কেরোসিন ও বোরকা বিক্রেতার সাক্ষ্যগ্রহণ

ফেনীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের ৭ম দিনে তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। গতকাল ফেনীর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে কেরোসিন বিক্রেতা লোকমান হোসেন লিটন, বোরকা দোকানদার জসিম উদ্দিন ও কর্মচারী হেলাল উদ্দিন ফরহাদের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। এ সময় মামলার ১৬ আসামি আদালতে উপস্থিত ছিল। এ নিয়ে হত্যা মামলার ৮ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে।

আজ সোমবার নুসরাতের ছোট ভাই রাশেদুল হাসান রায়হান ও দোকানদার জহিরুল ইসলামের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

গত ৬ এপ্রিল সকালে পরীক্ষা কেন্দ্রে সোনাগাজী ফাজিল মাদ্রাসার ছাদে নুসরাতের কিলিং মিশনে অংশ নেয়ার জন্য ওই কেরোসিন ও বোরকা ব্যবহৃত হয়।

সোমবার, ০৮ জুলাই ২০১৯ , ২৪ আষাঢ় ১৪২৫, ৪ জ্বিলকদ ১৪৪০

নুসরাত হত্যা

কেরোসিন ও বোরকা বিক্রেতার সাক্ষ্যগ্রহণ

প্রতিনিধি, ফেনী

ফেনীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের ৭ম দিনে তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। গতকাল ফেনীর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে কেরোসিন বিক্রেতা লোকমান হোসেন লিটন, বোরকা দোকানদার জসিম উদ্দিন ও কর্মচারী হেলাল উদ্দিন ফরহাদের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। এ সময় মামলার ১৬ আসামি আদালতে উপস্থিত ছিল। এ নিয়ে হত্যা মামলার ৮ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে।

আজ সোমবার নুসরাতের ছোট ভাই রাশেদুল হাসান রায়হান ও দোকানদার জহিরুল ইসলামের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

গত ৬ এপ্রিল সকালে পরীক্ষা কেন্দ্রে সোনাগাজী ফাজিল মাদ্রাসার ছাদে নুসরাতের কিলিং মিশনে অংশ নেয়ার জন্য ওই কেরোসিন ও বোরকা ব্যবহৃত হয়।