রাজনীতিতে জাপা অসাধারণ ভূমিকা রেখেছে জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, জাতীয় পার্টি সব সময় বাংলাদেশের রাজনীতিতে নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে। দেশের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে জাতীয় পার্টি অসাধারণ ভূমিকা রেখেছে। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ নিয়ে জাতীয় পার্টি গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে এগিয়ে যাবে।

গতকাল জাতীয় প্রেসক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাঈদ তারেক রচিত ‘আমার দেখা এরশাদ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, বিশিষ্ট সাংবাদিক সামসুদ্দিন আহমেদ পেয়ারা, সাবেক সংসদ সদস্য আহসান হাবিব লিংকন, দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, আলমগীর সিকদার লোটন প্রমুখ উপস্থিত ছিলেন।

জিএম কাদের বলেন, ’৯০ এর পরে তার (হুসেইন মুহম্মদ এরশাদ) সম্পর্কে অনেকে সমালোচনা করেছেন, অপপ্রচার চালিয়েছেন। আবার অনেকেই জানতেন প্রকৃতপক্ষে তিনি কেমন ছিলেন। বইয়ে বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টির ইতিহাস অসাধারণভাবে ফুটে উঠেছে। যারা রাজনীতি করছেন, তাদের জন্য ‘আমার দেখা এরশাদ’ বইটি ডকুমেন্ট হিসেবে কাজে আসবে।

পরে ব্রাক্ষণবাড়িয়া জেলা জাতীয় পার্টি নেতাদের সঙ্গে মতবিনিময় করেন জিএম কাদের। এ সময় কাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সম্মেলন সম্পন্ন করতে দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এবং অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়াকে একটি আহ্বায়ক কমিটি প্রস্তুত করতে দায়িত্ব দেন। দ্রুত সময়ের মধ্যে আহ্বায়ক কমিটি ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা কমিটি গঠন করে জেলা জাতীয় পার্টির সম্মেলন করবে।

রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০ , ৩ ফল্গুন ১৪২৬, ২১ জমাদিউল সানি ১৪৪১

রাজনীতিতে জাপা অসাধারণ ভূমিকা রেখেছে জিএম কাদের

নিজস্ব বার্তা পরিবেশক |

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, জাতীয় পার্টি সব সময় বাংলাদেশের রাজনীতিতে নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে। দেশের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে জাতীয় পার্টি অসাধারণ ভূমিকা রেখেছে। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ নিয়ে জাতীয় পার্টি গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে এগিয়ে যাবে।

গতকাল জাতীয় প্রেসক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাঈদ তারেক রচিত ‘আমার দেখা এরশাদ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, বিশিষ্ট সাংবাদিক সামসুদ্দিন আহমেদ পেয়ারা, সাবেক সংসদ সদস্য আহসান হাবিব লিংকন, দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, আলমগীর সিকদার লোটন প্রমুখ উপস্থিত ছিলেন।

জিএম কাদের বলেন, ’৯০ এর পরে তার (হুসেইন মুহম্মদ এরশাদ) সম্পর্কে অনেকে সমালোচনা করেছেন, অপপ্রচার চালিয়েছেন। আবার অনেকেই জানতেন প্রকৃতপক্ষে তিনি কেমন ছিলেন। বইয়ে বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টির ইতিহাস অসাধারণভাবে ফুটে উঠেছে। যারা রাজনীতি করছেন, তাদের জন্য ‘আমার দেখা এরশাদ’ বইটি ডকুমেন্ট হিসেবে কাজে আসবে।

পরে ব্রাক্ষণবাড়িয়া জেলা জাতীয় পার্টি নেতাদের সঙ্গে মতবিনিময় করেন জিএম কাদের। এ সময় কাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সম্মেলন সম্পন্ন করতে দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এবং অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়াকে একটি আহ্বায়ক কমিটি প্রস্তুত করতে দায়িত্ব দেন। দ্রুত সময়ের মধ্যে আহ্বায়ক কমিটি ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা কমিটি গঠন করে জেলা জাতীয় পার্টির সম্মেলন করবে।