প্রচারে মন্ত্রী-এমপিদের প্রয়োজন নেই দুই প্রার্থীই যথেষ্ট কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিটি নির্বাচনের প্রচারণায় মন্ত্রী-এমপির প্রয়োজন নেই। আমাদের দজন ক্লিন ইমেজের মেয়র পদ প্রার্থীই প্রচারণার জন্য যথেষ্ট। গতকাল দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, সফিউল আলম চৌধুরী নাদেল ও সাখাওয়াত হোসেন, অর্থ-সম্পাদক ওয়াসিকা আয়েশা খানম, আইন সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, মহিলা সম্পাদক মেহের আফরোজ চুমকি, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

‘মন্ত্রীত্ব ছেড়ে’ সিটি ভোটের প্রচারে নামার যে চ্যালেঞ্জ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছুড়েছেন, তা ‘অবান্তর’ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমি তাকে (মির্জা ফখরুল) বলব, আপনার চ্যালেঞ্জ করা লাগবে না। যদি চ্যালেঞ্জ বলেন, তাহলে বলব, আমাদের মন্ত্রী-এমপিদের প্রয়োজন হবে না। আমাদের দু’জন ক্লিন ইমেজের মেয়র প্রার্থীই যথেষ্ট আপনাদের বিএনপির নেতাদের ক্যাম্পেইনের মোকাবিলা করার জন্য।

এমপি-মন্ত্রীদের দ্বারা যাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না হয়- এই ব্যাপারে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে দুই সিটি নির্বাচনে আওয়ামী লীগের সমন্বয়ক আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ দায়িত্বে থাকতে না পারলে কি আওয়ামী লীগ অন্য কাউকে দায়িত্ব দেবে- এমন এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনী ক্যাম্পেইনের বাইরেও আমাদের পার্টির অনেক কাজ আছে। সেটি তারা ঘরোয়াভাবে করবেন। তারা ক্যাম্পেইনে অংশগ্রহণ করবেন না। এটি আমাদের দলীয় সিদ্ধান্ত।

৭ মার্চের আগে মেয়াদোত্তীর্ণ কমিটি : আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের আগে শুরু হওয়া জেলা সম্মেলনের অসমাপ্ত কাজ আগামী ৭ মার্চের আগে শেষ করার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে সাংবাদিকদের জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, মুজিববর্ষ শুরু হওয়ার আগেই, অর্থাৎ ১৭ মার্চের আগে এবং আমাদের ঐতিহাসিক ৭ মার্চ আছে, এর আগে যতটা সম্ভব অসমাপ্ত কাজ শেষ করতে নেত্রীর নির্দেশনা পেয়েছি। নির্দেশনা মোতাবেক সম্পাদকমণ্ডলীকে অবহিত করেছি, যত দ্রুত সম্ভব তাদের কর্মকাণ্ড পরিচালনা করবেন।

প্রধানমন্ত্রী ১৮ জানুয়ারি টুঙ্গীপাড়া যাবেন: নতুন নির্বাহী কমিটির সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে আগামী ১৮ জানুয়ারি দলের সভাপতি শেখ হাসিনা টুঙ্গীপাড়া যাবেন বলে জানান ওবায়দুল কাদের। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং যৌথসভা হবে।

সোমবার, ১৩ জানুয়ারী ২০২০ , ২৯ পৌষ ১৪২৬, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪১

প্রচারে মন্ত্রী-এমপিদের প্রয়োজন নেই দুই প্রার্থীই যথেষ্ট কাদের

নিজস্ব বার্তা পরিবেশক |

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিটি নির্বাচনের প্রচারণায় মন্ত্রী-এমপির প্রয়োজন নেই। আমাদের দজন ক্লিন ইমেজের মেয়র পদ প্রার্থীই প্রচারণার জন্য যথেষ্ট। গতকাল দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, সফিউল আলম চৌধুরী নাদেল ও সাখাওয়াত হোসেন, অর্থ-সম্পাদক ওয়াসিকা আয়েশা খানম, আইন সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, মহিলা সম্পাদক মেহের আফরোজ চুমকি, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

‘মন্ত্রীত্ব ছেড়ে’ সিটি ভোটের প্রচারে নামার যে চ্যালেঞ্জ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছুড়েছেন, তা ‘অবান্তর’ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমি তাকে (মির্জা ফখরুল) বলব, আপনার চ্যালেঞ্জ করা লাগবে না। যদি চ্যালেঞ্জ বলেন, তাহলে বলব, আমাদের মন্ত্রী-এমপিদের প্রয়োজন হবে না। আমাদের দু’জন ক্লিন ইমেজের মেয়র প্রার্থীই যথেষ্ট আপনাদের বিএনপির নেতাদের ক্যাম্পেইনের মোকাবিলা করার জন্য।

এমপি-মন্ত্রীদের দ্বারা যাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না হয়- এই ব্যাপারে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে দুই সিটি নির্বাচনে আওয়ামী লীগের সমন্বয়ক আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ দায়িত্বে থাকতে না পারলে কি আওয়ামী লীগ অন্য কাউকে দায়িত্ব দেবে- এমন এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনী ক্যাম্পেইনের বাইরেও আমাদের পার্টির অনেক কাজ আছে। সেটি তারা ঘরোয়াভাবে করবেন। তারা ক্যাম্পেইনে অংশগ্রহণ করবেন না। এটি আমাদের দলীয় সিদ্ধান্ত।

৭ মার্চের আগে মেয়াদোত্তীর্ণ কমিটি : আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের আগে শুরু হওয়া জেলা সম্মেলনের অসমাপ্ত কাজ আগামী ৭ মার্চের আগে শেষ করার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে সাংবাদিকদের জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, মুজিববর্ষ শুরু হওয়ার আগেই, অর্থাৎ ১৭ মার্চের আগে এবং আমাদের ঐতিহাসিক ৭ মার্চ আছে, এর আগে যতটা সম্ভব অসমাপ্ত কাজ শেষ করতে নেত্রীর নির্দেশনা পেয়েছি। নির্দেশনা মোতাবেক সম্পাদকমণ্ডলীকে অবহিত করেছি, যত দ্রুত সম্ভব তাদের কর্মকাণ্ড পরিচালনা করবেন।

প্রধানমন্ত্রী ১৮ জানুয়ারি টুঙ্গীপাড়া যাবেন: নতুন নির্বাহী কমিটির সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে আগামী ১৮ জানুয়ারি দলের সভাপতি শেখ হাসিনা টুঙ্গীপাড়া যাবেন বলে জানান ওবায়দুল কাদের। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং যৌথসভা হবে।