রেললাইনে দুই যুবকের লাশ

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকার রেল লাইনের ওপর থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে মদনমোহন সুত্রধর (২৫) একজনের পরিচয় পাওয়া গেলেও অপর একজন অজ্ঞাত পরিচয়ের যুবক রয়েছেন। গতকাল প্রায় পাঁচ ঘণ্টার ব্যবধানে খিলক্ষেত ক্রসিং ও স্টেশন লাগোয়া আশকোনা ক্রসিং থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে রেলওয়ে থানা পুলিশ।

ঢাকা রেলওয়ে থানার এএসআই মহিউদ্দিন জানান, সকাল ৮টার দিকে দুর্ঘটনা ঘটে বলে তারা শুনতে পান। পরে সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে অজ্ঞাত পরিচয়ের ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠান। মৃতের পরনে সাদা চেক শার্ট ও ছাই কালার প্যান্ট পরিহিত ছিল। তার পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশ জানায়, নিহত সূত্রধর পেশায় নির্মাণ শ্রমিক। থাকতেন ভাটারা এলাকায়।

আরও খবর
বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউশন আইন অনুমোদন
নজরদারিতে নজর নেই
নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে
দক্ষ কর্মী নিতে চায় কাতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শীতলক্ষ্যার পূর্ব পাড়ে ৩ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ
‘অদৃশ্য কারণে পাচার করা টাকা ফেরতের উদ্যোগ থেমে গেছে’
বাংলাদেশে কর্মরত চীনা নাগরিকদের ফিরতে নিষেধ করা হয়েছে চীনা রাষ্ট্রদূত
আইনি সেবা নিতে আসা নাগরিকদের সহযোগিতা করতে হবে
ছন্দ-কবিতা, গল্পে বইমেলা মাতাচ্ছেন ঢাবি শিক্ষার্থীরা
রাজধানীতে ভাষা সংগ্রামীদের মিলনমেলা
জীবনানন্দ দাশ বাংলা কবিতার প্রধান পুরুষ
দিনে গার্মেন্ট কর্মী রাতে খুনি
খালেদার স্বাস্থ্যের অবস্থা খারাপ মুক্তি দিন রিজভী

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০ , ৫ ফল্গুন ১৪২৬, ২৩ জমাদিউল সানি ১৪৪১

রাজধানীতে

রেললাইনে দুই যুবকের লাশ

নিজস্ব বার্তা পরিবেশক |

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকার রেল লাইনের ওপর থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে মদনমোহন সুত্রধর (২৫) একজনের পরিচয় পাওয়া গেলেও অপর একজন অজ্ঞাত পরিচয়ের যুবক রয়েছেন। গতকাল প্রায় পাঁচ ঘণ্টার ব্যবধানে খিলক্ষেত ক্রসিং ও স্টেশন লাগোয়া আশকোনা ক্রসিং থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে রেলওয়ে থানা পুলিশ।

ঢাকা রেলওয়ে থানার এএসআই মহিউদ্দিন জানান, সকাল ৮টার দিকে দুর্ঘটনা ঘটে বলে তারা শুনতে পান। পরে সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে অজ্ঞাত পরিচয়ের ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠান। মৃতের পরনে সাদা চেক শার্ট ও ছাই কালার প্যান্ট পরিহিত ছিল। তার পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশ জানায়, নিহত সূত্রধর পেশায় নির্মাণ শ্রমিক। থাকতেন ভাটারা এলাকায়।