ইরানের ম্যাজিকাল ডিভাইসে ৫ সেকেন্ডে শনাক্ত হবে করোনা রোগী

করোনাভাইরাসের আঘাতে বিপর্যস্ত ইরান একটি যাদুকরী যন্ত্র আবিষ্কার করেছে। এই যন্ত্রের মাধ্যমে কোন মানুষের নমুনা না নিয়েও করোনাভাইরাসের উপস্থিতি আছে কি-না তা শনাক্ত করা যাবে। আর তার জন্য সময় লাগবে মাত্র ৫ সেকেন্ড।

শুধু তা-ই নয়, কোন এলাকায় করোনাভাইরাস আছে কি-না, সেটিও শনাক্ত করতে সক্ষম এই যন্ত্র। এলাকাটি জীবাণুমুক্ত না করা পর্যন্ত ওই যন্ত্র অ্যালার্ট দিতে থাকবে। বুধবার এক অনুষ্ঠানে ইসলামিক রেভোলিউশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এই যন্ত্রটি উন্মোচন করেছেন। যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেও ভালভাবে করোনা মোকাবিলা করে যাচ্ছে ইরান। অনুষ্ঠানে মেজর জেনারেল হোসেইন সালামি বলেছিলেন, এই অর্জনটি যুগান্তকারী। এটি বাসিজ (ইরানের স্বেচ্ছাসেবক দল) উদ্ভাবন করেছে। তিনি বলেন, যন্ত্রটিতে এক ধরনের চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করা। এটি একশ মিটার ব্যাসার্ধের মধ্যে করোনায় আক্রান্ত স্থানগুলো দেখিয়ে দেবে। করোনা রোগীদের জন্য রক্তের পরীক্ষা করার প্রয়োজন হবে না। এটি একটি নির্দিষ্ট দূরবর্তী অবস্থান থেকে কাজ করে।

জেনারেল হোসেইন সালামি বলেছেন, ডিভাইসটি বিভিন্ন হাসপাতালে পরীক্ষা করা হয়েছে। এটি ৮০ শতাংশ কার্যকার বলে প্রমাণিত হয়েছে। মহামারী করোনাভাইরাস শনাক্তকরণ এবং ভয়াবহ এ ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর লক্ষেই এই যুগান্তকরী উদ্ভাবন।

বিশ্বের যে কয়টি দেশে সবচেয়ে বেশি করোনা ছড়িয়েছে, ইরান তাদের অন্যতম। দেশটিতে এখন পর্যন্ত ৭৪ হাজার ৮৭৭ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যায় বিশ্বে ইরানের অবস্থান ৭ম। আর দেশটিকে গতকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ৪ হাজার ৭৭৭ জন।

আরও খবর
সারাদেশ ঝুঁকিপূর্ণ
জাতিসংঘ তহবিল গঠন না করলে ভয়াবহ পরিণতি হতে পারে ডাব্লিউএফপি সংবাদ ডেস্ক করোনাভাইরাসের কারণে থমকে যাওয়া বিশ
আরও ৫০ লাখ দরিদ্র লোককে রেশনকার্ড দেয়া হবে : প্রধানমন্ত্রী
বাদুরের দুই প্রজাতির মধ্যে করোনার অস্তিত্ব পাওয়া গেছে
আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস
করোনা সৃষ্টি করছে দীর্ঘমেয়াদি প্রাণঘাতী সংকট
মাঠে নামছে ‘দুর্যোগে আলোর গেরিলা’
আইইডিসিআরের ৬ কর্মী আক্রান্ত
এসএসসি ফল নির্ধারিত সময়ে প্রকাশ হচ্ছে না
করোনায় মৃত্যুর চেয়ে সুস্থতার হার বেশি
টিভি চ্যানেলের আরও ৪ জন করোনা আক্রান্ত
২৫০ ইউপি চেয়ারম্যান মেম্বার ডিলার আটক
করোনা আক্রান্ত বাংলাদেশি ১৩০০ ছাড়াল

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০ , ৪ বৈশাখ ১৪২৭, ২২ শাবান ১৪৪১

ইরানের ম্যাজিকাল ডিভাইসে ৫ সেকেন্ডে শনাক্ত হবে করোনা রোগী

সংবাদ ডেস্ক |

করোনাভাইরাসের আঘাতে বিপর্যস্ত ইরান একটি যাদুকরী যন্ত্র আবিষ্কার করেছে। এই যন্ত্রের মাধ্যমে কোন মানুষের নমুনা না নিয়েও করোনাভাইরাসের উপস্থিতি আছে কি-না তা শনাক্ত করা যাবে। আর তার জন্য সময় লাগবে মাত্র ৫ সেকেন্ড।

শুধু তা-ই নয়, কোন এলাকায় করোনাভাইরাস আছে কি-না, সেটিও শনাক্ত করতে সক্ষম এই যন্ত্র। এলাকাটি জীবাণুমুক্ত না করা পর্যন্ত ওই যন্ত্র অ্যালার্ট দিতে থাকবে। বুধবার এক অনুষ্ঠানে ইসলামিক রেভোলিউশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এই যন্ত্রটি উন্মোচন করেছেন। যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেও ভালভাবে করোনা মোকাবিলা করে যাচ্ছে ইরান। অনুষ্ঠানে মেজর জেনারেল হোসেইন সালামি বলেছিলেন, এই অর্জনটি যুগান্তকারী। এটি বাসিজ (ইরানের স্বেচ্ছাসেবক দল) উদ্ভাবন করেছে। তিনি বলেন, যন্ত্রটিতে এক ধরনের চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করা। এটি একশ মিটার ব্যাসার্ধের মধ্যে করোনায় আক্রান্ত স্থানগুলো দেখিয়ে দেবে। করোনা রোগীদের জন্য রক্তের পরীক্ষা করার প্রয়োজন হবে না। এটি একটি নির্দিষ্ট দূরবর্তী অবস্থান থেকে কাজ করে।

জেনারেল হোসেইন সালামি বলেছেন, ডিভাইসটি বিভিন্ন হাসপাতালে পরীক্ষা করা হয়েছে। এটি ৮০ শতাংশ কার্যকার বলে প্রমাণিত হয়েছে। মহামারী করোনাভাইরাস শনাক্তকরণ এবং ভয়াবহ এ ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর লক্ষেই এই যুগান্তকরী উদ্ভাবন।

বিশ্বের যে কয়টি দেশে সবচেয়ে বেশি করোনা ছড়িয়েছে, ইরান তাদের অন্যতম। দেশটিতে এখন পর্যন্ত ৭৪ হাজার ৮৭৭ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যায় বিশ্বে ইরানের অবস্থান ৭ম। আর দেশটিকে গতকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ৪ হাজার ৭৭৭ জন।