সরকারের ওপর জনগণের আস্থা বেড়েছে পরিকল্পনামন্ত্রী

দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। মানুষের জীবনমান উন্নয়ন করাই যার একমাত্র প্রধান লক্ষ্য। বাংলাদেশ একটি দ্রুতগতির উন্নয়নশীল দেশ। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। যে কারণে বর্তমান সরকারের প্রতি দেশের মানুষের আস্থা বেড়েই চলেছে। শনিবার বিকেলে হবিগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি।

পরিকল্পনামন্ত্রী বলেন, হবিগঞ্জ একটি হাওরবেষ্টিত এলাকা। হাওরবাসীর জীবনমান উন্নয়নে সরকার বিশেষ ভাবে নজর দিচ্ছে। ইতোমধ্যে হাওর উন্নয়নের জন্য প্রায় ৮শ’ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এছাড়াও ঢাকা সিলেট ৬ লেনের মহাসড়ক, সুনামগঞ্জ থেকে হবিগঞ্জ হয়ে ঢাকা পর্যন্ত বাইপাস মহাসড়ক ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের কাজ দ্রুত শুরু করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। তিনি আরও বলেন, প্রবাসীদের জন্যও সরকার অত্যন্ত সচেতন রয়েছে। যেন প্রবাসীরা কোন ধরনের হয়ারানির শিকার না হয় সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এমপি আবদুল মজিদ খান, জেলা প্রশাসক মো. কামরুল হাসান, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, পুলিশ সুপার মোহাম্মদ উল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মো. জাকারিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী প্রমুখ।

রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২০ , ১৯ মাঘ ১৪২৬, ৭ জমাদিউল সানি ১৪৪১

সরকারের ওপর জনগণের আস্থা বেড়েছে পরিকল্পনামন্ত্রী

প্রতিনিধি, হবিগঞ্জ

দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। মানুষের জীবনমান উন্নয়ন করাই যার একমাত্র প্রধান লক্ষ্য। বাংলাদেশ একটি দ্রুতগতির উন্নয়নশীল দেশ। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। যে কারণে বর্তমান সরকারের প্রতি দেশের মানুষের আস্থা বেড়েই চলেছে। শনিবার বিকেলে হবিগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি।

পরিকল্পনামন্ত্রী বলেন, হবিগঞ্জ একটি হাওরবেষ্টিত এলাকা। হাওরবাসীর জীবনমান উন্নয়নে সরকার বিশেষ ভাবে নজর দিচ্ছে। ইতোমধ্যে হাওর উন্নয়নের জন্য প্রায় ৮শ’ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এছাড়াও ঢাকা সিলেট ৬ লেনের মহাসড়ক, সুনামগঞ্জ থেকে হবিগঞ্জ হয়ে ঢাকা পর্যন্ত বাইপাস মহাসড়ক ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের কাজ দ্রুত শুরু করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। তিনি আরও বলেন, প্রবাসীদের জন্যও সরকার অত্যন্ত সচেতন রয়েছে। যেন প্রবাসীরা কোন ধরনের হয়ারানির শিকার না হয় সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এমপি আবদুল মজিদ খান, জেলা প্রশাসক মো. কামরুল হাসান, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, পুলিশ সুপার মোহাম্মদ উল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মো. জাকারিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী প্রমুখ।