পাঁচ বছরে এটিএন বাংলার ‘ক্রাইম পেট্রোল’

এটিএন বাংলার ক্রাইম পেট্রোল পাঁচ বছরে পদার্পন করতে যাচ্ছে। ২০১৫ সালে শুরু হয়েছিলো এটিএন বাংলায়- ক্রাইম পেট্রোলের প্রচার। যা আজ অবধি নিয়মিত চলছে।

ড. মাহফুজুর রহমান এর মূল ভাবনায় ও আশরাফ উল ইসলাম পিপিএমের পরিকল্পনা ও পরিচালনায় এর পথ চলা শুরু।

দেশের প্রত্যন্ত অঞ্চলের অপরাধ বিষয়ক সত্য ঘটনা অবলম্বনে প্রতি সপ্তাহের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ক্রাইম পেট্রোল’। ‘ক্রাইম পেট্রোল’ বর্তমানে ১৫০তম পর্ব অতিক্রম করার পথে। নাটকটি প্রচার হয় প্রতি শনিবার রাত ৮টায় এটিএন বাংলায়। পূনঃপ্রচার হয় পরদির সকাল ৮.৩০টায়।

আশরাফ উল ইসলাম পিপিএম একজন দেশের উর্দ্ধতন পুলিশ কর্মকর্তা হয়েও ক্রাইম বিষয়ক গণসচেতনতা মূলক নাটক নিয়ে কাজ করছেন প্রায় এক যুগ যাবৎ। পুলিশ যে সত্যিকার অর্থে জনগণ ও সমাজের সেবক- মূলতঃ তাই উপস্থাপন করা হয় এই ক্রাইম পেট্রোলে। দর্শকদের কাছে সত্য ঘটনাকে আরো বিশ্বাস যোগ্য করে তোলা এবং নতুন শিল্পীদের উদ্যোমকে উৎসাহিত করায় নতুনদের অভিনয়ে সুযোগ দেয়া হয় এই নাটকে।

এ বিষয়ক ‘ক্রাইম পেট্রোল’ টিমের কাস্টিং ডিরেক্টর সালাম খান তরুণ বলেন- ‘ক্রাইম পেট্রোল’ এর পরিচালক- আশরাফ উল ইসলাম ভাইয়ের নির্দেশেই দেশের স্বনামধন্য থিয়েটার গ্রুপের অভিজ্ঞ অভিনয় শিল্পীদের কাস্টিং দেয়া হয় ‘ক্রাইম পেট্রোল’ নাটকে। অভিনয় জানা নতুন শিল্পীদের জন্য সব সময় ক্রাইম পেট্রোলে সুযোগ রয়েছে।

উল্লেখ্য যে, ক্রাইম পেট্রোল এটিএন বাংলায় নিয়মিত প্রচার হয়। এবং এটিএন বাংলার প্রচারিত পর্বগুলি ভারতের খুশবু বাংলা ও হিন্দী চ্যানেল- মনোরঞ্জন টিভি হিন্দী ডাবিং কৃত এদেশের ক্রাইম পেট্রোল নিয়মিত সম্প্রচার করে।

ক্রাইম পেট্রোল নিয়মিত পরিচালনায় আছেন- আশরাফ উল ইসলাম পিপিএম। আর পর্ব পরিচালনায়- ওয়াজেদ আলী বাবলু। পর্ব পরিচালনার দায়িত্বে আরো ছিলেন-জুয়েল মাহমুদ ও মিজানুর রহমান লাবু। আর ক্রাইম পেট্রোল রচনায় ছিলেন- এবিএম সুজন, সানিয়াত কবীর বাবু ও বর্তমানে রচনায় আছেন-ওয়াজেদ আলী বাবলু। এবং কাস্টিং ডিরেক্টর হিসেবে আছেন- সালাম খান তরুণ। নিয়মিত অভিনয় করছেন- ওসি চরিত্রে- আশরাফ উল ইসলাম পিপিএম, এস আই ও পুলিশ চরিত্রে আকাশ আহমেদ, আয়ান সাদ্দাম, মোহাম্মদ আলী, মিতু ও মুক্তা।

বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০ , ৬ ফল্গুন ১৪২৬, ২৪ জমাদিউল সানি ১৪৪১

পাঁচ বছরে এটিএন বাংলার ‘ক্রাইম পেট্রোল’

বিনোদন প্রতিবেদক |

image

এটিএন বাংলার ক্রাইম পেট্রোল পাঁচ বছরে পদার্পন করতে যাচ্ছে। ২০১৫ সালে শুরু হয়েছিলো এটিএন বাংলায়- ক্রাইম পেট্রোলের প্রচার। যা আজ অবধি নিয়মিত চলছে।

ড. মাহফুজুর রহমান এর মূল ভাবনায় ও আশরাফ উল ইসলাম পিপিএমের পরিকল্পনা ও পরিচালনায় এর পথ চলা শুরু।

দেশের প্রত্যন্ত অঞ্চলের অপরাধ বিষয়ক সত্য ঘটনা অবলম্বনে প্রতি সপ্তাহের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ক্রাইম পেট্রোল’। ‘ক্রাইম পেট্রোল’ বর্তমানে ১৫০তম পর্ব অতিক্রম করার পথে। নাটকটি প্রচার হয় প্রতি শনিবার রাত ৮টায় এটিএন বাংলায়। পূনঃপ্রচার হয় পরদির সকাল ৮.৩০টায়।

আশরাফ উল ইসলাম পিপিএম একজন দেশের উর্দ্ধতন পুলিশ কর্মকর্তা হয়েও ক্রাইম বিষয়ক গণসচেতনতা মূলক নাটক নিয়ে কাজ করছেন প্রায় এক যুগ যাবৎ। পুলিশ যে সত্যিকার অর্থে জনগণ ও সমাজের সেবক- মূলতঃ তাই উপস্থাপন করা হয় এই ক্রাইম পেট্রোলে। দর্শকদের কাছে সত্য ঘটনাকে আরো বিশ্বাস যোগ্য করে তোলা এবং নতুন শিল্পীদের উদ্যোমকে উৎসাহিত করায় নতুনদের অভিনয়ে সুযোগ দেয়া হয় এই নাটকে।

এ বিষয়ক ‘ক্রাইম পেট্রোল’ টিমের কাস্টিং ডিরেক্টর সালাম খান তরুণ বলেন- ‘ক্রাইম পেট্রোল’ এর পরিচালক- আশরাফ উল ইসলাম ভাইয়ের নির্দেশেই দেশের স্বনামধন্য থিয়েটার গ্রুপের অভিজ্ঞ অভিনয় শিল্পীদের কাস্টিং দেয়া হয় ‘ক্রাইম পেট্রোল’ নাটকে। অভিনয় জানা নতুন শিল্পীদের জন্য সব সময় ক্রাইম পেট্রোলে সুযোগ রয়েছে।

উল্লেখ্য যে, ক্রাইম পেট্রোল এটিএন বাংলায় নিয়মিত প্রচার হয়। এবং এটিএন বাংলার প্রচারিত পর্বগুলি ভারতের খুশবু বাংলা ও হিন্দী চ্যানেল- মনোরঞ্জন টিভি হিন্দী ডাবিং কৃত এদেশের ক্রাইম পেট্রোল নিয়মিত সম্প্রচার করে।

ক্রাইম পেট্রোল নিয়মিত পরিচালনায় আছেন- আশরাফ উল ইসলাম পিপিএম। আর পর্ব পরিচালনায়- ওয়াজেদ আলী বাবলু। পর্ব পরিচালনার দায়িত্বে আরো ছিলেন-জুয়েল মাহমুদ ও মিজানুর রহমান লাবু। আর ক্রাইম পেট্রোল রচনায় ছিলেন- এবিএম সুজন, সানিয়াত কবীর বাবু ও বর্তমানে রচনায় আছেন-ওয়াজেদ আলী বাবলু। এবং কাস্টিং ডিরেক্টর হিসেবে আছেন- সালাম খান তরুণ। নিয়মিত অভিনয় করছেন- ওসি চরিত্রে- আশরাফ উল ইসলাম পিপিএম, এস আই ও পুলিশ চরিত্রে আকাশ আহমেদ, আয়ান সাদ্দাম, মোহাম্মদ আলী, মিতু ও মুক্তা।