অবশেষে সংলাপে সম্মত ভেনিজুয়েলার বিরোধীরা

ভেনিজুয়েলার চলমান সংকট নিরসনে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে দেশটির বিরোধী দল। তাদের বৈঠকে বসাতে মধ্যস্থতাকারী নরওয়ে সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, চলতি সপ্তাহেই এ আলোচনা অনুষ্ঠিত হতে পারে। এ প্রসঙ্গে ভেনিজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট ও বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো বলেন, যে কোনও আলোচনা অবশ্যই চলমান রাজনৈতিক সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে হতে হবে।

২০১৫ সাল থেকে খাবার ও চিকিৎসার অভাবে সৃষ্ট মানবিক সংকট থেকে বাঁচতে ৪০ লাখ নাগরিক ভেনিজুয়েলা ছাড়তে বাধ্য হয়েছে। নির্বাচনি কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে চলতি বছরের শুরুতে ভেনিজুয়েলায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের সুযোগে ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো। মাদুরোর সরকারকে অবৈধ দাবি করে নিজেকে বৈধ অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করে অভ্যুত্থানের ডাক দেন তিনি। এতে সমর্থন ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। পরে কথিত ওই অভ্যুত্থান প্রচেষ্টা নস্যাতের ঘোষণা দেয় মাদুরো সরকার। ভেনিজুয়েলার রাজনৈতিক সংকট সমাধানে গত মে মাসে আলোচনার উদ্যোগ নেয়া হয়। ওই সময়ে অসলো’তে আলোচনায় সম্মত হয় গুইদোর সমর্থকরা। তবে একে সময় নষ্টের প্রচেষ্টা বলে অভিযোগ করেন গুইদো।

চলতি বছরের জুনে নিজস্ব সূত্রের উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, আরেক দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে দুই পক্ষ।

মঙ্গলবার, ০৯ জুলাই ২০১৯ , ২৫ আষাঢ় ১৪২৫, ৫ জ্বিলকদ ১৪৪০

অবশেষে সংলাপে সম্মত ভেনিজুয়েলার বিরোধীরা

সংবাদ ডেস্ক

ভেনিজুয়েলার চলমান সংকট নিরসনে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে দেশটির বিরোধী দল। তাদের বৈঠকে বসাতে মধ্যস্থতাকারী নরওয়ে সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, চলতি সপ্তাহেই এ আলোচনা অনুষ্ঠিত হতে পারে। এ প্রসঙ্গে ভেনিজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট ও বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো বলেন, যে কোনও আলোচনা অবশ্যই চলমান রাজনৈতিক সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে হতে হবে।

২০১৫ সাল থেকে খাবার ও চিকিৎসার অভাবে সৃষ্ট মানবিক সংকট থেকে বাঁচতে ৪০ লাখ নাগরিক ভেনিজুয়েলা ছাড়তে বাধ্য হয়েছে। নির্বাচনি কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে চলতি বছরের শুরুতে ভেনিজুয়েলায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের সুযোগে ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো। মাদুরোর সরকারকে অবৈধ দাবি করে নিজেকে বৈধ অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করে অভ্যুত্থানের ডাক দেন তিনি। এতে সমর্থন ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। পরে কথিত ওই অভ্যুত্থান প্রচেষ্টা নস্যাতের ঘোষণা দেয় মাদুরো সরকার। ভেনিজুয়েলার রাজনৈতিক সংকট সমাধানে গত মে মাসে আলোচনার উদ্যোগ নেয়া হয়। ওই সময়ে অসলো’তে আলোচনায় সম্মত হয় গুইদোর সমর্থকরা। তবে একে সময় নষ্টের প্রচেষ্টা বলে অভিযোগ করেন গুইদো।

চলতি বছরের জুনে নিজস্ব সূত্রের উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, আরেক দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে দুই পক্ষ।