কাঁঠালিয়ায় তুচ্ছ ঘটনায় হামলা-ভাঙচুর-লুট

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের মুন্সিরাবাদ নামক এলাকার খান বাড়িতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর মালামাল লুট ও এক নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে সরেজমিনে জানা গেছে, একই বাড়ির মো. সাইফুল ইসলাম, মা মাকসুদা বেগম, স্ত্রী রুবিনা আক্তার, ৩ বছরের এক মেয়ে, ৬ বছরের এক ছেলে ও এক বোন মাহমুদা আক্তারকে নিয়ে বসবাস করছিল। প্রতিপক্ষ মো. নাসির উদ্দিন খান, মো. আলম মো. রিয়াজ, মো. রহিম ও মো. আল আমিনসহ একটি সন্ত্রাসী দল প্রতিপক্ষ মো. নাসির উদ্দিনের পরিবারের বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ এনে বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও ঘরে থাকা স্বর্ণ অলঙ্কার ও নগদ ৬০ হাজার টাকাসহ প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ঘরের মালিক মো. নাসির উদ্দিনের মা মাকসুদা বেগম বাধা দিলে সন্ত্রাসীরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আকস্মিক বাড়িঘরে হামলা ও ভাঙচুর ও মালামাল লুটের ঘটনায় এলাকাজুড়ে তোলপার সৃষ্টি হয়েছে।

রবিবার, ১২ জানুয়ারী ২০২০ , ২৮ পৌষ ১৪২৬, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪১

কাঁঠালিয়ায় তুচ্ছ ঘটনায় হামলা-ভাঙচুর-লুট

প্রতিনিধি, কাঁঠালিয়া (ঝালকাঠি)

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের মুন্সিরাবাদ নামক এলাকার খান বাড়িতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর মালামাল লুট ও এক নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে সরেজমিনে জানা গেছে, একই বাড়ির মো. সাইফুল ইসলাম, মা মাকসুদা বেগম, স্ত্রী রুবিনা আক্তার, ৩ বছরের এক মেয়ে, ৬ বছরের এক ছেলে ও এক বোন মাহমুদা আক্তারকে নিয়ে বসবাস করছিল। প্রতিপক্ষ মো. নাসির উদ্দিন খান, মো. আলম মো. রিয়াজ, মো. রহিম ও মো. আল আমিনসহ একটি সন্ত্রাসী দল প্রতিপক্ষ মো. নাসির উদ্দিনের পরিবারের বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ এনে বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও ঘরে থাকা স্বর্ণ অলঙ্কার ও নগদ ৬০ হাজার টাকাসহ প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ঘরের মালিক মো. নাসির উদ্দিনের মা মাকসুদা বেগম বাধা দিলে সন্ত্রাসীরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আকস্মিক বাড়িঘরে হামলা ও ভাঙচুর ও মালামাল লুটের ঘটনায় এলাকাজুড়ে তোলপার সৃষ্টি হয়েছে।