হরতালে বন্ধ হয়নি ঢাবির ক্লাস-পরীক্ষা

ছাত্রদলের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের অভিযোগ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ডিজিটাল কারচুপি এবং ভোট ডাকাতির অভিযোগে ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে গতকাল রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জাতীয়তাবাদী দল বিএনপি। তাদের ডাকা এই হরতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস-পরীক্ষায় কোন ব্যাঘাত ঘটেনি। তবে, হরতালের সর্মথনে গতকাল বিশ্ববিদ্যালয় এলাকায় শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব ও সদস্য সচিব মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ পরবর্তী সময়ে শহীদ মিনার এলাকায় ছাত্রদল কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

তবে, ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেছে ঢাবি ছাত্রদলের সদস্য সচিব আমানউল্লাহ আমান। তিনি বলেন, আমরা হরতালের সর্মথনে শান্তিপূর্ণ একটি মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেছি। আমাদের মিছিলে কোন গাড়ি ভাঙচুর হয়নি।

এদিকে, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা কয়েকটি গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিল বের করলেও সকাল-সন্ধ্যা হরতালে কোন নেতিবাচক প্রভাব ফেলতে পারিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিএনপি হরতাল ডাকার পর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করলেও শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষায় অংশ নিয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিয়মিত বিভিন্ন রুটে অন্য দিনের মতো সঠিক সময়ে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল করেছে।

আরও খবর
চতুর্থ শিল্প বিপ্লবের জন্য দক্ষ জনশক্তি অত্যন্ত জরুরি প্রধানমন্ত্রী
আমানতের সুদহার নামলো ৬ শতাংশে
আশ্রয়গ্রহণকারী ১২ লাখ রোহিঙ্গার বায়োমেট্রিক সম্পন্ন স্বরাষ্ট্রমন্ত্রী
জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ হুমকির মুখে : পরিবেশমন্ত্রী
বেরোবিতে বহুমুখী সংকট নিরসনে শিক্ষকদের অধিকার সুরক্ষা পরিষদ
ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশন কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অভিযোগ
পাঁচ দেশের তিন শতাধিক কবির অংশগ্রহণ
যশোরে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে ‘৩২-এর ক্রন্দন’ মঞ্চায়িত
বইমেলা শুরু
দুই সিটির ফল প্রকাশে মিডিয়া কারচুপি ছিল ফখরুল
আশ্বাসের পরও সন্ত্রাসীরা কেউ গ্রেফতার হয়নি
হরতাল ডেকে মাঠে ছিল না বিএনপি

সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২০ , ২০ মাঘ ১৪২৬, ৮ জমাদিউল সানি ১৪৪১

হরতালে বন্ধ হয়নি ঢাবির ক্লাস-পরীক্ষা

ছাত্রদলের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের অভিযোগ

প্রতিনিধি, ঢাবি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ডিজিটাল কারচুপি এবং ভোট ডাকাতির অভিযোগে ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে গতকাল রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জাতীয়তাবাদী দল বিএনপি। তাদের ডাকা এই হরতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস-পরীক্ষায় কোন ব্যাঘাত ঘটেনি। তবে, হরতালের সর্মথনে গতকাল বিশ্ববিদ্যালয় এলাকায় শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব ও সদস্য সচিব মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ পরবর্তী সময়ে শহীদ মিনার এলাকায় ছাত্রদল কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

তবে, ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেছে ঢাবি ছাত্রদলের সদস্য সচিব আমানউল্লাহ আমান। তিনি বলেন, আমরা হরতালের সর্মথনে শান্তিপূর্ণ একটি মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেছি। আমাদের মিছিলে কোন গাড়ি ভাঙচুর হয়নি।

এদিকে, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা কয়েকটি গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিল বের করলেও সকাল-সন্ধ্যা হরতালে কোন নেতিবাচক প্রভাব ফেলতে পারিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিএনপি হরতাল ডাকার পর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করলেও শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষায় অংশ নিয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিয়মিত বিভিন্ন রুটে অন্য দিনের মতো সঠিক সময়ে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল করেছে।