কবিতা উৎসব শুরু আজ

আজ থেকে শুরু হবে জাতীয় কবিতা উৎসব। বিভিন্ন দেশের প্রায় একশ’র বেশি কবি থাকবেন এই উৎসবে। দু’দিনের এ উৎসব শেষ হবে ৩ ফেব্রুয়ারি। এ বছরের কবিতা উৎসবের মর্মবাণী ‘মুজিব আমার স্বাধীনতার অমর কাব্যের কবি’। দু’দিনের এ উৎসবে কবিতা পাঠ, নিবেদিত কবিতা, সেমিনার, আবৃত্তি ও সংগীতের মধ্য দিয়ে আমরা এ স্লোগানকে মূর্ত করে তোলার চেষ্টা করবো। আগামী বছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সঙ্গে সঙ্গে কবিতা উৎসবের ৩৫তম বর্ষ উদযাপন করা হবে। এ উপলক্ষে দেশে ও দেশের বাইরের বিভিন্ন স্থানে কবিতা উৎসবসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। আয়োজকরা জানান, সুইডেন, উজবেকিস্তান, কোলকাতা, আসাম, নেপালসহ বিভিন্ন দেশের প্রায় একশ’র বেশি কবিকে কবিতা পাঠের জন্য এ উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে। আর এখন পর্যন্ত দুশ’ কবি এ কবিতা উৎসবে রেজিস্ট্রেশন করেছেন।

রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২০ , ১৯ মাঘ ১৪২৬, ৭ জমাদিউল সানি ১৪৪১

কবিতা উৎসব শুরু আজ

সাংস্কৃতিক বার্তা পরিবেশক |

আজ থেকে শুরু হবে জাতীয় কবিতা উৎসব। বিভিন্ন দেশের প্রায় একশ’র বেশি কবি থাকবেন এই উৎসবে। দু’দিনের এ উৎসব শেষ হবে ৩ ফেব্রুয়ারি। এ বছরের কবিতা উৎসবের মর্মবাণী ‘মুজিব আমার স্বাধীনতার অমর কাব্যের কবি’। দু’দিনের এ উৎসবে কবিতা পাঠ, নিবেদিত কবিতা, সেমিনার, আবৃত্তি ও সংগীতের মধ্য দিয়ে আমরা এ স্লোগানকে মূর্ত করে তোলার চেষ্টা করবো। আগামী বছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সঙ্গে সঙ্গে কবিতা উৎসবের ৩৫তম বর্ষ উদযাপন করা হবে। এ উপলক্ষে দেশে ও দেশের বাইরের বিভিন্ন স্থানে কবিতা উৎসবসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। আয়োজকরা জানান, সুইডেন, উজবেকিস্তান, কোলকাতা, আসাম, নেপালসহ বিভিন্ন দেশের প্রায় একশ’র বেশি কবিকে কবিতা পাঠের জন্য এ উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে। আর এখন পর্যন্ত দুশ’ কবি এ কবিতা উৎসবে রেজিস্ট্রেশন করেছেন।