একক নাটক ‘স্বাদে আহ্লাদে’

নির্মিত হলো একক নাটক ‘স্বাদে আহ্লাদে’। যারযিস আহমেদের রচনায় এটি পরিচালনা করেছেন সুব্রত সঞ্জীব। নাটকে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, এফ এস নাঈম, পাপিয়া জেসমিন, সুলাইমা জান্নাত শিফা, খায়রুল আলম, মনির জামান প্রমুখ। একটি মুনস্টার মাল্টিমিডিয়া ব্যানারে নাটকটির প্রযোজনা করেছেন সাগর রানা। নাটকের গল্পে সঞ্চিতা খুব ভালো রান্না করতে পারে। তাই সে ‘স্বাদে আহ্লাদে হোম ডেলিভারি’ নামে এক অনলাইন বিজনেস শুরু করে। অর্ডার আসতে থাকে, সারা ঢাকা শহরে আনাচে কানাচে স্বাদে আহ্লাদের হোম ডেলিভারি চলতে থাকে। সঞ্চিতাকে বিড়ম্বনায় পড়তে হয় বেশ। মেসেজে অনেকে অর্ডারের বদলে প্রেম নিবেদন করতে থাকে। সে ব্যবসায়িক স্বার্থে সেগুলো হাসিমুখে ডিল করে। এরকম একজন ভিন্ন ভিন্ন এ্যাড্রেসে অর্ডার করে কিন্তু এ্যাড্রেসগুলো ভুল থাকে। সঞ্চিতা দমে না, সে কাস্টমারকে তার সৌভাগ্যই মনে করে। এভাবেই ধ্রুব এর সঙ্গে তার পরিচয় হয়। এরপর ধীরে ধীরে সম্পর্কে গড়ায়। ধ্রুব সঞ্চিতাকে বিয়ে করতে চাইলে সঞ্চিতা শর্ত দেয় যে সে কিছুতেই তার অনলাইন হোম ডেলিভারি সার্ভিস বন্ধ করবে না। কারণ এ টাকায় তার মা বোন চলে। ধ্রুব রাজি হয়। আগের মতই ব্যবসা চলতে থাকে। তবে কিছুদিন যেতেই সঞ্চিতার কাস্টমার ডিলিং তার আর ভালো লাগে না। তার কেবলই মনে হয় কারে সঙ্গে যদি সঞ্চিতা আবার সম্পর্কে জড়ায় যেমন করে তাদের সম্পর্ক হয়েছে। সে সঞ্চিতাকে সন্দেহ করতে থাকে। এ নিয়ে তাদের মধ্যে তিক্ততা বাড়ে। সঞ্চিতা রাগ করে বাসা ছেড়ে চলে যায়। ধ্রুব সঞ্চিতাকে নতুন করে ফিল করে এবং তার ভুল বুঝতে পারে।

বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০ , ৬ ফল্গুন ১৪২৬, ২৪ জমাদিউল সানি ১৪৪১

একক নাটক ‘স্বাদে আহ্লাদে’

বিনোদন প্রতিবেদক |

image

নির্মিত হলো একক নাটক ‘স্বাদে আহ্লাদে’। যারযিস আহমেদের রচনায় এটি পরিচালনা করেছেন সুব্রত সঞ্জীব। নাটকে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, এফ এস নাঈম, পাপিয়া জেসমিন, সুলাইমা জান্নাত শিফা, খায়রুল আলম, মনির জামান প্রমুখ। একটি মুনস্টার মাল্টিমিডিয়া ব্যানারে নাটকটির প্রযোজনা করেছেন সাগর রানা। নাটকের গল্পে সঞ্চিতা খুব ভালো রান্না করতে পারে। তাই সে ‘স্বাদে আহ্লাদে হোম ডেলিভারি’ নামে এক অনলাইন বিজনেস শুরু করে। অর্ডার আসতে থাকে, সারা ঢাকা শহরে আনাচে কানাচে স্বাদে আহ্লাদের হোম ডেলিভারি চলতে থাকে। সঞ্চিতাকে বিড়ম্বনায় পড়তে হয় বেশ। মেসেজে অনেকে অর্ডারের বদলে প্রেম নিবেদন করতে থাকে। সে ব্যবসায়িক স্বার্থে সেগুলো হাসিমুখে ডিল করে। এরকম একজন ভিন্ন ভিন্ন এ্যাড্রেসে অর্ডার করে কিন্তু এ্যাড্রেসগুলো ভুল থাকে। সঞ্চিতা দমে না, সে কাস্টমারকে তার সৌভাগ্যই মনে করে। এভাবেই ধ্রুব এর সঙ্গে তার পরিচয় হয়। এরপর ধীরে ধীরে সম্পর্কে গড়ায়। ধ্রুব সঞ্চিতাকে বিয়ে করতে চাইলে সঞ্চিতা শর্ত দেয় যে সে কিছুতেই তার অনলাইন হোম ডেলিভারি সার্ভিস বন্ধ করবে না। কারণ এ টাকায় তার মা বোন চলে। ধ্রুব রাজি হয়। আগের মতই ব্যবসা চলতে থাকে। তবে কিছুদিন যেতেই সঞ্চিতার কাস্টমার ডিলিং তার আর ভালো লাগে না। তার কেবলই মনে হয় কারে সঙ্গে যদি সঞ্চিতা আবার সম্পর্কে জড়ায় যেমন করে তাদের সম্পর্ক হয়েছে। সে সঞ্চিতাকে সন্দেহ করতে থাকে। এ নিয়ে তাদের মধ্যে তিক্ততা বাড়ে। সঞ্চিতা রাগ করে বাসা ছেড়ে চলে যায়। ধ্রুব সঞ্চিতাকে নতুন করে ফিল করে এবং তার ভুল বুঝতে পারে।