মেসে আটকে মুক্তিপণ আটক ৭

যশোরে এক পৌর কাউন্সিলের মালিকানাধীন মেসে ব্যবসায়ীকে আটকে মুক্তিপণ আদায়ের ঘটনায় ডিবি (গোয়েন্দা) পুলিশ ভিকটিমকে উদ্ধারসহ চক্রের সাত সদস্যকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে, যশোর শহরের জেল রোড এলাকার জাহিদুল ইসলাম (৪৭), সদরের ফতেপুর এলাকার নয়ন (৩৯), শেখহাটি বাবলাতলার রাব্বি হোসেন সাদ্দাম (২৬), সার্কিট হাউজপাড়ার গোলাম রসুল (৩৬), পোস্ট অফিসপাড়ার শওকত হোসেন ওরফে আপন (৩০), ষষ্টীতলাপাড়ার মানিক ম-ল (৩১) ও পাবনার ঈশ্বরদী থানার পিয়ারখালী গ্রামের নূর ইসলাম সনি (৩৪)। সোমবার দুপুরে যশোর ডিবি পুলিশের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। যশোর ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে বলেন, মোবাইল ফোনের পুরনো মালামাল বিক্রির কথা বলে গত ৪ জানুয়ারি সকালে কহিদুল ইসলাম (২৮) নামে এক ব্যবসায়ীকে ফোনে নয়ন ও নূর ইসলাম যশোরে ডেকে আনে। ব্যবসায়ী কহিদুল ঝিনাইদহের কোটচাঁদপুর থানার কাগমারী এলাকার বাসিন্দা। তিনি যশোরে পৌঁছুলে তার পূর্ব পরিচিত নয়ন ও নূর ইসলাম বেলা সাড়ে ১১টা থেকে ৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন সুমনের শহরের মাইকপট্টির মেসে আটকে মারপিট করা হয়। পরে কহিদুলের বড়ভাই রাশিদুল ইসলামের কাছে তারা মুক্তিপণ বাবদ ৫ লাখ টাকা দাবি করে। এসআই মফিজুল জানান, এরপর রাশিদুলের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে তিনিসহ ফোর্স নিয়ে ৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাইকপট্টি এলাকায় অভিযান চালান।

আরও খবর
শ্রীমাই খাল থেকে দৈনিক ৭শ’ ট্রাক বালু উত্তোলন : হুমকিতে বাঁধ-সেতু
চরফ্যাশনে টাকা ছাড়া মেলেনা বিনামূল্যের বই
শাবির তৃতীয় সমাবর্তন আজ
সিদ্ধিরগঞ্জে চালক হত্যা : গ্রেফতার ৪
বাঁশখালীর খাটখালী ঘাটে টোলের নামে চাঁদাবাজি
শিক্ষকের পাকা ঘরে খালের পানি নিষ্কাশন বন্ধ! জলাবদ্ধ বোরো জমি
কলাপাড়া হাসপাতালে নিউমোনিয়া ডায়রিয়া আক্রান্ত শিশুদের ভিড়
শেরপুরে ৬২ হাজার ইউএস ডলারসহ আটক ১
বগুড়ায় ২ কেজি গাঁজাসহ ধৃত ২
চট্টগ্রামে কিশোরীর মরদেহ উদ্ধার
অষ্টগ্রামে অতিরিক্ত ও ভারপ্রাপ্ত দিয়ে চলছে গুরুত্বপূর্ণ দফতরগুলো
ঝিকরগাছায় আসবাবপত্র ব্যবসায়ী নিখোঁজ
ফেনীতে গাড়ি ভাঙচুর চাঁদাবাজির মামলায় ব্যবসায়ী গ্রেফতার

বুধবার, ০৮ জানুয়ারী ২০২০ , ২৫ পৌষ ১৪২৬, ১১ জমাদিউল আউয়াল ১৪৪১

মেসে আটকে মুক্তিপণ আটক ৭

যশোর অফিস

যশোরে এক পৌর কাউন্সিলের মালিকানাধীন মেসে ব্যবসায়ীকে আটকে মুক্তিপণ আদায়ের ঘটনায় ডিবি (গোয়েন্দা) পুলিশ ভিকটিমকে উদ্ধারসহ চক্রের সাত সদস্যকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে, যশোর শহরের জেল রোড এলাকার জাহিদুল ইসলাম (৪৭), সদরের ফতেপুর এলাকার নয়ন (৩৯), শেখহাটি বাবলাতলার রাব্বি হোসেন সাদ্দাম (২৬), সার্কিট হাউজপাড়ার গোলাম রসুল (৩৬), পোস্ট অফিসপাড়ার শওকত হোসেন ওরফে আপন (৩০), ষষ্টীতলাপাড়ার মানিক ম-ল (৩১) ও পাবনার ঈশ্বরদী থানার পিয়ারখালী গ্রামের নূর ইসলাম সনি (৩৪)। সোমবার দুপুরে যশোর ডিবি পুলিশের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। যশোর ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে বলেন, মোবাইল ফোনের পুরনো মালামাল বিক্রির কথা বলে গত ৪ জানুয়ারি সকালে কহিদুল ইসলাম (২৮) নামে এক ব্যবসায়ীকে ফোনে নয়ন ও নূর ইসলাম যশোরে ডেকে আনে। ব্যবসায়ী কহিদুল ঝিনাইদহের কোটচাঁদপুর থানার কাগমারী এলাকার বাসিন্দা। তিনি যশোরে পৌঁছুলে তার পূর্ব পরিচিত নয়ন ও নূর ইসলাম বেলা সাড়ে ১১টা থেকে ৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন সুমনের শহরের মাইকপট্টির মেসে আটকে মারপিট করা হয়। পরে কহিদুলের বড়ভাই রাশিদুল ইসলামের কাছে তারা মুক্তিপণ বাবদ ৫ লাখ টাকা দাবি করে। এসআই মফিজুল জানান, এরপর রাশিদুলের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে তিনিসহ ফোর্স নিয়ে ৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাইকপট্টি এলাকায় অভিযান চালান।