বইমেলা শুরু

শুরু হলো বইমেলা। গতকাল বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘অমর একুশে গ্রন্থমেলার’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে পর্দা উঠলো মাসব্যাপী এই বইমেলার।

এই অমর একুশে গ্রন্থমেলা ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা। আর ছুটির দিনে মেলা খোলা থাকবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এ গ্রন্থমেলা খোলা থাকবে।

প্রতিদিন বিকেল ৪টায় গ্রন্থমেলার মূল মঞ্চে সেমিনার অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে জাতির পিতাকে নিয়ে ২৫টি বই প্রকাশ করেছে বাংলা একাডেমি। নতুন এসব বই নিয়েও আলোচনা করা হবে। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় ৮ লাখ বর্গফুট জায়গায় অনুষ্ঠিত হচ্ছে এবারের বইমেলা।

এবার প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে থাকছে লিটল ম্যাগ চত্বর। একই স্থানে শিশু চত্বর তৈরি করা হয়েছে। মেলায় বাংলা একাডেমিসহ অংশগ্রহণকারী সব প্রতিষ্ঠান ২৫ শতাংশ কমিশনে বই তুলে দেবে পাঠকদের হাতে। মেলায় প্রবেশের জন্য বাংলা একাডেমি প্রাঙ্গণে থাকবে তিনটি পথ, সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ ও বের হওয়ার জন্য থাকবে ছয়টি পথ। সেই সঙ্গে থাকছে ‘লেখক বলছি’ ও গ্রন্থ উন্মোচনের আয়োজন।

আরও খবর
চতুর্থ শিল্প বিপ্লবের জন্য দক্ষ জনশক্তি অত্যন্ত জরুরি প্রধানমন্ত্রী
আমানতের সুদহার নামলো ৬ শতাংশে
আশ্রয়গ্রহণকারী ১২ লাখ রোহিঙ্গার বায়োমেট্রিক সম্পন্ন স্বরাষ্ট্রমন্ত্রী
জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ হুমকির মুখে : পরিবেশমন্ত্রী
বেরোবিতে বহুমুখী সংকট নিরসনে শিক্ষকদের অধিকার সুরক্ষা পরিষদ
হরতালে বন্ধ হয়নি ঢাবির ক্লাস-পরীক্ষা
ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশন কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অভিযোগ
পাঁচ দেশের তিন শতাধিক কবির অংশগ্রহণ
যশোরে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে ‘৩২-এর ক্রন্দন’ মঞ্চায়িত
দুই সিটির ফল প্রকাশে মিডিয়া কারচুপি ছিল ফখরুল
আশ্বাসের পরও সন্ত্রাসীরা কেউ গ্রেফতার হয়নি
হরতাল ডেকে মাঠে ছিল না বিএনপি

সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২০ , ২০ মাঘ ১৪২৬, ৮ জমাদিউল সানি ১৪৪১

বইমেলা শুরু

সাংস্কৃতিক বার্তা পরিবেশক |

শুরু হলো বইমেলা। গতকাল বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘অমর একুশে গ্রন্থমেলার’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে পর্দা উঠলো মাসব্যাপী এই বইমেলার।

এই অমর একুশে গ্রন্থমেলা ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা। আর ছুটির দিনে মেলা খোলা থাকবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এ গ্রন্থমেলা খোলা থাকবে।

প্রতিদিন বিকেল ৪টায় গ্রন্থমেলার মূল মঞ্চে সেমিনার অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে জাতির পিতাকে নিয়ে ২৫টি বই প্রকাশ করেছে বাংলা একাডেমি। নতুন এসব বই নিয়েও আলোচনা করা হবে। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় ৮ লাখ বর্গফুট জায়গায় অনুষ্ঠিত হচ্ছে এবারের বইমেলা।

এবার প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে থাকছে লিটল ম্যাগ চত্বর। একই স্থানে শিশু চত্বর তৈরি করা হয়েছে। মেলায় বাংলা একাডেমিসহ অংশগ্রহণকারী সব প্রতিষ্ঠান ২৫ শতাংশ কমিশনে বই তুলে দেবে পাঠকদের হাতে। মেলায় প্রবেশের জন্য বাংলা একাডেমি প্রাঙ্গণে থাকবে তিনটি পথ, সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ ও বের হওয়ার জন্য থাকবে ছয়টি পথ। সেই সঙ্গে থাকছে ‘লেখক বলছি’ ও গ্রন্থ উন্মোচনের আয়োজন।