এবার মগবাজার থেকে বাবুবাজার চালু হচ্ছে চক্রাকার বাস সার্ভিস

মগবাজার থেকে বাবুবাজার রুটে এবার চালু হচ্ছে চক্রকার বাস সার্ভিস। চলতি মাসের শেষ দিকে পুরান ঢাকা থেকে বিআরটিসির এই চক্রাকার বাস সার্ভিস চলাচল শুরু হবে। এছাড়া মোহাম্মদপুর-মতিঝিল রুটের বাসে টিকিটিং পদ্ধতি বাধ্যতামূলক করা হচ্ছে। এই রুটের কোন বাসে টিকিট ছাড়া যাত্রী পরিবহন করতে পারবে না। চলতি মাস থেকে এই কার্যক্রম শুরু করা হবে। সম্প্রতি নগর ভবনে গণপরিবহনে শৃঙ্খলা আনয়নে গঠিত কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

এ বিষয়ে সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, নতুন চক্রাকার বাস যাত্রা শুরু করবে বাবুবাজার ব্রিজ থেকে। এরপর ধোলাইখাল, দয়াগঞ্জ, যাত্রাবাড়ী, ডেমরা স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, মেরাদিয়া, রামপুরা, মালিবাগ হয়ে মগবাজার পর্যন্ত আসবে তবে মগবাজার থেকে বাবুবাজার ব্রিজ পর্যন্ত আপাতত এই বাস আসবে না। মগবাজার থেকে সদরঘাট পর্যন্ত বেসরকারি পরিবহনের অনেক বাস চলাচল করছে। যদি যাত্রীদের চাহিদা থাকে তাহলে বাসগুলো পুরান ঢাকায় যাবে। অন্যথায় মগবাজার থেকে মালিবাগ, রামপুরা, স্টাফ কোয়ার্টার, যাত্রাবাড়ী হয়ে বাবুবাজার চলে আসবে।

মোহাম্মদপুর-মতিঝিল রুটের বাসে টিকিটের মাধ্যমে যাত্রী পরিবহন বাধ্যতামূলক করার ঘোষণা দিয়ে মেয়র বলেন, এই রুটের কোন বাস টিকিট সিস্টেমের বাইরে চলতে পারবে না। এ বিষয়ে মালিক সমিতি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং ঢাকা মহানগর পুলিশ এ বিষয়ে মালিক সমিতিকে প্রয়োজনীয় সহায়তা করবে। যাত্রীরা টিকিট কেটে বাসে চড়বেন, এতে বাসের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা কমে যাবে।

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে প্রস্তাবিত ছয়টি কোম্পানির মধ্যে একটি কোম্পানি দ্রুত কাজ শুরু করবে বলে সভা শেষে সাংবাদিকদের জানান মেয়র খোকন। এ বিষয়ে আগামী সাত দিনের মধ্যে সবাইকে নিয়ে বৈঠকে বসবেন জানিয়ে তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত একটি কোম্পানির আওতায় বাস চলাচল শুরু করতে চাই। কোম্পানির বাসের একটি নির্দিষ্ট রঙের বাস হবে। আগামী সপ্তাহে প্রস্তুতি সভা হবে। সভায় সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে। এটা দ্রুতই করতে চাই। এসব রুটে বর্তমানে যেসব বাস চলাচল করছে সেসব বাসই একটি নির্দিষ্ট কোম্পানির আওতায় আনা হবে। পরে ধীরে ধীরে নতুন বাস নামানো হবে বলে জানান তিনি।

বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল হাই, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ডিটিসিএর নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুল আলম, বিআরটিসির চেয়ারম্যান মো. ফরিদ আহমেদ ভুইয়া, ডিটিসিএর সাবেক নির্বাহী পরিচালক ড. সালেহ আহমেদ, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মফিজ উদ্দিন আহমেদ, বিআরটিএর পরিচালক মাহবুব ই রব্বানী, মালিক সমিতির প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

আরও খবর
বাম জোটের হরতাল ঢিলেঢালাভাবে পালিত
হরতালে মরিচা ধরে গেছে
পাঁচ বছরে ২ কোটি নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে
৯ম সংবাদপত্র মজুরি বোর্ড অচিরেই
১৩ জুলাই প্রতিবাদ দিবস পালনের ঘোষণা ঐক্যন্যাপের
বিশুদ্ধ পানি সরবরাহ মশকনিধনে কার্যকর ব্যবস্থার নির্দেশ
বিতর্কিত আদেশ সংশোধন করল মন্ত্রণালয়
বরিশাল ৩০৭ মে. ও. কয়লা বিদ্যুৎ প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি
রিজার্ভ চুরির অর্থ উদ্ধারে বৈঠক
অবরোধ কর্মসূচি চলাকালে পুলিশের লাঠিচার্জ, গ্রেফতার
ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই
এরশাদ শঙ্কামুক্ত নন
জকসু নির্বাচনের দাবিতে আমরণ অনশনে ১১ শিক্ষার্থী
শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন
বিরূপ প্রভাব মোকাবিলায় ৩ কোটি ৩০ লাখ ডলারের প্রকল্প

সোমবার, ০৮ জুলাই ২০১৯ , ২৪ আষাঢ় ১৪২৫, ৪ জ্বিলকদ ১৪৪০

এবার মগবাজার থেকে বাবুবাজার চালু হচ্ছে চক্রাকার বাস সার্ভিস

নিজস্ব বার্তা পরিবেশক

মগবাজার থেকে বাবুবাজার রুটে এবার চালু হচ্ছে চক্রকার বাস সার্ভিস। চলতি মাসের শেষ দিকে পুরান ঢাকা থেকে বিআরটিসির এই চক্রাকার বাস সার্ভিস চলাচল শুরু হবে। এছাড়া মোহাম্মদপুর-মতিঝিল রুটের বাসে টিকিটিং পদ্ধতি বাধ্যতামূলক করা হচ্ছে। এই রুটের কোন বাসে টিকিট ছাড়া যাত্রী পরিবহন করতে পারবে না। চলতি মাস থেকে এই কার্যক্রম শুরু করা হবে। সম্প্রতি নগর ভবনে গণপরিবহনে শৃঙ্খলা আনয়নে গঠিত কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

এ বিষয়ে সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, নতুন চক্রাকার বাস যাত্রা শুরু করবে বাবুবাজার ব্রিজ থেকে। এরপর ধোলাইখাল, দয়াগঞ্জ, যাত্রাবাড়ী, ডেমরা স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, মেরাদিয়া, রামপুরা, মালিবাগ হয়ে মগবাজার পর্যন্ত আসবে তবে মগবাজার থেকে বাবুবাজার ব্রিজ পর্যন্ত আপাতত এই বাস আসবে না। মগবাজার থেকে সদরঘাট পর্যন্ত বেসরকারি পরিবহনের অনেক বাস চলাচল করছে। যদি যাত্রীদের চাহিদা থাকে তাহলে বাসগুলো পুরান ঢাকায় যাবে। অন্যথায় মগবাজার থেকে মালিবাগ, রামপুরা, স্টাফ কোয়ার্টার, যাত্রাবাড়ী হয়ে বাবুবাজার চলে আসবে।

মোহাম্মদপুর-মতিঝিল রুটের বাসে টিকিটের মাধ্যমে যাত্রী পরিবহন বাধ্যতামূলক করার ঘোষণা দিয়ে মেয়র বলেন, এই রুটের কোন বাস টিকিট সিস্টেমের বাইরে চলতে পারবে না। এ বিষয়ে মালিক সমিতি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং ঢাকা মহানগর পুলিশ এ বিষয়ে মালিক সমিতিকে প্রয়োজনীয় সহায়তা করবে। যাত্রীরা টিকিট কেটে বাসে চড়বেন, এতে বাসের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা কমে যাবে।

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে প্রস্তাবিত ছয়টি কোম্পানির মধ্যে একটি কোম্পানি দ্রুত কাজ শুরু করবে বলে সভা শেষে সাংবাদিকদের জানান মেয়র খোকন। এ বিষয়ে আগামী সাত দিনের মধ্যে সবাইকে নিয়ে বৈঠকে বসবেন জানিয়ে তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত একটি কোম্পানির আওতায় বাস চলাচল শুরু করতে চাই। কোম্পানির বাসের একটি নির্দিষ্ট রঙের বাস হবে। আগামী সপ্তাহে প্রস্তুতি সভা হবে। সভায় সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে। এটা দ্রুতই করতে চাই। এসব রুটে বর্তমানে যেসব বাস চলাচল করছে সেসব বাসই একটি নির্দিষ্ট কোম্পানির আওতায় আনা হবে। পরে ধীরে ধীরে নতুন বাস নামানো হবে বলে জানান তিনি।

বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল হাই, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ডিটিসিএর নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুল আলম, বিআরটিসির চেয়ারম্যান মো. ফরিদ আহমেদ ভুইয়া, ডিটিসিএর সাবেক নির্বাহী পরিচালক ড. সালেহ আহমেদ, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মফিজ উদ্দিন আহমেদ, বিআরটিএর পরিচালক মাহবুব ই রব্বানী, মালিক সমিতির প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।