রাজের ঈদের নাটক ‘আনফিট‘

আগামী ঈদের জন্য প্রেমের উত্থান-পতনের গল্প নিয়ে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মাণ করেছেন ‘আনফিট (এ জার্নি বাই লাভ)’। এটি রচনা করেছেন আসাদ জামান। নাটকে অভিনয় করেছেন ইরেশ যাকের, জিয়াউল ফারুক অপূর্বও নাজিয়া হক অর্ষা। নাটকটির গল্প প্রসঙ্গে রাজ বলেন, ‘নাটকটির গল্প আসলে এখনই বলে দিতে চাই না। নাটকটির গল্প প্রেমের উত্থান-পতন নিয়ে। দর্শকরা এ নাটকের গল্পে এবং প্রতিটি চরিত্রে নতুনত্ব খুঁজে পাবেন।’ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ইরেশ যাকের বলেন, ‘আমরা সবাই অনেক মজা করে একটা ফুর্তি আমেজ নিয়ে কাজটি করেছি। আমি আর অপূর্ব এর আগেও বেশকিছু ভালো ভালো কাজ করেছি। অপূর্বর সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা সবসময়ই ভালো এবং বেশ উপভোগ্যই হয়।

নাটকটি অনেক ভালো হয়েছে। আশাবাদী কাজটি নিয়ে।’ জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘রাজের পরিচালনায় গেলো ঈদে ‘শিশির বিন্দু’ নামে নাটকে অভিনয়ের করে দর্শকদের ভালো সাড়া পেয়েছিলাম। এবারের ঈদে একই সিরিজের নাটকে অভিনয় করেছি। এবারের নাটকটিও দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাবে বলে আশা রাখি।’ নাজিয়া হক অর্ষা বলেন, ‘ইরেশ ভাই এবং অপূর্ব ভাইয়ের সঙ্গে এক নাটকে এবারই প্রথম কাজ করা। আবার মোস্তফা কামাল রাজের নির্দেশনাতেও আমি প্রথধম কাজ করেছি।

‘আনফিট’ নাটকটির গল্প এবং আমার চরিত্র দারুণ ভালো লেগেছে। যে কারণে আমরা সবাই কাজটি বেশ উপভোগ করেছি। রাজ জানান, আগামী ঈদে এটিএন বাংলায় এবং সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে। এবারের ঈদে তার নির্মিত ‘শিশির বিন্দু টু’, ‘ক্রেজি লাভার টু’, ‘বুক ভরা ভালোবাসা টু’ এবং ‘থ্যাংকইউ’ নাটক দর্শক দেখতে পাবেন।

বুধবার, ৩১ জুলাই ২০১৯ , ১৬ শ্রাবন ১৪২৫, ২৭ জিলকদ ১৪৪০

রাজের ঈদের নাটক ‘আনফিট‘

বিনোদন প্রতিবেদক

image

আগামী ঈদের জন্য প্রেমের উত্থান-পতনের গল্প নিয়ে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মাণ করেছেন ‘আনফিট (এ জার্নি বাই লাভ)’। এটি রচনা করেছেন আসাদ জামান। নাটকে অভিনয় করেছেন ইরেশ যাকের, জিয়াউল ফারুক অপূর্বও নাজিয়া হক অর্ষা। নাটকটির গল্প প্রসঙ্গে রাজ বলেন, ‘নাটকটির গল্প আসলে এখনই বলে দিতে চাই না। নাটকটির গল্প প্রেমের উত্থান-পতন নিয়ে। দর্শকরা এ নাটকের গল্পে এবং প্রতিটি চরিত্রে নতুনত্ব খুঁজে পাবেন।’ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ইরেশ যাকের বলেন, ‘আমরা সবাই অনেক মজা করে একটা ফুর্তি আমেজ নিয়ে কাজটি করেছি। আমি আর অপূর্ব এর আগেও বেশকিছু ভালো ভালো কাজ করেছি। অপূর্বর সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা সবসময়ই ভালো এবং বেশ উপভোগ্যই হয়।

নাটকটি অনেক ভালো হয়েছে। আশাবাদী কাজটি নিয়ে।’ জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘রাজের পরিচালনায় গেলো ঈদে ‘শিশির বিন্দু’ নামে নাটকে অভিনয়ের করে দর্শকদের ভালো সাড়া পেয়েছিলাম। এবারের ঈদে একই সিরিজের নাটকে অভিনয় করেছি। এবারের নাটকটিও দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাবে বলে আশা রাখি।’ নাজিয়া হক অর্ষা বলেন, ‘ইরেশ ভাই এবং অপূর্ব ভাইয়ের সঙ্গে এক নাটকে এবারই প্রথম কাজ করা। আবার মোস্তফা কামাল রাজের নির্দেশনাতেও আমি প্রথধম কাজ করেছি।

‘আনফিট’ নাটকটির গল্প এবং আমার চরিত্র দারুণ ভালো লেগেছে। যে কারণে আমরা সবাই কাজটি বেশ উপভোগ করেছি। রাজ জানান, আগামী ঈদে এটিএন বাংলায় এবং সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে। এবারের ঈদে তার নির্মিত ‘শিশির বিন্দু টু’, ‘ক্রেজি লাভার টু’, ‘বুক ভরা ভালোবাসা টু’ এবং ‘থ্যাংকইউ’ নাটক দর্শক দেখতে পাবেন।