ক্ষণগণনা : আর ৬০ দিন

মুজিববর্ষের প্রথম দিন আগামী ১৭ মার্চ সন্ধ্যা ৬টা থেকে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি শুরু করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। গতকাল দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের সঙ্গে পেশাজীবী নেতাদের মতবিনিময় সভায় এ কর্মসূচি পালনের সিন্ধান্ত গ্রহণ করা হয়। মতবিনিময় সভা শেষে কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। বৈঠকে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য আমির হোসেন আমু। মোহাম্মদ নাসিম আরও বলেন, ‘মুজিববর্ষে স্বাধীনতার স্বপক্ষের শক্তির পরাজয় হতে পারে না।’

আগামী ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছর ব্যাপী ‘মুজিববর্ষ’ পালন করবে সরকার। গত ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কাউন্টডাউন (ক্ষণগণনা) ঘড়ি উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ হিসেবে ‘মুজিববর্ষ’ শুরু হতে আর বাকি ৬০ দিন। দলীয়ভাবে আওয়ামী লীগও বিভিন্ন কর্মসূচি পালন করবে। এছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘মুজিববর্ষে’ নানা কর্মসূচির মাধ্যমে জাতির পিতাকে স্মরণ করবে।

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০ , ২ মাঘ ১৪২৬, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪১

ক্ষণগণনা : আর ৬০ দিন

নিজস্ব বার্তা পরিবেশক |

মুজিববর্ষের প্রথম দিন আগামী ১৭ মার্চ সন্ধ্যা ৬টা থেকে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি শুরু করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। গতকাল দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের সঙ্গে পেশাজীবী নেতাদের মতবিনিময় সভায় এ কর্মসূচি পালনের সিন্ধান্ত গ্রহণ করা হয়। মতবিনিময় সভা শেষে কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। বৈঠকে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য আমির হোসেন আমু। মোহাম্মদ নাসিম আরও বলেন, ‘মুজিববর্ষে স্বাধীনতার স্বপক্ষের শক্তির পরাজয় হতে পারে না।’

আগামী ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছর ব্যাপী ‘মুজিববর্ষ’ পালন করবে সরকার। গত ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কাউন্টডাউন (ক্ষণগণনা) ঘড়ি উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ হিসেবে ‘মুজিববর্ষ’ শুরু হতে আর বাকি ৬০ দিন। দলীয়ভাবে আওয়ামী লীগও বিভিন্ন কর্মসূচি পালন করবে। এছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘মুজিববর্ষে’ নানা কর্মসূচির মাধ্যমে জাতির পিতাকে স্মরণ করবে।