সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে মনিটরিং ফোরাম

সার্বিকভাবে সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ইলেকশন মনিটরিং ফোরাম। স্থানীয় ও জাতীয় পর্যায়ের অর্ধশতাধিক বেসরকারি সংস্থার সমন্বয়ে গঠিত এই ফোরাম।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি-ডিএসসিসি) নির্বাচন পর্যবেক্ষণ করে গতকাল সিটি কলেজের ভোটকেন্দ্রে সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক মাওলানা মো. আবেদ আলী এ পর্যবেক্ষণ তুলে ধরেন। এ সময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মো. হাবিবুর রহমানসহ ফোরামের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ফোরাম বলছে, মেয়র পদে নির্বাচন নিয়ে কোন ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেনি। তবে কাউন্সিলর পদে বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের মধ্যে দু’একটি জায়গায় মারামারির ঘটনা ঘটেছে। সামগ্রিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইভিএমে প্রথমবারের মতো ভোট দিতে পেরে ভোটাররা উল্লসিত।

সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ফোরামের পাঁচ শতাধিক সদস্য নির্বাচন পর্যবেক্ষণ করেছেন জানিয়ে তিনি বলেন, আমরা ৩৭০টি কেন্দ্রের সংবাদ পেয়েছি। নিজেরা ১২ কেন্দ্রে সরাসরি গিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করেছি। দু’একটা জায়গায় অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে। ওইসব অনাকাক্সিক্ষত ঘটনার জন্য বর্তমান কাউন্সিলর ও বিদ্রোহী প্রার্থীরা জড়িত বলে সংবাদ পাওয়া।

মোহাম্মদপুরের একটি কেন্দ্রের বাইরে সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের ওপর হামলা প্রসঙ্গে মো. আবেদ আলী বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নির্বাচন কমিশনের উচিত ঘটনাটি তদন্ত করে দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া।

রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২০ , ১৯ মাঘ ১৪২৬, ৭ জমাদিউল সানি ১৪৪১

সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে মনিটরিং ফোরাম

নিজস্ব বার্তা পরিবেশক

সার্বিকভাবে সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ইলেকশন মনিটরিং ফোরাম। স্থানীয় ও জাতীয় পর্যায়ের অর্ধশতাধিক বেসরকারি সংস্থার সমন্বয়ে গঠিত এই ফোরাম।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি-ডিএসসিসি) নির্বাচন পর্যবেক্ষণ করে গতকাল সিটি কলেজের ভোটকেন্দ্রে সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক মাওলানা মো. আবেদ আলী এ পর্যবেক্ষণ তুলে ধরেন। এ সময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মো. হাবিবুর রহমানসহ ফোরামের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ফোরাম বলছে, মেয়র পদে নির্বাচন নিয়ে কোন ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেনি। তবে কাউন্সিলর পদে বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের মধ্যে দু’একটি জায়গায় মারামারির ঘটনা ঘটেছে। সামগ্রিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইভিএমে প্রথমবারের মতো ভোট দিতে পেরে ভোটাররা উল্লসিত।

সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ফোরামের পাঁচ শতাধিক সদস্য নির্বাচন পর্যবেক্ষণ করেছেন জানিয়ে তিনি বলেন, আমরা ৩৭০টি কেন্দ্রের সংবাদ পেয়েছি। নিজেরা ১২ কেন্দ্রে সরাসরি গিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করেছি। দু’একটা জায়গায় অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে। ওইসব অনাকাক্সিক্ষত ঘটনার জন্য বর্তমান কাউন্সিলর ও বিদ্রোহী প্রার্থীরা জড়িত বলে সংবাদ পাওয়া।

মোহাম্মদপুরের একটি কেন্দ্রের বাইরে সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের ওপর হামলা প্রসঙ্গে মো. আবেদ আলী বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নির্বাচন কমিশনের উচিত ঘটনাটি তদন্ত করে দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া।