২ জেলায় বজ্রপাতে নারীসহ নিহত ৩

রাঙ্গাবালী

প্রতিনিধি, রাঙ্গাবালী (পটুয়াখালী)

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। গত বুধবার দুপুরে ও বিকেলে বড়বাইশদিয়া ও ছোটবাইশদিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। জানা গেছে, গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ছোটবাইশদিয়া ইউনিয়নে সানজিরান হাওলা গ্রামের বজলু গাজীর ছেলে ফয়জুল গাজী (৩০) মাছের ঘেরে মাটি কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আবদুল কুদ্দুস নামে আরেক শ্রমিক আহতাবস্থায় প্রাণে বেঁচে যায়। অপরদিকে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নে কাটাখালী গ্রামের শাহাবুদ্দিন শাবুর স্ত্রী দুই সন্তানের মা তাসলিমা বেগম (৩২) বিকেল সাড়ে ৩টার দিকে মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে তার মর্মান্তিক মৃত্যু হয়। মাসুদ (১২) ও সুবনা (৮) নামে তার দুই সন্তান রয়েছে।

কমলগঞ্জ

প্রতিনিধি, কমলগঞ্জ (মৌলভীবাজার)

মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে এক ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত জুবের আহমদ (১৩) কমলগঞ্জ পৌর এলাকার উজিরপুর গ্রামের ফার্নিচার ব্যবসায়ী আমিন মিয়ার ছেলে স্থানীয় আইডিয়াল কেজি এন্ড হাই স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী । বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৯টার দিকে ঝড় বৃষ্টির সময় পৌর এলাকার উজিরপুর গ্রামে নিজ বাড়ীর পুকুর পারে মর্মান্তিক এ ঘটনা ঘটে। স্থানীয় ভাবে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে বজ্রসহ ঝড় বৃষ্টি শুরু হলে জুবের আহমেদ বাড়ির পাশের পুকুর পার থেকে গরু আনতে যায়। সেখানে তার উপর বজ্রপাত হয়। তাকে দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাগরে মরদেহ

প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে ভেসে আসা একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার বিকেলে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামের বি.এম এনার্জী লিঃ নামক গ্যাস রিফুয়েলিং কারখানা সংলগ্ন সাগর উপকূলীয় এলাকায় বুধবার দুপুরের দিকে একটি লাশ ভেসে আসে।

শুক্রবার, ০৫ জুন ২০২০ , ২২ জৈষ্ঠ ১৪২৭, ১২ শাওয়াল ১৪৪১

২ জেলায় বজ্রপাতে নারীসহ নিহত ৩

রাঙ্গাবালী

প্রতিনিধি, রাঙ্গাবালী (পটুয়াখালী)

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। গত বুধবার দুপুরে ও বিকেলে বড়বাইশদিয়া ও ছোটবাইশদিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। জানা গেছে, গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ছোটবাইশদিয়া ইউনিয়নে সানজিরান হাওলা গ্রামের বজলু গাজীর ছেলে ফয়জুল গাজী (৩০) মাছের ঘেরে মাটি কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আবদুল কুদ্দুস নামে আরেক শ্রমিক আহতাবস্থায় প্রাণে বেঁচে যায়। অপরদিকে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নে কাটাখালী গ্রামের শাহাবুদ্দিন শাবুর স্ত্রী দুই সন্তানের মা তাসলিমা বেগম (৩২) বিকেল সাড়ে ৩টার দিকে মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে তার মর্মান্তিক মৃত্যু হয়। মাসুদ (১২) ও সুবনা (৮) নামে তার দুই সন্তান রয়েছে।

কমলগঞ্জ

প্রতিনিধি, কমলগঞ্জ (মৌলভীবাজার)

মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে এক ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত জুবের আহমদ (১৩) কমলগঞ্জ পৌর এলাকার উজিরপুর গ্রামের ফার্নিচার ব্যবসায়ী আমিন মিয়ার ছেলে স্থানীয় আইডিয়াল কেজি এন্ড হাই স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী । বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৯টার দিকে ঝড় বৃষ্টির সময় পৌর এলাকার উজিরপুর গ্রামে নিজ বাড়ীর পুকুর পারে মর্মান্তিক এ ঘটনা ঘটে। স্থানীয় ভাবে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে বজ্রসহ ঝড় বৃষ্টি শুরু হলে জুবের আহমেদ বাড়ির পাশের পুকুর পার থেকে গরু আনতে যায়। সেখানে তার উপর বজ্রপাত হয়। তাকে দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাগরে মরদেহ

প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে ভেসে আসা একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার বিকেলে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামের বি.এম এনার্জী লিঃ নামক গ্যাস রিফুয়েলিং কারখানা সংলগ্ন সাগর উপকূলীয় এলাকায় বুধবার দুপুরের দিকে একটি লাশ ভেসে আসে।