সাধারণ নির্বাচন

গ্রিসে মধ্য-ডানপন্থি বিরোধী দলের জয়

গ্রিসের সাধারণ নির্বাচনে দেশটির প্রধান বিরোধী দল মধ্য-ডানপন্থি নিউ ডেমোক্র্যাসি জয় পেয়েছে। গতকাল সোমবার ভোট গণনা শেষে দেখা গেছে, পার্লামেন্টের ৩০০ আসনের মধ্যে প্রায় ১৫৮টি আসনে পেয়ে নিরঙ্কুশ জয় পেতে যাচ্ছে দলটি। এরপরই নিউ ডেমোক্র্যাসি নেতা কিরিয়াকোস মিতসোতাকিসের কাছে পরাজয় মেনে নিয়ে তাকে অভিনন্দন জানান বামপন্থি সিরিজা পার্টির নেতা ও দেশটির প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেনে এ তথ্য জানা য়ায়।

গত রোববার গ্রিসের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর গতকাল সোমবার ভোট গণনা শেষে দেখা গেছে, নিউ ডেমোক্র্যাসি পার্টি পেয়েছে প্রায় ৪০ ভাগ ভোট। দলটি ৩০০ আসনের মধ্যে ১৫৮ আসন পেয়েছে। আর সিরিজা পার্টি পেয়েছে ৩২ শতাংশ ভোট। দলটি ৮৬ আসন পেয়ে সংসদের বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। নির্বাচনের ফলাফল পরিষ্কার হয়ে যাওয়ার পর অভিনন্দন জানানোর জন্য মিতসোতাকিসকে ফোন করেন করেন সিপ্রাস। বিজয় ভাষণ মিতসোতাকিস বলেন, ‘আমাদের দেশ আবারও মাথা তুলে দাঁড়িয়েছে। বিভাজনের পথে না গিয়ে তিনি গ্রিসের সব নাগরিকের জন্য প্রধানমন্ত্রী হবেন বলে অঙ্গীকার করেন মিতসোতাকিস। তিনি বলেন, এ জয় শুধু গ্রিসের জন্য নয়, ইউরোপের জন্যও গুরুত্বপূর্ণ। এ জয়ের মানে হলো আমরা গ্রিসে পরিবর্তন আনার জন্য সত্যিকারের শক্তিশালী মাধ্যম পেয়েছি। যার প্রতিশ্রুতি আমি দিচ্ছি এবং তা করে দেখাব। আমি গ্রিসের সমস্যা জানি। এও জানি জনগণ আমাকে নেতা বানিয়েছে। আমি জনগণের ঘাড় থেকে করের বোঝা নামাব। পাশাপাশি বেশি বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করব। মিতসোতাকিস গত সোমবার গ্রিসের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিবেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত কয়েক দশকের মধ্যে সবনিম্ন ৫৭ শতাংশ ভোট পড়েছে এ নির্বাচনে। দেশটিতে ভোট দেয়া কার্যত বাধ্যতামূলক হলেও এই আইনটি প্রয়োগ করা হয় না। গত রোববার ভোটের দিন দেশটির বিভিন্ন জায়গায় তাপমাত্রা ৩৫ সেলসিয়াসের উপরে উঠায় অনেকেই সমুদ্র সৈকতে গিয়ে ভিড় করেন, অনেকে বাড়ি থেকে বেরই হননি। ২০১৫ সালে নিউ ডেমোক্র্যাসি পার্টিকে হটিয়ে গ্রিসের ক্ষমতায় আসে সিপ্রাসের নেতৃত্বাধীন বামপন্থি সিরিজা পার্টি।

মঙ্গলবার, ০৯ জুলাই ২০১৯ , ২৫ আষাঢ় ১৪২৫, ৫ জ্বিলকদ ১৪৪০

সাধারণ নির্বাচন

গ্রিসে মধ্য-ডানপন্থি বিরোধী দলের জয়

সংবাদ ডেস্ক

image

কিরিয়াকোস মিতসোতাকিসের

গ্রিসের সাধারণ নির্বাচনে দেশটির প্রধান বিরোধী দল মধ্য-ডানপন্থি নিউ ডেমোক্র্যাসি জয় পেয়েছে। গতকাল সোমবার ভোট গণনা শেষে দেখা গেছে, পার্লামেন্টের ৩০০ আসনের মধ্যে প্রায় ১৫৮টি আসনে পেয়ে নিরঙ্কুশ জয় পেতে যাচ্ছে দলটি। এরপরই নিউ ডেমোক্র্যাসি নেতা কিরিয়াকোস মিতসোতাকিসের কাছে পরাজয় মেনে নিয়ে তাকে অভিনন্দন জানান বামপন্থি সিরিজা পার্টির নেতা ও দেশটির প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেনে এ তথ্য জানা য়ায়।

গত রোববার গ্রিসের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর গতকাল সোমবার ভোট গণনা শেষে দেখা গেছে, নিউ ডেমোক্র্যাসি পার্টি পেয়েছে প্রায় ৪০ ভাগ ভোট। দলটি ৩০০ আসনের মধ্যে ১৫৮ আসন পেয়েছে। আর সিরিজা পার্টি পেয়েছে ৩২ শতাংশ ভোট। দলটি ৮৬ আসন পেয়ে সংসদের বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। নির্বাচনের ফলাফল পরিষ্কার হয়ে যাওয়ার পর অভিনন্দন জানানোর জন্য মিতসোতাকিসকে ফোন করেন করেন সিপ্রাস। বিজয় ভাষণ মিতসোতাকিস বলেন, ‘আমাদের দেশ আবারও মাথা তুলে দাঁড়িয়েছে। বিভাজনের পথে না গিয়ে তিনি গ্রিসের সব নাগরিকের জন্য প্রধানমন্ত্রী হবেন বলে অঙ্গীকার করেন মিতসোতাকিস। তিনি বলেন, এ জয় শুধু গ্রিসের জন্য নয়, ইউরোপের জন্যও গুরুত্বপূর্ণ। এ জয়ের মানে হলো আমরা গ্রিসে পরিবর্তন আনার জন্য সত্যিকারের শক্তিশালী মাধ্যম পেয়েছি। যার প্রতিশ্রুতি আমি দিচ্ছি এবং তা করে দেখাব। আমি গ্রিসের সমস্যা জানি। এও জানি জনগণ আমাকে নেতা বানিয়েছে। আমি জনগণের ঘাড় থেকে করের বোঝা নামাব। পাশাপাশি বেশি বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করব। মিতসোতাকিস গত সোমবার গ্রিসের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিবেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত কয়েক দশকের মধ্যে সবনিম্ন ৫৭ শতাংশ ভোট পড়েছে এ নির্বাচনে। দেশটিতে ভোট দেয়া কার্যত বাধ্যতামূলক হলেও এই আইনটি প্রয়োগ করা হয় না। গত রোববার ভোটের দিন দেশটির বিভিন্ন জায়গায় তাপমাত্রা ৩৫ সেলসিয়াসের উপরে উঠায় অনেকেই সমুদ্র সৈকতে গিয়ে ভিড় করেন, অনেকে বাড়ি থেকে বেরই হননি। ২০১৫ সালে নিউ ডেমোক্র্যাসি পার্টিকে হটিয়ে গ্রিসের ক্ষমতায় আসে সিপ্রাসের নেতৃত্বাধীন বামপন্থি সিরিজা পার্টি।