৪৪ দেশে ৮৮৪৮ জন বাংলাদেশি কারাগারে

বিশ্বের ৪৪টি দেশের জেল অথবা ডিটেনশন সেন্টারে আট হাজার ৮৪৮ জন বাংলাদেশি আটক রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। গতকাল জাতীয় সংসদে প্রশ্নোত্তরে সরকারি দলের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

পররাষ্ট্রমন্ত্রীর তথ্যানুযায়ী বিশ্বের ৪৪টি দেশে এসব বাংলাদেশি আটক রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আটক ভারতে। দেশটিতে আটক আছেন ২ হাজার ৪৯ জন (২ হাজার ৩১ জন কলকাতায়, বাকি ১৮ জন আগরতলায়)। এছাড়া অন্যান্য দেশের মধ্যে আবুধাবিতে ১ হাজার ১৫৬ জন, বাহারাইনে ৬৯৩ জন, মালয়েশিয়ায় ৫৭২ জন, সৌদি আরবে ৭৬৮ জন, ওমানে ৪৪২ জন, কুয়েতে ৩১৬ জন ও তুরস্কে ৩২৭ জন আটক রয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশি কারাগারে আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব। পররাষ্ট্র মন্ত্রণালয় দূতাবাসের সাহায্যে রুটিনমাফিক এ কাজ করে আসছে। স¤প্রতি ইন্দোনেশিয়া, তিউনেশিয়া, লিবিয়া ও ভানুয়াতু থেকে আটকেপড়া অনেক বাংলাদেশি দূতাবাসের প্রচেষ্টায় ফিরে এসেছেন। অনেকেই আসার প্রক্রিয়ায় আছেন।

আরও খবর
ইসলামী পর্যটনকে বিকশিত করার আহ্বান প্রধানমন্ত্রীর
আর্থিক খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে সহযোগিতার আশ্বাস
শপথ নিলেন বগুড়ার এমপি সিরাজ
‘বিকল্প ব্যবস্থা ছাড়া রিকশা বন্ধে প্রাইভেটকার বেড়ে যাওয়ার আশঙ্কা’
শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
বুড়িগঙ্গা তীরে স্থাপনা উচ্ছেদকালে হামলা ম্যাজিস্ট্রেটসহ আহত ৫
তথ্য গোপন করে মামলা বাতিলের আবেদনকারীকে গ্রেফতারের নির্দেশ
শিক্ষকদের দলাদলিতে ছাত্রলীগকে না জড়ানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর
আজিজ কো-অপারেটিভের চেয়ারম্যান গ্রেফতার
প্রতিবন্ধী ধর্ষণ ঘটনায় মামলা, ধর্ষক ও এক সালিশকারী গ্রেফতার
৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
নির্ধারিত তারিখের একদিন আগেই সিন্ডিকেট সভা করলেন উপাচার্য

শুক্রবার, ১২ জুলাই ২০১৯ , ২৮ আষাঢ় ১৪২৫, ৮ জিলকদ ১৪৪০

৪৪ দেশে ৮৮৪৮ জন বাংলাদেশি কারাগারে

নিজস্ব বার্তা পরিবেশক |

বিশ্বের ৪৪টি দেশের জেল অথবা ডিটেনশন সেন্টারে আট হাজার ৮৪৮ জন বাংলাদেশি আটক রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। গতকাল জাতীয় সংসদে প্রশ্নোত্তরে সরকারি দলের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

পররাষ্ট্রমন্ত্রীর তথ্যানুযায়ী বিশ্বের ৪৪টি দেশে এসব বাংলাদেশি আটক রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আটক ভারতে। দেশটিতে আটক আছেন ২ হাজার ৪৯ জন (২ হাজার ৩১ জন কলকাতায়, বাকি ১৮ জন আগরতলায়)। এছাড়া অন্যান্য দেশের মধ্যে আবুধাবিতে ১ হাজার ১৫৬ জন, বাহারাইনে ৬৯৩ জন, মালয়েশিয়ায় ৫৭২ জন, সৌদি আরবে ৭৬৮ জন, ওমানে ৪৪২ জন, কুয়েতে ৩১৬ জন ও তুরস্কে ৩২৭ জন আটক রয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশি কারাগারে আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব। পররাষ্ট্র মন্ত্রণালয় দূতাবাসের সাহায্যে রুটিনমাফিক এ কাজ করে আসছে। স¤প্রতি ইন্দোনেশিয়া, তিউনেশিয়া, লিবিয়া ও ভানুয়াতু থেকে আটকেপড়া অনেক বাংলাদেশি দূতাবাসের প্রচেষ্টায় ফিরে এসেছেন। অনেকেই আসার প্রক্রিয়ায় আছেন।