১০ কিলোমিটার মোট ২৭ কিলোমিটার দ্রুত খনন করতে হবে। আমডাঙ্গা খালের মাধ্যমে পানি নিষ্কাশনের জন্য খাল খননসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে। এছাড়া পানি নিষ্কাশনের বাধা বাঁধ, পাটা ও কচুরিপানা অপসারণ করতে হবে। এছাড়া জলাবদ্ধতা সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানে টিআরএম’র বিকল্প নেই। তাই দ্রুততম সময়ের মধ্যে টিআরএম বাস্তবায়ন করতে হবে।

নেতারা উল্লেখ করেন, ২০১২ সালে বিল খুকশিয়ায় টিআরএম বন্ধ করে দেয়ার পর হরি নদীতে ভবদহ থেকে ভাটিতে ১৭ কিলোমিটার এবং উজানে ১০ কিলোমিটার ভরাট হয়ে গেছে। ফলে এই মৌসুমেই বৃষ্টিপাত শুরু হলেই ভবদহ অঞ্চলের ভয়াবহ জলাবদ্ধতার মুখে পড়তে পারে। এ জন্য নেতারা তাদের দাবি নিয়ে ইতোমধ্যে যশোর-৫ আসনের সংসদ সদস্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায়ের সঙ্গেও দেখা করেছেন। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়া না হলে তারা প্রয়োজনে আন্দোলন কর্মসূচিতে যাবেন বলেও উল্লেখ করেছেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কমিটির যুগ্ম আহ্বায়ক কুলটিয়া ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায় ও রুহুল আমিন, সদস্য অভয়নগর উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, মণিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার শান্ত, অভয়নগরের সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক, কমিটির সদস্য সচিব পায়রা ইউপি চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত, সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন, বিকাশ চন্দ্র রায় প্রমুখ।