শিল্পকলায় সমাজ সমীক্ষা সংঘের দুই দিনব্যাপী লোক সংস্কৃতি উৎসব শুক্রবার থেকে

আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম এর অনিরুদ্ধ মুক্তমঞ্চে সমাজ সমীক্ষা সংঘের উদ্যোগে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী লোকসংস্কৃতি উৎসব ২০২০। সমাজ সমীক্ষা সংঘ তার কাজের ধারাবাহিকতায় সপ্তমবারের মতো আয়োজন করেছে লোকসংস্কৃতি উৎসব- ২০২০।

অস্তিত্বের সন্ধানে, শিকড়ের টানে এই স্লোগানকে নিয়ে ৭ম বারের মতো সমাজ সমীক্ষা সংঘের আয়োজনে এই দুই দিনব্যাপী ৭ম লোকসংস্কৃতি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি থাকবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। আলোচনা সভা শেষে বিকাল ৫টায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের ১ম দিন প্রমা অবন্তীর পরিচালনায় লোকনৃত্য পরিবেশন করবেন ওডিসি অ্যান্ড টেগর ডান্স মুভমেন্টের শিল্পীরা। এরপর থাকছে জয় সেন হিরো ও ববি মনি এর পরিবেশনায় চট্টগ্রামের আঞ্চলিক গান। এরপর বিশিষ্ট মাইজভাণ্ডারী শিল্পী সৈয়দ মানিকের পরিবেশনায় মাইজভাণ্ডারী গান। সবশেষে বাউল গান পরিবেশনা করবেন আরশিনগর সংগীত একাডেমি, কুষ্টিয়ার শিল্পীবৃন্দ। উৎসবের ১ম দিন উৎসর্গ করা হয়েছে নাট্যকার, শিক্ষাবিদ অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদকে।

এছাড়া উৎসবের ১ম দিন সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা উনস্টিটিউট এর পরিচালক প্রণব মিত্র চৌধুরী।

অনুষ্ঠানের ২য় দিন বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠানমালায় থাকছে উখিয়া সাহিত্য কুঠির এর পরিবেশনায় হঁলা, বান্দা, ভাইট্টালি, হাইল্ল্যাগীতি, মুরারকূইল্যা, হালদা ফাডা গান। বিকাল নোয়া ৪টায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. আজিজুর রহমান। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে সুনামগঞ্জ থেকে আগত দেবদাস চৌধুরী ও তুলিকা ঘোষ চৌধুরীর পরিবেশনায় হাসন রাজা, শাহ আবদুল করিম ও রাধারমণের গান। এরপর থাকছে নান্টু দেবনাথ ও প্রিয়া ভৌমিক এর পরিবেশনায় পল্লীগীতি। বিশিষ্ট নৃত্যশিল্পী ক্য মন এর পরিচালনায় আদিবাসী নৃত্য পরিবেশনায় থাকছে কক্সবাজার থেকে আগত আরিয়ান রাখাইন শিল্পীগোষ্ঠী। সবশেষে সংগীত দল মাটির গানের পরিবেশনায় থাকছে ভাদু, টুসু, ঝুমুর, নাচনী, লেটো, চটকা, আলকাপ, ফকিরি, মারফতি ও ভাওয়াইয়া গান। উৎসবের ২য় দিন উৎসর্গ করা হয়েছে বিশিষ্ট সংগীত শিল্পী সুবীর নন্দী। এরপর রাত ১০টায় রয়েছে উৎসবের বর্ণিল সমাপনী। সমাজ সমীক্ষা সংঘের সভাপতি কাজী মাহমুদ ইমাম বিলু ও নির্বাহী পরিচালক শিহাব চৌধুরী বিপ্লব এক যুক্ত বিবৃতিতে ৭ম লোক সংস্কৃতি উৎসব সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২০ , ২১ মাঘ ১৪২৬, ৯ জমাদিউল সানি ১৪৪১

শিল্পকলায় সমাজ সমীক্ষা সংঘের দুই দিনব্যাপী লোক সংস্কৃতি উৎসব শুক্রবার থেকে

চট্টগ্রাম ব্যুরো

আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম এর অনিরুদ্ধ মুক্তমঞ্চে সমাজ সমীক্ষা সংঘের উদ্যোগে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী লোকসংস্কৃতি উৎসব ২০২০। সমাজ সমীক্ষা সংঘ তার কাজের ধারাবাহিকতায় সপ্তমবারের মতো আয়োজন করেছে লোকসংস্কৃতি উৎসব- ২০২০।

অস্তিত্বের সন্ধানে, শিকড়ের টানে এই স্লোগানকে নিয়ে ৭ম বারের মতো সমাজ সমীক্ষা সংঘের আয়োজনে এই দুই দিনব্যাপী ৭ম লোকসংস্কৃতি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি থাকবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। আলোচনা সভা শেষে বিকাল ৫টায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের ১ম দিন প্রমা অবন্তীর পরিচালনায় লোকনৃত্য পরিবেশন করবেন ওডিসি অ্যান্ড টেগর ডান্স মুভমেন্টের শিল্পীরা। এরপর থাকছে জয় সেন হিরো ও ববি মনি এর পরিবেশনায় চট্টগ্রামের আঞ্চলিক গান। এরপর বিশিষ্ট মাইজভাণ্ডারী শিল্পী সৈয়দ মানিকের পরিবেশনায় মাইজভাণ্ডারী গান। সবশেষে বাউল গান পরিবেশনা করবেন আরশিনগর সংগীত একাডেমি, কুষ্টিয়ার শিল্পীবৃন্দ। উৎসবের ১ম দিন উৎসর্গ করা হয়েছে নাট্যকার, শিক্ষাবিদ অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদকে।

এছাড়া উৎসবের ১ম দিন সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা উনস্টিটিউট এর পরিচালক প্রণব মিত্র চৌধুরী।

অনুষ্ঠানের ২য় দিন বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠানমালায় থাকছে উখিয়া সাহিত্য কুঠির এর পরিবেশনায় হঁলা, বান্দা, ভাইট্টালি, হাইল্ল্যাগীতি, মুরারকূইল্যা, হালদা ফাডা গান। বিকাল নোয়া ৪টায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. আজিজুর রহমান। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে সুনামগঞ্জ থেকে আগত দেবদাস চৌধুরী ও তুলিকা ঘোষ চৌধুরীর পরিবেশনায় হাসন রাজা, শাহ আবদুল করিম ও রাধারমণের গান। এরপর থাকছে নান্টু দেবনাথ ও প্রিয়া ভৌমিক এর পরিবেশনায় পল্লীগীতি। বিশিষ্ট নৃত্যশিল্পী ক্য মন এর পরিচালনায় আদিবাসী নৃত্য পরিবেশনায় থাকছে কক্সবাজার থেকে আগত আরিয়ান রাখাইন শিল্পীগোষ্ঠী। সবশেষে সংগীত দল মাটির গানের পরিবেশনায় থাকছে ভাদু, টুসু, ঝুমুর, নাচনী, লেটো, চটকা, আলকাপ, ফকিরি, মারফতি ও ভাওয়াইয়া গান। উৎসবের ২য় দিন উৎসর্গ করা হয়েছে বিশিষ্ট সংগীত শিল্পী সুবীর নন্দী। এরপর রাত ১০টায় রয়েছে উৎসবের বর্ণিল সমাপনী। সমাজ সমীক্ষা সংঘের সভাপতি কাজী মাহমুদ ইমাম বিলু ও নির্বাহী পরিচালক শিহাব চৌধুরী বিপ্লব এক যুক্ত বিবৃতিতে ৭ম লোক সংস্কৃতি উৎসব সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।