ভোলায় ট্রলার ডুবিতে মামা ভাগ্নে নিহত

ভোলার ভেলুমিয়ার আব্দুল বারেক মোল্লার ছেলে কিশোর মো. রাকিব (১৩)। বরিশাল বিএম কলেজের সামনে চা স্টলগুলোতে সবার কছে, ভাগ্নে রাকিব নামে পরিচিত। স্বপ্ন ছিল একদিন বড় কিছু হওয়া। স্কুলে না গেলেও স্কুল কলেজে লেখাপড়ার ইচ্ছের কথাও জানাত বিএম কলেজ শিক্ষার্থীদের। দূরন্ত রাকিবকে মা রহিমা বেগম পাঠিয়ে দেন ভোলার চরফ্যাশনে তার ভাই নাগর মাঝির কাছে। মামাতভাই নুরনবীর নৌকায় ১৫ দিন আগে মাছ ধরার কাজে যুক্ত হয় রাকিব। সোমবার ভোর রাতে নৌকা ডুবিতে দূরস্পকের মামা রাজিব ( ১৮)সহ মারা যায় রাকিব। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না মা রহিমা বেগমসহ স্বজনরা। পিতা আবদুল বারেক পেশায় বরিশালে রিকসা চালক। রাকিবকে নিয়ে ভাড়া থাকতেন বিএম কলেজের সামনে সোহবান মিয়া পোল সংলগ্ন সাবেক পৌর কাউন্সিলর আউয়াল মোল্লার বাড়িতে। আবদুল বারেক জানান, তার ছেলেকে এলাকার সবাই খুবই আদর করতেন। গেল বছর সিটি মেয়র নতুন জামা কিনে পড়িয়ে দিয়ে ছিলেন। ওই ছবিটি ফেসবুকে ভাইরাল হয়। এদিকে লেখা পড়া না করায়, মাছ ধরার কাজ শেখার জন্য ভোলার চরফ্যাশনের বেতুয়াঘাটে শ্যালকের কাছে পাঠিয়ে দেন। বেতুয়া মাছঘাটে নদীতে নোঙ্গর করা নৌকায় ঘুমায় রাকিব। ভোর রাতে নৌকার তলা ফেটে ১০ জনসহ নৌকাটি ডুবে যায়। এতে মৃত্যু হয় মা ও ভাগ্নের। তবে নৌকায় থাকা অপর ৮ জন জীবিত উদ্ধার হন। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফীন খবর শুনেই ঘটনা স্থলে যান। তিনি জানান, শিশু রাকিব ও রাজিবের মৃত্যু দুর্ঘটনা। দরিদ্র পরিবারগুলোকে সহায়তা করা প্রয়োজন।

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২০ , ২৩ মাঘ ১৪২৬, ১১ জমাদিউল সানি ১৪৪১

ভোলায় ট্রলার ডুবিতে মামা ভাগ্নে নিহত

প্রতিনিধি, ভোলা

ভোলার ভেলুমিয়ার আব্দুল বারেক মোল্লার ছেলে কিশোর মো. রাকিব (১৩)। বরিশাল বিএম কলেজের সামনে চা স্টলগুলোতে সবার কছে, ভাগ্নে রাকিব নামে পরিচিত। স্বপ্ন ছিল একদিন বড় কিছু হওয়া। স্কুলে না গেলেও স্কুল কলেজে লেখাপড়ার ইচ্ছের কথাও জানাত বিএম কলেজ শিক্ষার্থীদের। দূরন্ত রাকিবকে মা রহিমা বেগম পাঠিয়ে দেন ভোলার চরফ্যাশনে তার ভাই নাগর মাঝির কাছে। মামাতভাই নুরনবীর নৌকায় ১৫ দিন আগে মাছ ধরার কাজে যুক্ত হয় রাকিব। সোমবার ভোর রাতে নৌকা ডুবিতে দূরস্পকের মামা রাজিব ( ১৮)সহ মারা যায় রাকিব। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না মা রহিমা বেগমসহ স্বজনরা। পিতা আবদুল বারেক পেশায় বরিশালে রিকসা চালক। রাকিবকে নিয়ে ভাড়া থাকতেন বিএম কলেজের সামনে সোহবান মিয়া পোল সংলগ্ন সাবেক পৌর কাউন্সিলর আউয়াল মোল্লার বাড়িতে। আবদুল বারেক জানান, তার ছেলেকে এলাকার সবাই খুবই আদর করতেন। গেল বছর সিটি মেয়র নতুন জামা কিনে পড়িয়ে দিয়ে ছিলেন। ওই ছবিটি ফেসবুকে ভাইরাল হয়। এদিকে লেখা পড়া না করায়, মাছ ধরার কাজ শেখার জন্য ভোলার চরফ্যাশনের বেতুয়াঘাটে শ্যালকের কাছে পাঠিয়ে দেন। বেতুয়া মাছঘাটে নদীতে নোঙ্গর করা নৌকায় ঘুমায় রাকিব। ভোর রাতে নৌকার তলা ফেটে ১০ জনসহ নৌকাটি ডুবে যায়। এতে মৃত্যু হয় মা ও ভাগ্নের। তবে নৌকায় থাকা অপর ৮ জন জীবিত উদ্ধার হন। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফীন খবর শুনেই ঘটনা স্থলে যান। তিনি জানান, শিশু রাকিব ও রাজিবের মৃত্যু দুর্ঘটনা। দরিদ্র পরিবারগুলোকে সহায়তা করা প্রয়োজন।