সখীপুরে করোনা রোগী : ১০ বাড়ি লকডাউন

টাঙ্গাইলের সখীপুরের করোনা আক্রান্ত ব্যক্তি ঢাকার থেকে নিজ বাড়িতে চারদিন অবস্থান করায় ওই বাড়িসহ গ্রামের ১০ বাড়ি লকডাউনের ঘোষণা দিয়েছেন স্থানীয় প্রশাসন। গতকাল রোববার ওই স্বাস্থ্যকর্মী ঢাকায় ফিরে তার হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান এ তথ্য নিশ্চিত করেছেন। রাজধানী ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজেজেস অ্যান্ড ইউরোলোজির একজন চিকিৎসক জানান, করোনা আক্রান্ত ওই স্বাস্থ্যকর্মী হাসপাতালের একজন ওয়ার্ড বয়। কয়েকদিন আগে এ হাসপাতালের দুইজন রোগীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই দুটি ওয়ার্ডের সব চিকিৎসক ও রোগীদের সংস্পর্শে আসা স্বাস্থ্যকর্মীসহ গত বুধবার নমুনা সংগ্রহ করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। গত শনিবার ফলাফলে শুধু ওই স্বাস্থ্যকর্মীর করোনা ‘পজেটিভ’ পাওয়া যায়। হাসপাতালের ফোন পেয়ে গতকাল রোববার করোনা আক্রান্ত ওই স্বাস্থ্যকর্মী তার কর্মস্থল ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজেজেস অ্যান্ড ইউরোলোজি হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি হন।

বুধবার, ২২ এপ্রিল ২০২০ , ৯ বৈশাখ ১৪২৭, ২৭ শাবান ১৪৪১

সখীপুরে করোনা রোগী : ১০ বাড়ি লকডাউন

প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের সখীপুরের করোনা আক্রান্ত ব্যক্তি ঢাকার থেকে নিজ বাড়িতে চারদিন অবস্থান করায় ওই বাড়িসহ গ্রামের ১০ বাড়ি লকডাউনের ঘোষণা দিয়েছেন স্থানীয় প্রশাসন। গতকাল রোববার ওই স্বাস্থ্যকর্মী ঢাকায় ফিরে তার হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান এ তথ্য নিশ্চিত করেছেন। রাজধানী ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজেজেস অ্যান্ড ইউরোলোজির একজন চিকিৎসক জানান, করোনা আক্রান্ত ওই স্বাস্থ্যকর্মী হাসপাতালের একজন ওয়ার্ড বয়। কয়েকদিন আগে এ হাসপাতালের দুইজন রোগীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই দুটি ওয়ার্ডের সব চিকিৎসক ও রোগীদের সংস্পর্শে আসা স্বাস্থ্যকর্মীসহ গত বুধবার নমুনা সংগ্রহ করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। গত শনিবার ফলাফলে শুধু ওই স্বাস্থ্যকর্মীর করোনা ‘পজেটিভ’ পাওয়া যায়। হাসপাতালের ফোন পেয়ে গতকাল রোববার করোনা আক্রান্ত ওই স্বাস্থ্যকর্মী তার কর্মস্থল ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজেজেস অ্যান্ড ইউরোলোজি হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি হন।