সালথায় স্কুল কমিটি দ্বন্দ্বে প্রধান শিক্ষক পরিবারের ওপর হামলার অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ডহরনগর প্রিয়বাসিনী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী বিনয় রায়ের পরিবারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এমনকি তাকে প্রাণনাশেরও হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষে গত ১৯ জানুয়ারি অভিভাবক সদস্য নির্বাচনে ৪ জন অভিভাবক সদস্য ও একজন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হন। এতে সভাপতি প্রার্থী ছিলেন, ডহরনগর এলাকার মো. বাবলু শেখ ও তারই চাচাত ভাই এরশাদ শেখ।

অভিভাবক সদস্যর মাধ্যমের এদের দু’জনের কাউকেই তারা পছন্দ না করায় গত ২৬ জানুয়ারি রোববার বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার ঝোটন কুমার তন্দকে সভাপতি নির্বাচিত করেন। এতে করে সভাপতি প্রার্থী বাবলু শেখ ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক বিনয় রায় ও তার বড় ভাই রবীন রায়ের ওপর হামলা করে। শুধু হামলা করে ক্ষ্যন্ত হয়নি বাবলু শেখ এর এজেন্টরা প্রধান শিক্ষক বিনয় রায়ের স্ত্রীসহ বাড়ির মহিলাদের শরীরে আঘাত করে। তারা টাকা পাওয়ার মিথ্যা নাটক সাজায়। প্রধান শিক্ষক এর বড় ভাই রবীন রায়কে যেখানে পাবে সেখানে মারবে বলে হুমকি দেয়। এরপর থেকে রবীন রায় ভয়ে বাড়ি থেকে বের হতে পারছে না। এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার ঝোটন কুমার তন্দ বলেন, ডহরনগর প্রিয়বাসিনী উচ্চ বিদ্যালয়টি যদিও বোয়ালমারী উপজেলার ভেতরে কিন্তু প্রধান শিক্ষকের বাড়ি সালথা উপজেলার ভেতরে এ ক্ষেত্রে আমার কিছু করার থাকে না। তবুও আমি বিষয়টি সালথা উপজেলার নির্বাহী অফিসার মহোদয়কে অবহিত করেছি। তিনি হয়ত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, বোয়ালমারীর ইউএনও মহোদয় আমাকে বিষয়টি অবহিত করেছেন, আমি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে তদন্ত করার জন্য বলেছি।

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০ , ১৬ মাঘ ১৪২৬, ৪ জমাদিউস সানি ১৪৪১

সালথায় স্কুল কমিটি দ্বন্দ্বে প্রধান শিক্ষক পরিবারের ওপর হামলার অভিযোগ

প্রতিনিধি, সালথা (ফরিদপুর)

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ডহরনগর প্রিয়বাসিনী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী বিনয় রায়ের পরিবারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এমনকি তাকে প্রাণনাশেরও হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষে গত ১৯ জানুয়ারি অভিভাবক সদস্য নির্বাচনে ৪ জন অভিভাবক সদস্য ও একজন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হন। এতে সভাপতি প্রার্থী ছিলেন, ডহরনগর এলাকার মো. বাবলু শেখ ও তারই চাচাত ভাই এরশাদ শেখ।

অভিভাবক সদস্যর মাধ্যমের এদের দু’জনের কাউকেই তারা পছন্দ না করায় গত ২৬ জানুয়ারি রোববার বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার ঝোটন কুমার তন্দকে সভাপতি নির্বাচিত করেন। এতে করে সভাপতি প্রার্থী বাবলু শেখ ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক বিনয় রায় ও তার বড় ভাই রবীন রায়ের ওপর হামলা করে। শুধু হামলা করে ক্ষ্যন্ত হয়নি বাবলু শেখ এর এজেন্টরা প্রধান শিক্ষক বিনয় রায়ের স্ত্রীসহ বাড়ির মহিলাদের শরীরে আঘাত করে। তারা টাকা পাওয়ার মিথ্যা নাটক সাজায়। প্রধান শিক্ষক এর বড় ভাই রবীন রায়কে যেখানে পাবে সেখানে মারবে বলে হুমকি দেয়। এরপর থেকে রবীন রায় ভয়ে বাড়ি থেকে বের হতে পারছে না। এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার ঝোটন কুমার তন্দ বলেন, ডহরনগর প্রিয়বাসিনী উচ্চ বিদ্যালয়টি যদিও বোয়ালমারী উপজেলার ভেতরে কিন্তু প্রধান শিক্ষকের বাড়ি সালথা উপজেলার ভেতরে এ ক্ষেত্রে আমার কিছু করার থাকে না। তবুও আমি বিষয়টি সালথা উপজেলার নির্বাহী অফিসার মহোদয়কে অবহিত করেছি। তিনি হয়ত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, বোয়ালমারীর ইউএনও মহোদয় আমাকে বিষয়টি অবহিত করেছেন, আমি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে তদন্ত করার জন্য বলেছি।