তিন জেলায় ১৩৫০ শীতার্ত পেল শীতবস্ত্র

দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের প্রভাব কমলেও খুব বেশি কমেনি শীতের তীব্রতা। শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতবস্ত্রের অভাবে কষ্ট করছে নিম্ন- আয়ের মানুষ। শীতার্তদের দুর্ভোগ কমাতে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্নস্থানে চলছে শীতবস্ত্র বিতরণ। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

কেরানীগঞ্জ

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত শুক্রবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাঘৈর এলাকা স্থানীয় তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হাজী লাট মিয়ার ব্যক্তিগত উদ্যোগে ৫ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এর আগে উপজেলা পরিষদ মাঠে ৫ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগ। কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বাস্তা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী আশকরি আলী, সাবেক সভাপতি হাজী জেড এ জিন্নাহ ও ইউপি সদস্য নরেশ মেম্বার প্রমুখ।

নাটোর

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নাটোরের দুইটি পৃথক স্থানে দুঃস্থ ও অসহায় শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত শুক্রবার দিঘাপতিয়া এম কে অনার্স কলেজে দুঃস্থ ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। কলেজ মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ আবাদুর রাজ্জাক, দিঘাপতিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গিয়াস উদ্দিন পাঠান, সাধারণ সম্পাদক সুমন আলী সরদারসহ কলেজ শিক্ষকবৃন্দ। এ সময় প্রতিষ্ঠানটির দেড় শতাধিক দুঃস্থ ও অসহায় শিক্ষার্থীদের হাতে শীত বস্ত্র তুলে দেয়া হয়।

অপরদিকে বড়াইগ্রাম উপজেলা কমপ্লেক্স চত্বরে উপজেলা চেয়ারম্যান ডা. ছিদ্দিকুর রহমান পাটোয়ারীর নিজ অর্থায়নে প্রায় তিনশ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, আওয়ামী লীগ নেতা খোকন মোল্লা, আতিকুর রহমানসহ অন্যান্যরা। পরে সংক্ষিপ্ত আলোচনায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ওপর আলোকপাত করা হয়।

দৌলতপুর

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ময়রামপুর মানব কল্যাণ সংগঠনের আয়োজনে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণসহ সুচিন্তিত সমাজ গঠনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার সকাল ১০টায় ময়রামপুর প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রেজাওয়ানুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার লুৎফুননেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন, উপস্থিত ছিলেন আল্লার দর্গা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক কামরুল হাসান, ময়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক উম্মে সেলিনা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মাহাতাব উদ্দিন সরকার। সংগঠনের আলোচনা সভা শেষে ১শত ছাত্র ছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ ও ৩ শত হতদরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।

রবিবার, ১২ জানুয়ারী ২০২০ , ২৮ পৌষ ১৪২৬, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪১

তিন জেলায় ১৩৫০ শীতার্ত পেল শীতবস্ত্র

সংবাদ ন্যাশনাল ডেস্ক

image

কেরানীগঞ্জ : শীতবস্ত্র নিচ্ছেন শীতার্তরা -সংবাদ

দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের প্রভাব কমলেও খুব বেশি কমেনি শীতের তীব্রতা। শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতবস্ত্রের অভাবে কষ্ট করছে নিম্ন- আয়ের মানুষ। শীতার্তদের দুর্ভোগ কমাতে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্নস্থানে চলছে শীতবস্ত্র বিতরণ। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

কেরানীগঞ্জ

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত শুক্রবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাঘৈর এলাকা স্থানীয় তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হাজী লাট মিয়ার ব্যক্তিগত উদ্যোগে ৫ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এর আগে উপজেলা পরিষদ মাঠে ৫ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগ। কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বাস্তা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী আশকরি আলী, সাবেক সভাপতি হাজী জেড এ জিন্নাহ ও ইউপি সদস্য নরেশ মেম্বার প্রমুখ।

নাটোর

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নাটোরের দুইটি পৃথক স্থানে দুঃস্থ ও অসহায় শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত শুক্রবার দিঘাপতিয়া এম কে অনার্স কলেজে দুঃস্থ ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। কলেজ মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ আবাদুর রাজ্জাক, দিঘাপতিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গিয়াস উদ্দিন পাঠান, সাধারণ সম্পাদক সুমন আলী সরদারসহ কলেজ শিক্ষকবৃন্দ। এ সময় প্রতিষ্ঠানটির দেড় শতাধিক দুঃস্থ ও অসহায় শিক্ষার্থীদের হাতে শীত বস্ত্র তুলে দেয়া হয়।

অপরদিকে বড়াইগ্রাম উপজেলা কমপ্লেক্স চত্বরে উপজেলা চেয়ারম্যান ডা. ছিদ্দিকুর রহমান পাটোয়ারীর নিজ অর্থায়নে প্রায় তিনশ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, আওয়ামী লীগ নেতা খোকন মোল্লা, আতিকুর রহমানসহ অন্যান্যরা। পরে সংক্ষিপ্ত আলোচনায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ওপর আলোকপাত করা হয়।

দৌলতপুর

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ময়রামপুর মানব কল্যাণ সংগঠনের আয়োজনে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণসহ সুচিন্তিত সমাজ গঠনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার সকাল ১০টায় ময়রামপুর প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রেজাওয়ানুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার লুৎফুননেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন, উপস্থিত ছিলেন আল্লার দর্গা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক কামরুল হাসান, ময়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক উম্মে সেলিনা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মাহাতাব উদ্দিন সরকার। সংগঠনের আলোচনা সভা শেষে ১শত ছাত্র ছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ ও ৩ শত হতদরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।