জ্বীন তাড়ানোর নির্যাতনে রোগীর মৃত্যু : গ্রেফতার ৩

জ্বীন তাড়ানোর নামে মানসিক রোগীকে পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় ভণ্ড ফকির রিয়াজ উদ্দিনকে (৪৮) স্ত্রী-পুত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব- ৮। গত মঙ্গলবার সকালে বরিশাল নগরীর রূপাতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর গ্রামের বসিন্দা।

র‌্যাবের ১ নম্বর কোম্পানি কমান্ডার মেজর খান সজিবুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, গ্রেফতারকৃত ৩ জনই প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানসিক রোগী কালাম মৃধাকে পানিতে চুবিয়ে ও পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছে। তাদের বাকেরগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাব জানায়, অভিযুক্তরা বন্ধ্যাত্ব ও মানসিক রোগসহ বিভিন্ন রোগের চিকিৎসার নামে সাধারণ জনগণের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। তারা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে টাকা, ছাগল, গরু, চাল, মুরগিসহ অন্যান্য জিনিসপত্র গ্রহণ করত।

উল্লেখ্য, মানসিক ভারসাম্যহীন কালাম মৃধাকে (৪২) চিকিৎসার করানোর জন্য তার স্বজনরা পটুয়াখালী থেকে বাকেরগঞ্জের আউলিয়াপুর গ্রামে ফকির রিয়াজের বাড়িতে নিয়ে আসে। গত শুক্রবার কালাম মৃধাকে ১০১ বার পানিতে চুবায় এবং শারীরিক নির্যাতন করে অভিযুক্তরা। এতে কালাম মৃধার মৃত্যু হয়। লাশ পার্শ্ববর্তী একটি বাগানে ফেলে রাখে পালিয়ে যায় তারা। এ ঘটনায় পরদিন পহেলা ফেব্রুয়ারি বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন মৃত কালামের স্ত্রী।

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২০ , ২৩ মাঘ ১৪২৬, ১১ জমাদিউল সানি ১৪৪১

জ্বীন তাড়ানোর নির্যাতনে রোগীর মৃত্যু : গ্রেফতার ৩

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

জ্বীন তাড়ানোর নামে মানসিক রোগীকে পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় ভণ্ড ফকির রিয়াজ উদ্দিনকে (৪৮) স্ত্রী-পুত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব- ৮। গত মঙ্গলবার সকালে বরিশাল নগরীর রূপাতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর গ্রামের বসিন্দা।

র‌্যাবের ১ নম্বর কোম্পানি কমান্ডার মেজর খান সজিবুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, গ্রেফতারকৃত ৩ জনই প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানসিক রোগী কালাম মৃধাকে পানিতে চুবিয়ে ও পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছে। তাদের বাকেরগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাব জানায়, অভিযুক্তরা বন্ধ্যাত্ব ও মানসিক রোগসহ বিভিন্ন রোগের চিকিৎসার নামে সাধারণ জনগণের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। তারা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে টাকা, ছাগল, গরু, চাল, মুরগিসহ অন্যান্য জিনিসপত্র গ্রহণ করত।

উল্লেখ্য, মানসিক ভারসাম্যহীন কালাম মৃধাকে (৪২) চিকিৎসার করানোর জন্য তার স্বজনরা পটুয়াখালী থেকে বাকেরগঞ্জের আউলিয়াপুর গ্রামে ফকির রিয়াজের বাড়িতে নিয়ে আসে। গত শুক্রবার কালাম মৃধাকে ১০১ বার পানিতে চুবায় এবং শারীরিক নির্যাতন করে অভিযুক্তরা। এতে কালাম মৃধার মৃত্যু হয়। লাশ পার্শ্ববর্তী একটি বাগানে ফেলে রাখে পালিয়ে যায় তারা। এ ঘটনায় পরদিন পহেলা ফেব্রুয়ারি বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন মৃত কালামের স্ত্রী।