সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৬

পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জেলায় ৬ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে নোয়াখালীতে ৪ এবং বগুড়া ও ঢাকায় ২ জন প্রাণ হারায়। প্রতিনিধিদের পাঠানো খবর :

নোয়াখালী : ফেনী থেকে বেগমগঞ্জের বাংলাবাজারে নির্মাণ শ্রমিকদের নিয়ে যাওয়ার সময় পিকআপ ভ্যান উল্টে পড়ে ৪ শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১৫ শ্রমিক। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। বেগমগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ জানায়, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে ফেনী থেকে বেগমগঞ্জের বাংলাবাজার এলাকায় ছাদ পেটানোর জন্য নির্মাণ শ্রমিক ও মিক্সার মেশিন নিয়ে একটি পিকআপ চৌমুহনী পৌর শহরের সিঙ্গার সড়কের মাথায় এসে হঠাৎ উল্টে এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া : ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়া শেরপুর উপজেলার ছোনকা বাজার এলাকায় যাত্রীবাহী কোচের চাপায় অটোভ্যানচালক গোলাম মোস্তফা (২৮) নিহত হন। গতকাল বেলা ৩টায় শেরপুর উপজেলার ছোনকা বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের মো. হাবিল উদ্দিনের ছেলে। এ ব্যাপারে শেরপুর থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু খবর নিশ্চিত করেছেন।

নবাবগঞ্জ (ঢাকা) : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ঢাকা-বান্দুরা আন্তঃজেলা সড়কে দ্রুত পরিবহনের চাঁকায় পিষ্ট হয়ে সুজন (২৭) নিহত হন। গতকাল রবিবার সকালে উপজেলার দীঘিরপাড় মসজিদ সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার, ২৯ জুলাই ২০১৯ , ১৪ শ্রাবন ১৪২৫, ২৫ জিলকদ ১৪৪০

সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৬

সংবাদ ডেস্ক

পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জেলায় ৬ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে নোয়াখালীতে ৪ এবং বগুড়া ও ঢাকায় ২ জন প্রাণ হারায়। প্রতিনিধিদের পাঠানো খবর :

নোয়াখালী : ফেনী থেকে বেগমগঞ্জের বাংলাবাজারে নির্মাণ শ্রমিকদের নিয়ে যাওয়ার সময় পিকআপ ভ্যান উল্টে পড়ে ৪ শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১৫ শ্রমিক। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। বেগমগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ জানায়, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে ফেনী থেকে বেগমগঞ্জের বাংলাবাজার এলাকায় ছাদ পেটানোর জন্য নির্মাণ শ্রমিক ও মিক্সার মেশিন নিয়ে একটি পিকআপ চৌমুহনী পৌর শহরের সিঙ্গার সড়কের মাথায় এসে হঠাৎ উল্টে এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া : ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়া শেরপুর উপজেলার ছোনকা বাজার এলাকায় যাত্রীবাহী কোচের চাপায় অটোভ্যানচালক গোলাম মোস্তফা (২৮) নিহত হন। গতকাল বেলা ৩টায় শেরপুর উপজেলার ছোনকা বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের মো. হাবিল উদ্দিনের ছেলে। এ ব্যাপারে শেরপুর থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু খবর নিশ্চিত করেছেন।

নবাবগঞ্জ (ঢাকা) : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ঢাকা-বান্দুরা আন্তঃজেলা সড়কে দ্রুত পরিবহনের চাঁকায় পিষ্ট হয়ে সুজন (২৭) নিহত হন। গতকাল রবিবার সকালে উপজেলার দীঘিরপাড় মসজিদ সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।