নতুন নাটক ‘জামাই হাজির’

এবারের ইদে একুশে টেলিভিশনের পর্দায় দেখা যাবে সাত পর্বের নুতন ধারাবাহিক নাটক ‘জামাই হাজির’। নাটকটির শুটিং গতকাল শেষ হয়েছে। নির্মাণ করেছেন ফরিদুল হাসান। সাত পর্বের এই ধারাবাহিকটি ইদের প্রথম দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রচার হবে। অভিনয় করেছেন ডা. এজাজ, হুমায়রা হিমু, সাজু খাদেম, নাদিয়া আহমেদ, সনজয় রাজসহ অনেকে। নাটকটি নির্মাণ প্রসঙ্গে নির্মাতা ফরিদুল হাসান বলেন, বিশেষ উৎসবে মানুষ আনন্দ উপভোগ করে। তাই ইদ উৎসবকে মাথায় রেখে জামাই হাজির নাটকটি নির্মাণ করা। গল্পটি বেশ মজার। শিল্পীরাও ভালো অভিনয় করেছেন। তাছাড়া প্রতিটি পর্বে অনেক অনেক সুন্দর সিকোয়েন্স আছে মোটকথা জামাই হাজির নাটকটি দেখে টিভির দর্শকরা বেশ বিনোদিত হবেন এটাই বলতে পারি। উল্লেখ্য, জামাই হাজির নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল। নাটকটি প্রযোজনা করেছেন অরোরা অ্যাড মিডিয়া।

বুধবার, ৩১ জুলাই ২০১৯ , ১৬ শ্রাবন ১৪২৫, ২৭ জিলকদ ১৪৪০

নতুন নাটক ‘জামাই হাজির’

বিনোদন প্রতিবেদক

image

এবারের ইদে একুশে টেলিভিশনের পর্দায় দেখা যাবে সাত পর্বের নুতন ধারাবাহিক নাটক ‘জামাই হাজির’। নাটকটির শুটিং গতকাল শেষ হয়েছে। নির্মাণ করেছেন ফরিদুল হাসান। সাত পর্বের এই ধারাবাহিকটি ইদের প্রথম দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রচার হবে। অভিনয় করেছেন ডা. এজাজ, হুমায়রা হিমু, সাজু খাদেম, নাদিয়া আহমেদ, সনজয় রাজসহ অনেকে। নাটকটি নির্মাণ প্রসঙ্গে নির্মাতা ফরিদুল হাসান বলেন, বিশেষ উৎসবে মানুষ আনন্দ উপভোগ করে। তাই ইদ উৎসবকে মাথায় রেখে জামাই হাজির নাটকটি নির্মাণ করা। গল্পটি বেশ মজার। শিল্পীরাও ভালো অভিনয় করেছেন। তাছাড়া প্রতিটি পর্বে অনেক অনেক সুন্দর সিকোয়েন্স আছে মোটকথা জামাই হাজির নাটকটি দেখে টিভির দর্শকরা বেশ বিনোদিত হবেন এটাই বলতে পারি। উল্লেখ্য, জামাই হাজির নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল। নাটকটি প্রযোজনা করেছেন অরোরা অ্যাড মিডিয়া।