নোয়াখালী ও গোপালগঞ্জে ২ জনের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে নোয়াখালীতে এক নারী ও গোপালগঞ্জে এক শিশুর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠারো খবর :

নোয়াখালী : নোয়াখালীর চাটখিলে করোনা উপসর্গ নিয়ে গত শনিবার ফিরোজা বেগম (৫০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।

চাটখিল উপজেলা প্রশাসন সূত্র জানায়, ফিরোজা বেগম চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বেপারী বাড়ির মৃত জামাল হোসেনের স্ত্রী । সে শ্বাসকষ্ট, কাশি,সর্দি ও ডায়াবেটিসে ভোগে মারা যায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার দিদারুল আলম জানান, প্রাথমিকভাবে তার করোনা উপসর্গ মনে হচ্ছে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। সেটা পরীক্ষার পর চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া যাবে। এখন আমারা করোনা নিয়মে দাফনের ব্যবস্থা করব। একই সাথে ওই বাড়িটির ১৮ পরিবারকে লকডাউন করা হয়েছে।

গোপালগঞ্জ : গোপালগঞ্জে জ্বর,সর্দি, কাশি, গলাব্যাথা ও শ্বাসকষ্টে সায়মা আক্তার (৮) নামে এক শিশু মারা গেছে।

গতকাল সকালে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা উত্তরপাড়া গ্রামের নিজ বাড়িতে শিশুটি মারা যায়। সায়মা আক্তার ওই গ্রামের নূর ইসলাম শেখের মেয়ে। প্রশাসন বাড়িটি লকডাউন করে পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছে। টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসীম উদ্দীন ওই শিশুটির নমুনা সংগ্রহ করেছেন। টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসীম উদ্দীন জানান, ওই শিশুর পিতা নূর ইসলাম ঢাকায় একটি মসজিদে ইমামতি করেন। ৬ দিন আগে তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছেন। তিনি করোনার বাহক হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সোমবার, ২০ এপ্রিল ২০২০ , ৭ বৈশাখ ১৪২৭, ২৫ শাবান ১৪৪১

করোনা উপসর্গ নিয়ে

নোয়াখালী ও গোপালগঞ্জে ২ জনের মৃত্যু

সংবাদ ডেস্ক |

করোনা উপসর্গ নিয়ে নোয়াখালীতে এক নারী ও গোপালগঞ্জে এক শিশুর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠারো খবর :

নোয়াখালী : নোয়াখালীর চাটখিলে করোনা উপসর্গ নিয়ে গত শনিবার ফিরোজা বেগম (৫০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।

চাটখিল উপজেলা প্রশাসন সূত্র জানায়, ফিরোজা বেগম চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বেপারী বাড়ির মৃত জামাল হোসেনের স্ত্রী । সে শ্বাসকষ্ট, কাশি,সর্দি ও ডায়াবেটিসে ভোগে মারা যায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার দিদারুল আলম জানান, প্রাথমিকভাবে তার করোনা উপসর্গ মনে হচ্ছে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। সেটা পরীক্ষার পর চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া যাবে। এখন আমারা করোনা নিয়মে দাফনের ব্যবস্থা করব। একই সাথে ওই বাড়িটির ১৮ পরিবারকে লকডাউন করা হয়েছে।

গোপালগঞ্জ : গোপালগঞ্জে জ্বর,সর্দি, কাশি, গলাব্যাথা ও শ্বাসকষ্টে সায়মা আক্তার (৮) নামে এক শিশু মারা গেছে।

গতকাল সকালে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা উত্তরপাড়া গ্রামের নিজ বাড়িতে শিশুটি মারা যায়। সায়মা আক্তার ওই গ্রামের নূর ইসলাম শেখের মেয়ে। প্রশাসন বাড়িটি লকডাউন করে পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছে। টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসীম উদ্দীন ওই শিশুটির নমুনা সংগ্রহ করেছেন। টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসীম উদ্দীন জানান, ওই শিশুর পিতা নূর ইসলাম ঢাকায় একটি মসজিদে ইমামতি করেন। ৬ দিন আগে তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছেন। তিনি করোনার বাহক হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।