কিশোরগঞ্জে ৫ কোটি আত্মসাৎ : হিসাবরক্ষণ সুপার কারাগারে

কিশোরগঞ্জে সরকারের ভূমি অধিগ্রহণের ৫ কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুদকের মামলার অন্যতম আসামি জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের সাবেক সুপার গোলাম হায়দারকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খানের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। গোলাম হায়দারকে দুদক মামলায় ৩নং চার্জশীটভুক্ত আসামি করেছে বলে জানিয়েছেন দুদক আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান। উল্লেখ্য, কিশোরগঞ্জের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেতাফুল ইসলাম ক্ষতিগ্রস্তদের প্রাপ্য ভূমি অধিগ্রহণের টাকা পরিশোধ না করে সোনালী ব্যাংকের চেকের মাধ্যমে ২০১৭ সালের ৬ ডিসেম্বর ৫ কোটি টাকা উত্তোলন করে আত্মসাত করেছিলেন। এ ঘটনায় ২০১৮ সালের ১৭ জানুয়ারি দুদক কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা করে এদিনই সেতাফুলকে পরবর্তী কর্মস্থল পিরোজপুর থেকে দুদক গ্রেফতার করে। এ মামলার প্রধান আসামি সেতাফুল ইসলাম ছাড়াও হিসাব রক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম, অডিটর সায়দুজ্জামানসহ চার্জশীটভুক্ত ৯ আসামির মধ্যে ৮ জন হাজতবাস করে বর্তমানে জামিনে আছেন বলে দুদক আইনজীবী আব্দুর রহমান জানিয়েছেন।

আরও খবর
বাঁশখালীর প্রধান সড়ক জুড়ে অসংখ্য গর্ত ! দুর্ভোগ
পিরোজপুরে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক
পদ্মায় গৃহহীনদের জমি ফেরাতে ৪ একর ভরাট শুরু
সোনারগাঁয়ে রেলিংহীন সেতু ঝুঁকিপূর্ণ : নিত্য দুর্ঘটনা
চৌগাছায় অস্ত্র মাদক স্বামী-স্ত্রী গ্রেফতার
কুমিল্লায় ৫ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ
ফতুল্লায় বস্তিতে অর্ধশতাধিক বসতঘর ছাই
নওগাঁয় লক্ষ্যের ৮৮ ভাগ বোরো আবাদ সম্পন্ন
চট্টগ্রামে ছাত্রলীগের ধাওয়া পাল্টাধাওয়া : আতঙ্ক
গোয়ালন্দে জমি দ্বন্দ্বে চাচা খুন
বদলগাছীতে ভূমি অফিসে দালাল দণ্ডিত
কিশোরগঞ্জে ঘন কুয়াশা দিনে বাতি জ্বালিয়ে চলেছে যানবাহন
রূপগঞ্জে আইনশৃঙ্খলার অবনতি প্রতিদিন চুরি ডাকাতি ছিনতাই

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০ , ৫ ফল্গুন ১৪২৬, ২৩ জমাদিউল সানি ১৪৪১

কিশোরগঞ্জে ৫ কোটি আত্মসাৎ : হিসাবরক্ষণ সুপার কারাগারে

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে সরকারের ভূমি অধিগ্রহণের ৫ কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুদকের মামলার অন্যতম আসামি জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের সাবেক সুপার গোলাম হায়দারকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খানের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। গোলাম হায়দারকে দুদক মামলায় ৩নং চার্জশীটভুক্ত আসামি করেছে বলে জানিয়েছেন দুদক আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান। উল্লেখ্য, কিশোরগঞ্জের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেতাফুল ইসলাম ক্ষতিগ্রস্তদের প্রাপ্য ভূমি অধিগ্রহণের টাকা পরিশোধ না করে সোনালী ব্যাংকের চেকের মাধ্যমে ২০১৭ সালের ৬ ডিসেম্বর ৫ কোটি টাকা উত্তোলন করে আত্মসাত করেছিলেন। এ ঘটনায় ২০১৮ সালের ১৭ জানুয়ারি দুদক কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা করে এদিনই সেতাফুলকে পরবর্তী কর্মস্থল পিরোজপুর থেকে দুদক গ্রেফতার করে। এ মামলার প্রধান আসামি সেতাফুল ইসলাম ছাড়াও হিসাব রক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম, অডিটর সায়দুজ্জামানসহ চার্জশীটভুক্ত ৯ আসামির মধ্যে ৮ জন হাজতবাস করে বর্তমানে জামিনে আছেন বলে দুদক আইনজীবী আব্দুর রহমান জানিয়েছেন।