প্রধানমন্ত্রীর চোখে অস্ত্রোপচার

যুক্তরাজ্যে সরকারি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাম চোখে গত সোমবার লন্ডনের একটি হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছে। বাসস।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম লন্ডন থেকে জানান, লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাম চোখে অস্ত্রোপচার হয়েছে। তিনি বলেন, অস্ত্রোপচারের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্থ আছেন।

প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী লন্ডন থেকে একাধিক গুরুত্বপূর্ণ ফাইল ডিজিটালি স্বাক্ষর করেছেন তিনি বলেন, প্রধানমন্ত্রী গত ১৯ জুলাই লন্ডনে পৌঁছার পর একাধিক গুরুত্বপূর্ণ ইলেক্ট্রনিক ফাইল স্বাক্ষর করেন। তিনি লন্ডন থেকে দেশের বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের নির্দেশনা দিচ্ছেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশি দূতদের সম্মেলন এবং অন্য কর্মসূচিতে যোগ দিতে গত ১৯ জুলাই লন্ডনে যান। তিনি আগামী ৫ আগস্ট দেশে ফিরবেন।

আরও খবর
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি
নদীরক্ষায় ‘বঙ্গবন্ধু নদী পদক’ দেয়া হবে
বন্যাদুর্গত লাখো মানুষ চরম দুর্ভোগে
জনগণের আস্থা অর্জন করতে হবে
বর্জন বিক্ষোভ চলছে প্রতিহত করার ঘোষণা ছাত্রলীগের
ঋণখেলাপিদের নিয়ে প্রজ্ঞাপন কেন বেআইনি নয় : হাইকোর্ট
অপরাধীদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করব : স্বরাষ্ট্রমন্ত্রী
পাইলট নিয়োগে অনিয়ম : ১০ জনকে দুদকে তলব
ফিটনেসহীন সব পরিবহনের লাইসেন্স নবায়নের নির্দেশ
চট্টগ্রামে মশার ওপর জরিপ চলছে
১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে আবেদন
নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় ৪ জনের লাশ উদ্ধার
তুরাগে তলিয়ে যাওয়া ক্যাব চালকের হদিস নেই

বুধবার, ২৪ জুলাই ২০১৯ , ৯ শ্রাবন ১৪২৫, ২০ জিলকদ ১৪৪০

প্রধানমন্ত্রীর চোখে অস্ত্রোপচার

যুক্তরাজ্যে সরকারি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাম চোখে গত সোমবার লন্ডনের একটি হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছে। বাসস।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম লন্ডন থেকে জানান, লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাম চোখে অস্ত্রোপচার হয়েছে। তিনি বলেন, অস্ত্রোপচারের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্থ আছেন।

প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী লন্ডন থেকে একাধিক গুরুত্বপূর্ণ ফাইল ডিজিটালি স্বাক্ষর করেছেন তিনি বলেন, প্রধানমন্ত্রী গত ১৯ জুলাই লন্ডনে পৌঁছার পর একাধিক গুরুত্বপূর্ণ ইলেক্ট্রনিক ফাইল স্বাক্ষর করেন। তিনি লন্ডন থেকে দেশের বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের নির্দেশনা দিচ্ছেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশি দূতদের সম্মেলন এবং অন্য কর্মসূচিতে যোগ দিতে গত ১৯ জুলাই লন্ডনে যান। তিনি আগামী ৫ আগস্ট দেশে ফিরবেন।