শেয়ারবাজারে সূচকের সামান্য উত্থান

সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক সামান্য বেড়েছে। পাশাপাশি উভয় বাজারে আগের কার্যদিবসের তুলনায় লেনদেনও কিছুটা বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৩৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৩০ পয়েন্টে উঠে এসেছে। আর শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৬ পয়েন্টে। এদিকে সব সূচক সামান্য বৃদ্ধির ফলে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ডিএসইতে লেনদেন হওয়া ১৯৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার বিপরীতে কমেছে ১১৮টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার দর। মূল্যসূচক ও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি গতকাল ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। এদিন বাজারটিতে ৩০৯ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৭১ কোটি ৭৬ লাখ টাকা। সেই হিসাবে লেনদেন বেড়েছে ৩৭ কোটি ৮৪ লাখ টাকা।

এদিকে ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফরচুন সুজের শেয়ার। কোম্পানিটির ২৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ার জেনারেশনের ৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৭ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সিলকো ফার্মাসিউটিক্যালস। এছাড়া লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে-গ্রামীণফোন, গ্লোবাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, জেএমআই সিরিঞ্জ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, ফেডারেল ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ শিপিং করপোরেশন।

গতকাল ডিএসইতে দরপতনের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৫৭ শতাংশ বা ৩০ পয়সা কমেছে। শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটির ৩৫ হাজার ২৭৬টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ১ লাখ ১৪ হাজার টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৭ শতাংশ বা ২০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির ২ লাখ ৪ হাজার ৯৯৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮ লাখ ৫৬ হাজার টাকা। ইউনাইটেড এয়ারওয়েস তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ২৬ শতাংশ বা ১০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির ৩ লাখ ৯০ হাজার ৬৯০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭ লাখ ১৪ হাজার টাকা। এ তালিকায় ওঠে আসা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা, বেক্সিমকো সিনথেটিক, সি অ্যান্ড এ টেক্সটাইলস, আল-হাজ্জ টেক্সটাইলস, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ ও অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৩০ পয়েন্টে। বাজারটিতে হাত বদল হওয়া ২৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৩০ কোটি ১৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৪৪ লাখ টাকা। সেই হিসাবে সিএসইতে এদিন লেনদেন কমেছে ১৩ কোটি ৬৯ লাখ টাকা।

বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯ , ৪ শ্রাবন ১৪২৫, ১৪ জিলকদ ১৪৪০

শেয়ারবাজারে সূচকের সামান্য উত্থান

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

শেয়ারবাজারের চলমান দুরবস্থা দূর করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আজ সচিবালয়ে স্মারকলিপি দেবে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্যপরিষদ

সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক সামান্য বেড়েছে। পাশাপাশি উভয় বাজারে আগের কার্যদিবসের তুলনায় লেনদেনও কিছুটা বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৩৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৩০ পয়েন্টে উঠে এসেছে। আর শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৬ পয়েন্টে। এদিকে সব সূচক সামান্য বৃদ্ধির ফলে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ডিএসইতে লেনদেন হওয়া ১৯৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার বিপরীতে কমেছে ১১৮টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার দর। মূল্যসূচক ও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি গতকাল ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। এদিন বাজারটিতে ৩০৯ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৭১ কোটি ৭৬ লাখ টাকা। সেই হিসাবে লেনদেন বেড়েছে ৩৭ কোটি ৮৪ লাখ টাকা।

এদিকে ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফরচুন সুজের শেয়ার। কোম্পানিটির ২৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ার জেনারেশনের ৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৭ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সিলকো ফার্মাসিউটিক্যালস। এছাড়া লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে-গ্রামীণফোন, গ্লোবাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, জেএমআই সিরিঞ্জ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, ফেডারেল ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ শিপিং করপোরেশন।

গতকাল ডিএসইতে দরপতনের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৫৭ শতাংশ বা ৩০ পয়সা কমেছে। শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটির ৩৫ হাজার ২৭৬টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ১ লাখ ১৪ হাজার টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৭ শতাংশ বা ২০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির ২ লাখ ৪ হাজার ৯৯৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮ লাখ ৫৬ হাজার টাকা। ইউনাইটেড এয়ারওয়েস তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ২৬ শতাংশ বা ১০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির ৩ লাখ ৯০ হাজার ৬৯০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭ লাখ ১৪ হাজার টাকা। এ তালিকায় ওঠে আসা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা, বেক্সিমকো সিনথেটিক, সি অ্যান্ড এ টেক্সটাইলস, আল-হাজ্জ টেক্সটাইলস, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ ও অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৩০ পয়েন্টে। বাজারটিতে হাত বদল হওয়া ২৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৩০ কোটি ১৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৪৪ লাখ টাকা। সেই হিসাবে সিএসইতে এদিন লেনদেন কমেছে ১৩ কোটি ৬৯ লাখ টাকা।