গ্রাহক হয়রানি : রূপালী ব্যাংক ক্যাশিয়ারকে বদলি

ব্যবসা ও শিক্ষকদের ঋন দেবার নামে জনপ্রতি ২০ হাজার করে হাতিয়ে নেবার অভিযোগে রুপালী ব্যাংক রংপুরের তারাগজ্ঞ উপজেলার পার্শ্ববর্তী কিশোরগজ্ঞ ব্রাঞ্চের ক্যাশিয়ার খাদেমুল ইসলামকে অবশেষে দিনাজপুর জেলার রানীরবন্দর ব্রাঞ্চে বদলী করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে ওই কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারী মামলায় চার্জসিট হবার পরেও তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি ব্যাংক কতৃপক্ষ। দৈনিক সংবাদে গত ২৬ জানুয়ারি ১৫ পাতায় এ সংক্রান্ত খবর প্রকাশিত হবার ব্যাংক কতৃপক্ষ তার বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করে। লিখিত অভিযোগে জানা গেছে কিশোরগজ্ঞ রুপালী ব্যাংক শাখায় কর্মরত ক্যাশিয়ার খাদেমুল ইসলাম বেশ কয়েকজন শিক্ষক ও ব্যবসায়ীকে ঋন দেবার কথা বলে জনপ্রতি ২০ হাজার টাকা উৎকোচ নিয়েছে। কিন্তু টাকা নেবার পরেও ঋন দেয়ার কোন পদক্ষেপ নেননি। টাকা ফেরৎ চাইলে উল্টো নানান ধরনের হুমকি ধামকি প্রদান করছেন। এ ব্যাপারে এলাকার হারেজ আলী, আবু তালেব ও সেকেন্দার আলী রুপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছেন। অন্যদিকে বিষয়টি নিয়ে কিশোর গজ্ঞ ব্রাঞ্চ ম্যানেজার দৌলতুজ্জামানের সঙ্গে দেখা করে বিচার দাবি করলে ম্যানেজার কোন পদক্ষেপ গ্রহণ করেননি। এ ঘটনায় হারেজ আলী জানান ক্যাশিয়ার খাদেমুল ইসলাম বিভিন্ন জনের কাছে ঋন দেবার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ ছাড়াও সাধারণ গ্রাহকরা ব্যাংকে টাকা জমা বা উত্তোলন করতে গেলে ৫ বা ১০ টাকার নোট দিয়ে হয়রানি করেন। এসব বিষয়ে অভিযোগ করেও কোন প্রতিকার মিলছে না। এ ব্যাপারে অভিযুক্ত ক্যাশিয়ার খাদেমুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে অভিযোগগুলো সত্য নয় বলে দাবি করেন। এদিকে এলাকার বেশ কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশে অনিশ্চুক এ প্রতিনিধিকে জানান ক্যাশিয়ার খাদেমুল ইসলামের বিরুদ্ধে তারাগজ্ঞ থানায় একটি ফৌজদারী মামলা রয়েছে যার নম্বর ১২ তারিখ ১৬/০৪/১৯ইং।

আরও খবর
গড়াইয়ের উজানে খনন, ভাটিতে ডুবুচর : দুর্ভোগে ১০ গ্রাম
ফরেনসিক ল্যাবের ফল প্রভাবিত করার সুযোগ নেই : আইজিপি
হবিগঞ্জে চাঁদা না পেলে হত্যার হুমকি
টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত হত
সাতক্ষীরার ভাটা শ্রমিকের রহস্যজনক মৃত্যু
ভাঙ্গায় জমি বিবাদে সংঘর্ষ আহত ১০
মোরেলগঞ্জে সেই স্কুল পেল চেক ঢেউটিন
হবিগঞ্জে উত্ত্যক্ত দুই বখাটের অর্থদণ্ড
বাগেরহাটে দারোগা হত : ধৃত চালক
সুগন্ধা-বিষখালীতে অকালে অঢেল মিলছে বড় বড় ইলিশ
স্কুলের মাঠে পুকুর খনন জরিমানা ১,০০,০০০ টাকা
দোহারে গৃহবধূর মরদেহ
জমি বিবাদে অর্ধ শতাধিক বৃক্ষ কর্তন প্রাচীর ভাঙচুর
পুকুর থেকে বালু উত্তোলনে নষ্ট ক্ষেত, ভাঙছে সড়ক-বাড়ি

বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২০ , ২২ মাঘ ১৪২৬, ১০ জমাদিউল সানি ১৪৪১

গ্রাহক হয়রানি : রূপালী ব্যাংক ক্যাশিয়ারকে বদলি

নিজস্ব বার্তা পরিবেশক রংপুর

ব্যবসা ও শিক্ষকদের ঋন দেবার নামে জনপ্রতি ২০ হাজার করে হাতিয়ে নেবার অভিযোগে রুপালী ব্যাংক রংপুরের তারাগজ্ঞ উপজেলার পার্শ্ববর্তী কিশোরগজ্ঞ ব্রাঞ্চের ক্যাশিয়ার খাদেমুল ইসলামকে অবশেষে দিনাজপুর জেলার রানীরবন্দর ব্রাঞ্চে বদলী করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে ওই কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারী মামলায় চার্জসিট হবার পরেও তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি ব্যাংক কতৃপক্ষ। দৈনিক সংবাদে গত ২৬ জানুয়ারি ১৫ পাতায় এ সংক্রান্ত খবর প্রকাশিত হবার ব্যাংক কতৃপক্ষ তার বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করে। লিখিত অভিযোগে জানা গেছে কিশোরগজ্ঞ রুপালী ব্যাংক শাখায় কর্মরত ক্যাশিয়ার খাদেমুল ইসলাম বেশ কয়েকজন শিক্ষক ও ব্যবসায়ীকে ঋন দেবার কথা বলে জনপ্রতি ২০ হাজার টাকা উৎকোচ নিয়েছে। কিন্তু টাকা নেবার পরেও ঋন দেয়ার কোন পদক্ষেপ নেননি। টাকা ফেরৎ চাইলে উল্টো নানান ধরনের হুমকি ধামকি প্রদান করছেন। এ ব্যাপারে এলাকার হারেজ আলী, আবু তালেব ও সেকেন্দার আলী রুপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছেন। অন্যদিকে বিষয়টি নিয়ে কিশোর গজ্ঞ ব্রাঞ্চ ম্যানেজার দৌলতুজ্জামানের সঙ্গে দেখা করে বিচার দাবি করলে ম্যানেজার কোন পদক্ষেপ গ্রহণ করেননি। এ ঘটনায় হারেজ আলী জানান ক্যাশিয়ার খাদেমুল ইসলাম বিভিন্ন জনের কাছে ঋন দেবার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ ছাড়াও সাধারণ গ্রাহকরা ব্যাংকে টাকা জমা বা উত্তোলন করতে গেলে ৫ বা ১০ টাকার নোট দিয়ে হয়রানি করেন। এসব বিষয়ে অভিযোগ করেও কোন প্রতিকার মিলছে না। এ ব্যাপারে অভিযুক্ত ক্যাশিয়ার খাদেমুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে অভিযোগগুলো সত্য নয় বলে দাবি করেন। এদিকে এলাকার বেশ কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশে অনিশ্চুক এ প্রতিনিধিকে জানান ক্যাশিয়ার খাদেমুল ইসলামের বিরুদ্ধে তারাগজ্ঞ থানায় একটি ফৌজদারী মামলা রয়েছে যার নম্বর ১২ তারিখ ১৬/০৪/১৯ইং।