চা বিক্রেতার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ ও ধর্ষকের উল্টো মামলা

শাস্তি দাবি টিএসসির সংগঠনগুলোর

আড়াই যুগের বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে চা বিক্রি করা স্বপনের প্রতিবন্ধী কন্যাকে গতবছর ধর্ষণ করে স্থানীয় এক লম্পট। সম্প্রতি জামিনে ছাড়া পেয়ে অভিযুক্ত ধর্ষক উল্টো স্বপন ও তার ছেলের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ধর্ষকের জামিন বাতিল, সর্বোচ্চ শাস্তি প্রদান এবং মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে টিএসসিভিত্তিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। এ সময় কান্নাজড়িত কণ্ঠে প্রতিবন্ধী কন্যার ধর্ষণের বিচার চেয়েছেন স্বপন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আবির। এ সময় ডাকসুর এজিএস সাদ্দাম হোসেনসহ টিএসসিভিত্তিক বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন থেকে দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, স্বপন মামার মানসিক ভারসাম্যহীন মেয়েকে ধর্ষণ করেছে গ্রামের এক লম্পট।

জামিনে ছাড়া পেয়ে অভিযুক্ত ধর্ষক উল্টো স্বপন মামা ও তার ছেলের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করেছে। এ ঘটনায় মর্মাহত উল্লেখ করে ও এর তীব্র প্রতিবাদ জানিয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়। এছাড়া দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করা হয়। টিএসসিকেন্দ্রিক সাংস্কৃতিক সংগঠনগুলো আজ দুপুর ১টায় মানববন্ধন কর্মসূচি পালন করবে। এছাড়া বিকেল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিবাদ কর্মসূচি পালন হবে। উল্লেখ্য, ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর স্বপনের প্রতিবন্ধী মেয়েকে একই গ্রামের বাচ্চু মিয়া (৭০) ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায়। ওইদিনই অভিযুক্তসহ তার দুই ভাই বাহার ও আক্কাসকে আসামি করে মামলা করার পর বাচ্চু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। এর ছয় মাস পর অভিযোগপত্র জমা দেয়া হলেও ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে আসামি ২৭ নভেম্বর জামিন পায়। এরপর আসামিপক্ষের লোকজন স্বপন, তার ছেলে রনি এবং চাচাতো ভাইকে আসামি করে মাদকের ও ডাকাতির মামলা করে।

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০ , ২ মাঘ ১৪২৬, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪১

চা বিক্রেতার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ ও ধর্ষকের উল্টো মামলা

শাস্তি দাবি টিএসসির সংগঠনগুলোর

প্রতিনিধি, ঢাবি

আড়াই যুগের বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে চা বিক্রি করা স্বপনের প্রতিবন্ধী কন্যাকে গতবছর ধর্ষণ করে স্থানীয় এক লম্পট। সম্প্রতি জামিনে ছাড়া পেয়ে অভিযুক্ত ধর্ষক উল্টো স্বপন ও তার ছেলের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ধর্ষকের জামিন বাতিল, সর্বোচ্চ শাস্তি প্রদান এবং মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে টিএসসিভিত্তিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। এ সময় কান্নাজড়িত কণ্ঠে প্রতিবন্ধী কন্যার ধর্ষণের বিচার চেয়েছেন স্বপন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আবির। এ সময় ডাকসুর এজিএস সাদ্দাম হোসেনসহ টিএসসিভিত্তিক বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন থেকে দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, স্বপন মামার মানসিক ভারসাম্যহীন মেয়েকে ধর্ষণ করেছে গ্রামের এক লম্পট।

জামিনে ছাড়া পেয়ে অভিযুক্ত ধর্ষক উল্টো স্বপন মামা ও তার ছেলের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করেছে। এ ঘটনায় মর্মাহত উল্লেখ করে ও এর তীব্র প্রতিবাদ জানিয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়। এছাড়া দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করা হয়। টিএসসিকেন্দ্রিক সাংস্কৃতিক সংগঠনগুলো আজ দুপুর ১টায় মানববন্ধন কর্মসূচি পালন করবে। এছাড়া বিকেল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিবাদ কর্মসূচি পালন হবে। উল্লেখ্য, ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর স্বপনের প্রতিবন্ধী মেয়েকে একই গ্রামের বাচ্চু মিয়া (৭০) ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায়। ওইদিনই অভিযুক্তসহ তার দুই ভাই বাহার ও আক্কাসকে আসামি করে মামলা করার পর বাচ্চু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। এর ছয় মাস পর অভিযোগপত্র জমা দেয়া হলেও ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে আসামি ২৭ নভেম্বর জামিন পায়। এরপর আসামিপক্ষের লোকজন স্বপন, তার ছেলে রনি এবং চাচাতো ভাইকে আসামি করে মাদকের ও ডাকাতির মামলা করে।