ইস্টার্ন ক্যাবলস আধুনিকায়ন করা হবে : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ইস্টার্ন ক্যাবলস লিমিটেডের আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। ১৯৬৭ সালে নির্মিত এই কারখানাটি এখনও চলমান আছে। এটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। গতকাল চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত ইস্টার্ন ক্যাবলস লিমিটেডের কারখানা পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ইস্টার্ন ক্যাবলস লিমিটেড যাতে বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে সেই উদ্যোগ গ্রহণ করা হবে। মূলধন, টেন্ডারে অংশগ্রহণ ও ভ্যাট-ট্যাক্স সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান করা হবে। দুঃসময়ের শেষে এই প্রতিষ্ঠানটির সুদিন আসবে বলে তিনি এ সময় আশাবাদ ব্যক্ত করেন। সভায় ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী উষাময় চাকমা ইস্টার্ন ক্যাবলস লিমিটেডের প্রাঙ্গণে একটি পূর্ণাঙ্গ কপার তার উৎপাদন কারখানা স্থাপনের প্রস্তাব করেন। এর আগে শিল্পমন্ত্রী ইস্টার্ন ক্যাবলস লিমিটেডের কারখানা পরিদর্শন করেন। পরে তিনি আগ্রবাদে অবস্থিত শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

ইস্টার্ন ক্যাবলসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী উষাময় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান মিজানুর রহমান।

রবিবার, ০৭ জুলাই ২০১৯ , ২৩ আষাঢ় ১৪২৫, ৩ জ্বিলকদ ১৪৪০

ইস্টার্ন ক্যাবলস আধুনিকায়ন করা হবে : শিল্পমন্ত্রী

অর্থনৈতিক বার্তা পরিবেশক

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ইস্টার্ন ক্যাবলস লিমিটেডের আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। ১৯৬৭ সালে নির্মিত এই কারখানাটি এখনও চলমান আছে। এটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। গতকাল চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত ইস্টার্ন ক্যাবলস লিমিটেডের কারখানা পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ইস্টার্ন ক্যাবলস লিমিটেড যাতে বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে সেই উদ্যোগ গ্রহণ করা হবে। মূলধন, টেন্ডারে অংশগ্রহণ ও ভ্যাট-ট্যাক্স সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান করা হবে। দুঃসময়ের শেষে এই প্রতিষ্ঠানটির সুদিন আসবে বলে তিনি এ সময় আশাবাদ ব্যক্ত করেন। সভায় ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী উষাময় চাকমা ইস্টার্ন ক্যাবলস লিমিটেডের প্রাঙ্গণে একটি পূর্ণাঙ্গ কপার তার উৎপাদন কারখানা স্থাপনের প্রস্তাব করেন। এর আগে শিল্পমন্ত্রী ইস্টার্ন ক্যাবলস লিমিটেডের কারখানা পরিদর্শন করেন। পরে তিনি আগ্রবাদে অবস্থিত শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

ইস্টার্ন ক্যাবলসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী উষাময় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান মিজানুর রহমান।