ক্ষণগণনা

আর ৬৩ দিন

‘মুজিববর্ষে’ শুরু হতে আর বাকি ৬৩ দিন। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার এই জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। ইতোমধ্যে ‘মুজিববর্ষ’ উদযাপনের ঘোষণা দিয়েছে সরকার। দলীয়ভাবে আওয়ামী লীগও নানা কর্মসূচি পালন করবে। শিক্ষকরাও ‘মুজিববর্ষ’ পালনের প্রস্তুতি গ্রহণ করছেন। ‘মুজিববর্ষে’ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়েছেন ‘স্বাধীনতা শিক্ষক পরিষদ’ (স্বাশিপ)-এর নেতারা। গতকাল সরকার সমর্থক এই সংগঠনের সভাপতি প্রফেসর ড. আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান।

একই সঙ্গে তারা দীর্ঘ ৯ বছর পর বেসরকারি শিক্ষকদের বহু কাক্সিক্ষত দুই হাজার ৭৩০টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করায় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বিবৃতিতে আরও নেতারা বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা আবারও প্রমাণ করেছেন তিনি শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী।’

স্বাশিপ নেতারা অবশিষ্ট প্রতিষ্ঠানসমূহ এমপিওভুক্ত করার জন্য সরকারের কাছে দাবি জানান।

আরও খবর
শীতাচ্ছন্ন নগরীতে নির্বাচনী উত্তাপ
বাংলাদেশ-ভারত সীমান্ত হত্যা নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর উদ্বেগ প্রকাশ
শিক্ষা প্রতিষ্ঠানে এন্টি র‌্যাগিং কমিটি গঠনের নির্দেশ
মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা
চট্টগ্রাম-৮ আসনে আজ উপনির্বাচন
মিজান ও বাছিরের বিরুদ্ধে চার্জশিট
সাঈদ খোকন আ’লীগ কেন্দ্রীয় কমিটিতে পদ পেলেন
মৃদু শৈত্যপ্রবাহ
প্রচারে মন্ত্রী-এমপিদের প্রয়োজন নেই দুই প্রার্থীই যথেষ্ট কাদের
মেট্রোরেল দিয়াবাড়ি থেকে কমলাপুর
মেয়রদের ক্ষমতা ও কাজের পরিধি বাড়াতে হবে
তুইতো মুচি, তোর লেখাপড়া শিখে কি লাভ
ছাত্রলীগ নেতাসহ ৩ জন গ্রেফতার
ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ

সোমবার, ১৩ জানুয়ারী ২০২০ , ২৯ পৌষ ১৪২৬, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪১

ক্ষণগণনা

আর ৬৩ দিন

নিজস্ব বার্তা পরিবেশক |

‘মুজিববর্ষে’ শুরু হতে আর বাকি ৬৩ দিন। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার এই জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। ইতোমধ্যে ‘মুজিববর্ষ’ উদযাপনের ঘোষণা দিয়েছে সরকার। দলীয়ভাবে আওয়ামী লীগও নানা কর্মসূচি পালন করবে। শিক্ষকরাও ‘মুজিববর্ষ’ পালনের প্রস্তুতি গ্রহণ করছেন। ‘মুজিববর্ষে’ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়েছেন ‘স্বাধীনতা শিক্ষক পরিষদ’ (স্বাশিপ)-এর নেতারা। গতকাল সরকার সমর্থক এই সংগঠনের সভাপতি প্রফেসর ড. আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান।

একই সঙ্গে তারা দীর্ঘ ৯ বছর পর বেসরকারি শিক্ষকদের বহু কাক্সিক্ষত দুই হাজার ৭৩০টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করায় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বিবৃতিতে আরও নেতারা বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা আবারও প্রমাণ করেছেন তিনি শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী।’

স্বাশিপ নেতারা অবশিষ্ট প্রতিষ্ঠানসমূহ এমপিওভুক্ত করার জন্য সরকারের কাছে দাবি জানান।