চট্টগ্রামে মশার ওপর জরিপ চলছে

চট্টগ্রাম মহানগরীতে মশার ওপর জরিপ কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে সিভিল সার্জন কার্যালয়। ঢাকা থেকে টিম এসে এ জরিপ কার্যক্রম তদারকি করবে বলে জানা গেছে। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত ও মশাবাহিত রোগ থেকে বাসিন্দাদের মুক্ত রাখতে ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও এমন জরিপের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা। এ জন্য একটি টিম গঠিত হবে। টিমে কীটতত্ত্ববিদ, কীট টেকনিশিয়ান ও তথ্য সংগ্রহকারী থাকবে। তারা বাড়ি বাড়ি গিয়ে মশার লার্ভা সংগ্রহ করবে। এর আগে ২০১৭ সালে মশার ওপর জরিপ কার্যক্রম পরিচালনা করা হয় চট্টগ্রামে। তবে ২০১৮ সালে জরিপ হয়নি। আগামী মাসে চট্টগ্রামে এ কার্যক্রম শুরুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী। এদিকে চলতি মাসে চট্টগ্রামে

১৯ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে। এছাড়া জুনে ও ফেব্রুয়ারিতে আরও ২ জন রোগী শনাক্ত হয়। ইতোমধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন ৪১টি ওয়ার্ডে চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু হয়েছে। মশক নিধনে এবার ২ কোটি টাকার ২৫ হাজার লিটার এডাল্টিসাইড, ১০ হাজার লিটার লার্ভিসাইড ছিটানো হবে বলে জানা গেছে।

এ বিষয়ে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, ডেঙ্গু নিয়ে সতর্কতা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের কীটতত্ত্ববিদ এনতেজার ফেরদৌস বলেন, নগরের ৪১টি ওয়ার্ডে একটি করে এলাকা চিহ্নিত করা হবে। প্রতি এলাকায় ১০টি বাড়িতে টিম যাবে। প্রতি টিমে কীটতত্ত্ববিদ, কীট টেকনিশিয়ান ও তথ্য সংগ্রহকারী থাকবে। তারা বাড়ি বাড়ি গিয়ে মশার লার্ভা সংগ্রহ করবে। পাশাপাশি বাড়িতে পরিত্যক্ত অবস্থায় কৌটা খালি টিন, টায়ার পড়ে আছে কিনা তাও দেখবে। কীটতত্ত্ববিদ এনতেজার ফেরদৌস বলেন, জরিপে এডিস মশার লার্ভা সংগ্রহের পাশাপাশি কিউলেক্স ও এনোফিলিস মশার লার্ভাও সংগ্রহ করা হবে।

সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, সম্প্রতি মশার উপদ্রব বেড়েছে। মশাবাহিত রোগব্যাধি থেকে বসবাসকারীদের রক্ষা করতে আমাদের নজরদারি রয়েছে। এর অংশ হিসেবে মশার ওপর জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, জরিপে কোন প্রজাতির মশার উপদ্রব বেশি তা নির্ণয় করা হবে। বিশেষ করে এডিস মশার উপদ্রব জানতে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ডা. সিদ্দিকী আরও বলেন, জরিপে কোন কোন এলাকা ঝুঁকিপূর্ণ সেটিও ওঠে আসবে। এরপর সিটি করপোরেশন সে অনুযায়ী মশক নিধন কার্যক্রম পরিচালনা করবে। অন্যদিকে সিভিল সার্জন কার্যালয় ডেঙ্গু প্রতিরোধে ১৫টি উপজেলা তদারকির জন্য কন্ট্রোল রুম করেছে। নগরে অবস্থিত ৯টি আরবান ডিসপেনসারিতে ডেঙ্গু নিয়ে বিশেষ সতর্কতার নির্দেশ দেয়া হয়েছে।

আরও খবর
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রীর চোখে অস্ত্রোপচার
নদীরক্ষায় ‘বঙ্গবন্ধু নদী পদক’ দেয়া হবে
বন্যাদুর্গত লাখো মানুষ চরম দুর্ভোগে
জনগণের আস্থা অর্জন করতে হবে
বর্জন বিক্ষোভ চলছে প্রতিহত করার ঘোষণা ছাত্রলীগের
ঋণখেলাপিদের নিয়ে প্রজ্ঞাপন কেন বেআইনি নয় : হাইকোর্ট
অপরাধীদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করব : স্বরাষ্ট্রমন্ত্রী
পাইলট নিয়োগে অনিয়ম : ১০ জনকে দুদকে তলব
ফিটনেসহীন সব পরিবহনের লাইসেন্স নবায়নের নির্দেশ
১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে আবেদন
নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় ৪ জনের লাশ উদ্ধার
তুরাগে তলিয়ে যাওয়া ক্যাব চালকের হদিস নেই

বুধবার, ২৪ জুলাই ২০১৯ , ৯ শ্রাবন ১৪২৫, ২০ জিলকদ ১৪৪০

চট্টগ্রামে মশার ওপর জরিপ চলছে

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম মহানগরীতে মশার ওপর জরিপ কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে সিভিল সার্জন কার্যালয়। ঢাকা থেকে টিম এসে এ জরিপ কার্যক্রম তদারকি করবে বলে জানা গেছে। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত ও মশাবাহিত রোগ থেকে বাসিন্দাদের মুক্ত রাখতে ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও এমন জরিপের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা। এ জন্য একটি টিম গঠিত হবে। টিমে কীটতত্ত্ববিদ, কীট টেকনিশিয়ান ও তথ্য সংগ্রহকারী থাকবে। তারা বাড়ি বাড়ি গিয়ে মশার লার্ভা সংগ্রহ করবে। এর আগে ২০১৭ সালে মশার ওপর জরিপ কার্যক্রম পরিচালনা করা হয় চট্টগ্রামে। তবে ২০১৮ সালে জরিপ হয়নি। আগামী মাসে চট্টগ্রামে এ কার্যক্রম শুরুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী। এদিকে চলতি মাসে চট্টগ্রামে

১৯ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে। এছাড়া জুনে ও ফেব্রুয়ারিতে আরও ২ জন রোগী শনাক্ত হয়। ইতোমধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন ৪১টি ওয়ার্ডে চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু হয়েছে। মশক নিধনে এবার ২ কোটি টাকার ২৫ হাজার লিটার এডাল্টিসাইড, ১০ হাজার লিটার লার্ভিসাইড ছিটানো হবে বলে জানা গেছে।

এ বিষয়ে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, ডেঙ্গু নিয়ে সতর্কতা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের কীটতত্ত্ববিদ এনতেজার ফেরদৌস বলেন, নগরের ৪১টি ওয়ার্ডে একটি করে এলাকা চিহ্নিত করা হবে। প্রতি এলাকায় ১০টি বাড়িতে টিম যাবে। প্রতি টিমে কীটতত্ত্ববিদ, কীট টেকনিশিয়ান ও তথ্য সংগ্রহকারী থাকবে। তারা বাড়ি বাড়ি গিয়ে মশার লার্ভা সংগ্রহ করবে। পাশাপাশি বাড়িতে পরিত্যক্ত অবস্থায় কৌটা খালি টিন, টায়ার পড়ে আছে কিনা তাও দেখবে। কীটতত্ত্ববিদ এনতেজার ফেরদৌস বলেন, জরিপে এডিস মশার লার্ভা সংগ্রহের পাশাপাশি কিউলেক্স ও এনোফিলিস মশার লার্ভাও সংগ্রহ করা হবে।

সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, সম্প্রতি মশার উপদ্রব বেড়েছে। মশাবাহিত রোগব্যাধি থেকে বসবাসকারীদের রক্ষা করতে আমাদের নজরদারি রয়েছে। এর অংশ হিসেবে মশার ওপর জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, জরিপে কোন প্রজাতির মশার উপদ্রব বেশি তা নির্ণয় করা হবে। বিশেষ করে এডিস মশার উপদ্রব জানতে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ডা. সিদ্দিকী আরও বলেন, জরিপে কোন কোন এলাকা ঝুঁকিপূর্ণ সেটিও ওঠে আসবে। এরপর সিটি করপোরেশন সে অনুযায়ী মশক নিধন কার্যক্রম পরিচালনা করবে। অন্যদিকে সিভিল সার্জন কার্যালয় ডেঙ্গু প্রতিরোধে ১৫টি উপজেলা তদারকির জন্য কন্ট্রোল রুম করেছে। নগরে অবস্থিত ৯টি আরবান ডিসপেনসারিতে ডেঙ্গু নিয়ে বিশেষ সতর্কতার নির্দেশ দেয়া হয়েছে।