যানজট এড়াতে ধাপে ধাপে ঈদের ছুটি গার্মেন্টসে

আসন্ন ঈদুল আজহার সময় যানজট এড়াতে ৮ আগস্ট থেকে পোশাক শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। গত রোববার সচিবালয়ে ঈদের আগে সার্বিক আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ৮ আগস্ট থেকে গার্মেন্ট কর্মীদের পর্যায়ক্রমে ছুটি দিতে হবে। যেরকমভাবে বিজিএমইএ মনে করে, তারা হিসাব-নিকাশ করে ছুটি দেবে যেন তাতে অযথা যানজট তৈরি না হয়। পর্যায়ক্রমে ছুটি দিলে অসহনীয় যানজট হবে না। ঈদের আগে কোন শ্রমিক ছাঁটাই না করার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গার্মেন্ট মালিকরা ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করবেন বলে জানিয়েছেন এবং এ বিষয়ে খেয়াল রাখা হবে।

ঈদের সময় আইনশৃঙ্খলা ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, বড়-ছোট মার্কেটে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সিসি ক্যামেরাগুলো যেন সচল রাখে। যে কোন সমস্যা হলে ৯৯৯-এ ফোন করে তাদের জানাতে বলা হয়েছে। যানজট নিরসনে রাস্তা বা রাস্তার পাশে পশুর হাট বসবে না বলে সভায় সিদ্ধান্ত নেয়ার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, বন্যা আসছে, এজন্য নির্দিষ্ট স্থান বাদে যাতে কোন রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। কোরবানির হাটে সিসিটিভি ও সাদা পোশাকে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী থাকবে। নির্দিষ্ট স্থান ছাড়া কোরবানি দেয়া যাবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, সুনির্দিষ্ট কোন অভিযোগ না থাকলে কোন পশুবাহী গাড়ি বা যানবাহন থামানো হবে না, যাতে করে যানজট সৃষ্টি না হয়।

সভায় পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, সুরক্ষা সেবা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯ , ২ শ্রাবন ১৪২৫, ১২ জিলকদ ১৪৪০

যানজট এড়াতে ধাপে ধাপে ঈদের ছুটি গার্মেন্টসে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

আসন্ন ঈদুল আজহার সময় যানজট এড়াতে ৮ আগস্ট থেকে পোশাক শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। গত রোববার সচিবালয়ে ঈদের আগে সার্বিক আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ৮ আগস্ট থেকে গার্মেন্ট কর্মীদের পর্যায়ক্রমে ছুটি দিতে হবে। যেরকমভাবে বিজিএমইএ মনে করে, তারা হিসাব-নিকাশ করে ছুটি দেবে যেন তাতে অযথা যানজট তৈরি না হয়। পর্যায়ক্রমে ছুটি দিলে অসহনীয় যানজট হবে না। ঈদের আগে কোন শ্রমিক ছাঁটাই না করার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গার্মেন্ট মালিকরা ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করবেন বলে জানিয়েছেন এবং এ বিষয়ে খেয়াল রাখা হবে।

ঈদের সময় আইনশৃঙ্খলা ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, বড়-ছোট মার্কেটে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সিসি ক্যামেরাগুলো যেন সচল রাখে। যে কোন সমস্যা হলে ৯৯৯-এ ফোন করে তাদের জানাতে বলা হয়েছে। যানজট নিরসনে রাস্তা বা রাস্তার পাশে পশুর হাট বসবে না বলে সভায় সিদ্ধান্ত নেয়ার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, বন্যা আসছে, এজন্য নির্দিষ্ট স্থান বাদে যাতে কোন রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। কোরবানির হাটে সিসিটিভি ও সাদা পোশাকে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী থাকবে। নির্দিষ্ট স্থান ছাড়া কোরবানি দেয়া যাবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, সুনির্দিষ্ট কোন অভিযোগ না থাকলে কোন পশুবাহী গাড়ি বা যানবাহন থামানো হবে না, যাতে করে যানজট সৃষ্টি না হয়।

সভায় পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, সুরক্ষা সেবা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।