দুই জেলায় ডিলার ধৃত, ডিলারশিপ বাতিল

শাহজাদপুর

প্রতিনিধি, শাহজাদপুর (সিরাজগঞ্জ)

শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গোপালপুর গ্রাম খেকে খাদ্যবান্ধব কর্মসুচির ১৪ বস্তা চাল (৩৫৭ কেজি) সহ আলাউদ্দিন নামের এক ডিলার কে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাত ৮ টার দিকে পুলিশ তাকে আটক করে। এ সময় ওই গ্রামের জনৈক আবদুর রাজ্জাকের বাড়িতে রাখা হতো দরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে বিক্রির সরকারি চাউল উদ্ধার করে। জানা গেছে, উপজেলার কৈজুরী ইউনিয়নের গোপালপুর গ্রামের ডিলার আলাউদ্দিন দরিদ্রদের মাঝে চাল বিক্রি না করে গোপনে ৩৫৭ কেজি চাল (১৪ বস্তা) একই গ্রামের আবদুর রাজ্জাকের বাড়িতে লুকিয়ে রাখে। এক পর্যায়ে এলাকাবাসী রোববার রাতে ওই বাড়ি ঘেরাও করে থানা পুলিশকে খবর দেয়। রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ১৪ বস্তা চাউল সহ ডিলার আলাউদ্দিনকে আটক করে। এদিকে, রাতেই উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা ও সহকারি কমিশনার (ভূমি) মাসুদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে গতকাল সোমবার থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ৩৫৭ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়েছে এবং ডিলার আলাউদ্দিনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

শরণখোলা

প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)

বাগেরহাটের শরণখোলায় দুস্থদের জন্য ফেয়ার প্রাইসের ১০টাকা কেজির ১৮ বস্তা চাল কালো বাজারে বিক্রির ঘটনায় এক ভাইস চেয়ারম্যানের ভাইয়ের ডিলারশিপ (লাইসেন্স) বাতিল করা হয়েছে। শরণখোলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. সোহেল আকতার জানান, ৩ এপ্রিল তাফালবাড়ি বাজারের একটি গোডাউন থেকে ১০ টাকা কেজি দরের সরকারি ১৮ বস্তা চাল উদ্ধারের ঘটনায় উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ২০, এপ্রিল (সোমবার) ওই ডিলারের লাইসেন্স বাতিল করা হয়। নুতন ডিলার নিয়োগ না হওয়া পর্যন্ত পার্শ্ববর্তী ডিলার অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি বাজারে চলতি মাসের ৩ এপ্রিল রাতে অভিযান চালিয়ে ব্যাবসায়ী রফিকুল ইসলাম লিটনের গোডাউন থেকে ফেয়ার প্রাইজের ১৮ বস্তা সরকারি চাল জব্দ করেন। ওই চাল উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হাসানুজ্জামান পারভেসের ছোট ভাই ফেয়ার প্রাইস ডিলার মো. তরিকুল ইসলাম তারেকের বলে লিটন প্রাথমিক জিজ্ঞাসা বাদে স্বীকার করেন।

বুধবার, ২২ এপ্রিল ২০২০ , ৯ বৈশাখ ১৪২৭, ২৭ শাবান ১৪৪১

দুই জেলায় ডিলার ধৃত, ডিলারশিপ বাতিল

শাহজাদপুর

প্রতিনিধি, শাহজাদপুর (সিরাজগঞ্জ)

শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গোপালপুর গ্রাম খেকে খাদ্যবান্ধব কর্মসুচির ১৪ বস্তা চাল (৩৫৭ কেজি) সহ আলাউদ্দিন নামের এক ডিলার কে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাত ৮ টার দিকে পুলিশ তাকে আটক করে। এ সময় ওই গ্রামের জনৈক আবদুর রাজ্জাকের বাড়িতে রাখা হতো দরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে বিক্রির সরকারি চাউল উদ্ধার করে। জানা গেছে, উপজেলার কৈজুরী ইউনিয়নের গোপালপুর গ্রামের ডিলার আলাউদ্দিন দরিদ্রদের মাঝে চাল বিক্রি না করে গোপনে ৩৫৭ কেজি চাল (১৪ বস্তা) একই গ্রামের আবদুর রাজ্জাকের বাড়িতে লুকিয়ে রাখে। এক পর্যায়ে এলাকাবাসী রোববার রাতে ওই বাড়ি ঘেরাও করে থানা পুলিশকে খবর দেয়। রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ১৪ বস্তা চাউল সহ ডিলার আলাউদ্দিনকে আটক করে। এদিকে, রাতেই উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা ও সহকারি কমিশনার (ভূমি) মাসুদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে গতকাল সোমবার থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ৩৫৭ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়েছে এবং ডিলার আলাউদ্দিনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

শরণখোলা

প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)

বাগেরহাটের শরণখোলায় দুস্থদের জন্য ফেয়ার প্রাইসের ১০টাকা কেজির ১৮ বস্তা চাল কালো বাজারে বিক্রির ঘটনায় এক ভাইস চেয়ারম্যানের ভাইয়ের ডিলারশিপ (লাইসেন্স) বাতিল করা হয়েছে। শরণখোলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. সোহেল আকতার জানান, ৩ এপ্রিল তাফালবাড়ি বাজারের একটি গোডাউন থেকে ১০ টাকা কেজি দরের সরকারি ১৮ বস্তা চাল উদ্ধারের ঘটনায় উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ২০, এপ্রিল (সোমবার) ওই ডিলারের লাইসেন্স বাতিল করা হয়। নুতন ডিলার নিয়োগ না হওয়া পর্যন্ত পার্শ্ববর্তী ডিলার অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি বাজারে চলতি মাসের ৩ এপ্রিল রাতে অভিযান চালিয়ে ব্যাবসায়ী রফিকুল ইসলাম লিটনের গোডাউন থেকে ফেয়ার প্রাইজের ১৮ বস্তা সরকারি চাল জব্দ করেন। ওই চাল উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হাসানুজ্জামান পারভেসের ছোট ভাই ফেয়ার প্রাইস ডিলার মো. তরিকুল ইসলাম তারেকের বলে লিটন প্রাথমিক জিজ্ঞাসা বাদে স্বীকার করেন।