একসঙ্গে কাজ করবে এইচআরসি-সুজুই

একসঙ্গে ব্যবসা করতে চুক্তি করেছে বাংলাদেশের এইচআরসি গ্রুপ এবং জাপানের সুজুই করপোরেশন। গত রোববার রাজধানীর ওয়েস্টিন হোটেলে এইচআরসি এবং সুজুই করপোরেশনের মধ্যে একটি জয়েন ভেঞ্চার চুক্তি হয়েছে।

এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ এইচ চৌধুরী এবং জাপানের সুজুই করপোরেশনের চেয়ারম্যান তাকাহিরও সুজুই চুক্তিতে সই করেন। নতুন প্রতিষ্ঠানের নাম দেয়া হয়েছে এইচআরসসি-সুজুই লজিস্টিকস বিডি লিমিটেড। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ এইচ চৌধুরী বলেন, সুজুই কর্পোরেশনের সঙ্গে আমরা ২০১৪ সাল থেকে ব্যবসা শুরু করেছি। তাদের সঙ্গে আমাদের একটি প্রাথমিক চুক্তির মাধ্যমে আমরা এত দিন ব্যবসা করতাম। এখন স্থায়ীভাবে একটা চুক্তিতে এসেছি। আমরা যে আজকে চুক্তিটি সই করলাম সেটি মূলত লজিস্টিক এবং শিপিং বিজনেস। এ দুটি বিষয় নিয়ে একসঙ্গে কাজ করব। আমরা যার সঙ্গে আজকে চুক্তিবদ্ধ হলাম তারা একটি নামকরা প্রতিষ্ঠান এবং তারা প্রায় শত বছর ধরে ব্যবসার সঙ্গে জড়িত। সুজুই করপোরেশনের চেয়ারম্যান তাকাহিরও সুজুই বলেন, আমরা এইচআরসির সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করি, সারা বিশ্বে আমাদের যে ব্যবসা আছে বাংলাদেশের চুক্তির ফলে সেগুলো আরও গতিশীল হবে এবং বাংলাদেশে আমরা একটা উন্নত মানের সেবা প্রদান করতে পারব। আর এর মাধ্যমে আমরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নিজেদের সম্পৃক্ত করতে পারব। বাংলাদেশ এখন বৈদেশিক বিনিয়োগের জন্য আগের চেয়ে অনেক বেশি অ্যাট্রাক্টিভ। আমরা আমাদের জয়েন ভেঞ্চার প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করছি। চুক্তি অনুযায়ী, দুপক্ষের মধ্যে বিদ্যমান আইন অনুযায়ী মালবাহী জাহাজের পণ্য খালাস, কোল্ড ও ফ্রিজিংসহ সব ধরনের ওয়্যারহাউজ সেবা, ল্যান্ড ট্রান্সপোর্ট সেবাসহ অন্যান্য বাণিজ্য কৌশল বিনিময় হবে।

মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯ , ২ শ্রাবন ১৪২৫, ১২ জিলকদ ১৪৪০

একসঙ্গে কাজ করবে এইচআরসি-সুজুই

অর্থনৈতিক বার্তা পরিবেশক

একসঙ্গে ব্যবসা করতে চুক্তি করেছে বাংলাদেশের এইচআরসি গ্রুপ এবং জাপানের সুজুই করপোরেশন। গত রোববার রাজধানীর ওয়েস্টিন হোটেলে এইচআরসি এবং সুজুই করপোরেশনের মধ্যে একটি জয়েন ভেঞ্চার চুক্তি হয়েছে।

এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ এইচ চৌধুরী এবং জাপানের সুজুই করপোরেশনের চেয়ারম্যান তাকাহিরও সুজুই চুক্তিতে সই করেন। নতুন প্রতিষ্ঠানের নাম দেয়া হয়েছে এইচআরসসি-সুজুই লজিস্টিকস বিডি লিমিটেড। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ এইচ চৌধুরী বলেন, সুজুই কর্পোরেশনের সঙ্গে আমরা ২০১৪ সাল থেকে ব্যবসা শুরু করেছি। তাদের সঙ্গে আমাদের একটি প্রাথমিক চুক্তির মাধ্যমে আমরা এত দিন ব্যবসা করতাম। এখন স্থায়ীভাবে একটা চুক্তিতে এসেছি। আমরা যে আজকে চুক্তিটি সই করলাম সেটি মূলত লজিস্টিক এবং শিপিং বিজনেস। এ দুটি বিষয় নিয়ে একসঙ্গে কাজ করব। আমরা যার সঙ্গে আজকে চুক্তিবদ্ধ হলাম তারা একটি নামকরা প্রতিষ্ঠান এবং তারা প্রায় শত বছর ধরে ব্যবসার সঙ্গে জড়িত। সুজুই করপোরেশনের চেয়ারম্যান তাকাহিরও সুজুই বলেন, আমরা এইচআরসির সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করি, সারা বিশ্বে আমাদের যে ব্যবসা আছে বাংলাদেশের চুক্তির ফলে সেগুলো আরও গতিশীল হবে এবং বাংলাদেশে আমরা একটা উন্নত মানের সেবা প্রদান করতে পারব। আর এর মাধ্যমে আমরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নিজেদের সম্পৃক্ত করতে পারব। বাংলাদেশ এখন বৈদেশিক বিনিয়োগের জন্য আগের চেয়ে অনেক বেশি অ্যাট্রাক্টিভ। আমরা আমাদের জয়েন ভেঞ্চার প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করছি। চুক্তি অনুযায়ী, দুপক্ষের মধ্যে বিদ্যমান আইন অনুযায়ী মালবাহী জাহাজের পণ্য খালাস, কোল্ড ও ফ্রিজিংসহ সব ধরনের ওয়্যারহাউজ সেবা, ল্যান্ড ট্রান্সপোর্ট সেবাসহ অন্যান্য বাণিজ্য কৌশল বিনিময় হবে।