ফজলুর রহমান বাবুর নতুন উপলব্ধি

ঈদে সব শ্রেণীর দর্শকপ্রিয় এবং আলোচিত নাটকের নাম ফজলুর রহমান বাবু অভিনীত টেলিফিল্ম ‘এক্সট্রা আর্টিস্ট’। টেলিফিল্মটির জীবন ঘনিষ্ঠ গল্প এবং ফজলুর রহমান বাবুর অনবদ্য অভিনয়ের কারণে ধ্রুব টিভি’তে টেলিফিল্মটির ভিউজ দিনদিন বেড়েই চলেছে। ধ্রুব টিভি’তে টেলিফিল্মটি প্রকাশিত হয় গেলো ১ জুন। তারপর থেকে টেলিফিল্মটি গেলো ১৫ জুন রাত পর্যন্ত ৫ লক্ষ ৭৮ হাজারেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। টেলিফিল্মে ফজলুর রহমান বাবু একজন এক্সট্রা আর্টিস্ট মনোয়ার চরিত্রে অভিনয় করেছেন। তাকে ঘিরেই মূলত টেলিফিল্মের কাহিনী আবর্তিত হয়েছে। এক্সট্রা আর্টিস্ট’র গল্প তানভীর আহমেদ’র। এর চিত্রনাট্য করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল এবং পরিচালনা করেছেন তানভীর আহমেদ। এর আগে ফজলুর রহমান বাবু সর্বশেষ আদনান আল রাজীবের নির্দেশনায় ‘বিকেল বেলার পাখি’ নাটকে অভিনয় করে সর্বশেষ দারুণ সাড়া পেয়েছিলেন। আর এই বছর ‘এক্সট্রা আর্টিস্ট’র জন্য তিনি প্রতিদিন দেশ বিদেশ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন বলে জানা গেছে। ফজলুর রহমান বাবু বলেন, ‘ সত্যি বলতে কী মানুষ যে এখনো ভালো গল্পের নাটক টেলিফিল্ম আগ্রহ নিয়ে দেখে তা এক্সট্রা আর্টিস্ট টেলিফিল্মটিতে অভিনয় করার পর নতুন করে উপলদ্ধি করছি। মানুষতো এখন টিভিতে দেখে ফোন করা ভুলেই গেছে। ইউটিউব চ্যানেলেও যে একটি কাজ দর্শক দেখে যে ফোন করে ভালো কাজের জন্য প্রশংসা করতে পারে, এক্সট্রা আর্টিস্ট টেলিফিল্মে অভিনয় করে তা অনুধাবন করছি। প্রতিদিনই কাজটির জন্য আমি সাড়া পাচ্ছি। পরিচালক যদিও নতুন, কিন্তু আমি আমরা সবাই তাকে সর্বোচ্চ সহযোগিতা করেছি যেন কাজটি ভালো হয়। শেষমেষ কাজটির জন্য আমরা সাড়া পাচ্ছি, এটাই সবচেয়ে বড় আনন্দের। শুনেছি একটি বিশেষ জরিপে নাটকটি শীর্ষস্থানে অবস্থান করছে। এটাও অনেক অনেক ভালো লাগার।’ ফজলুর রহমান বাবু এখন সিনেমাতে অভিনয়েই বেশি সময় দিচ্ছেন। যে কারণে নাটকে তাকে খুউব কম দেখা যায়। এরইমধ্যে মুক্তির অপেক্ষা রয়েছে গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ পুণ্য’, চয়নিকা চৌধুরীর ‘বিশ^ সুন্দরী’, রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘নোনা জলের কাব্য’। প্রায় শেষ হয়ে আছে মীর সাব্বিরের ‘রাত জাড়গা ফুল’, ‘নীশিথ সূর্যের ‘পায়রার চিঠি’, ‘মির্জা রাকিবের ‘অর্জন ৭১’, রাজীবুল ইসলামের ‘উড়াল’। শুরু হবার কথা ছিলো বঙ্গবন্ধু’কে নিয়ে বায়োপিক’র কাজ যাতে বাবু অভিনয় করবেন খন্দকার মোস্তাকের চরিত্রে। জয়া আহসান প্রযোজিত নতুন সিনেমা ‘ফুড়–ৎ’এও অভিনয় করবেন তিনি।

বুধবার, ১৭ জুন ২০২০ , ৩ আষাঢ় ১৪২৭, ২৪ শাওয়াল ১৪৪১

ফজলুর রহমান বাবুর নতুন উপলব্ধি

বিনোদন প্রতিবেদক |

image

ঈদে সব শ্রেণীর দর্শকপ্রিয় এবং আলোচিত নাটকের নাম ফজলুর রহমান বাবু অভিনীত টেলিফিল্ম ‘এক্সট্রা আর্টিস্ট’। টেলিফিল্মটির জীবন ঘনিষ্ঠ গল্প এবং ফজলুর রহমান বাবুর অনবদ্য অভিনয়ের কারণে ধ্রুব টিভি’তে টেলিফিল্মটির ভিউজ দিনদিন বেড়েই চলেছে। ধ্রুব টিভি’তে টেলিফিল্মটি প্রকাশিত হয় গেলো ১ জুন। তারপর থেকে টেলিফিল্মটি গেলো ১৫ জুন রাত পর্যন্ত ৫ লক্ষ ৭৮ হাজারেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। টেলিফিল্মে ফজলুর রহমান বাবু একজন এক্সট্রা আর্টিস্ট মনোয়ার চরিত্রে অভিনয় করেছেন। তাকে ঘিরেই মূলত টেলিফিল্মের কাহিনী আবর্তিত হয়েছে। এক্সট্রা আর্টিস্ট’র গল্প তানভীর আহমেদ’র। এর চিত্রনাট্য করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল এবং পরিচালনা করেছেন তানভীর আহমেদ। এর আগে ফজলুর রহমান বাবু সর্বশেষ আদনান আল রাজীবের নির্দেশনায় ‘বিকেল বেলার পাখি’ নাটকে অভিনয় করে সর্বশেষ দারুণ সাড়া পেয়েছিলেন। আর এই বছর ‘এক্সট্রা আর্টিস্ট’র জন্য তিনি প্রতিদিন দেশ বিদেশ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন বলে জানা গেছে। ফজলুর রহমান বাবু বলেন, ‘ সত্যি বলতে কী মানুষ যে এখনো ভালো গল্পের নাটক টেলিফিল্ম আগ্রহ নিয়ে দেখে তা এক্সট্রা আর্টিস্ট টেলিফিল্মটিতে অভিনয় করার পর নতুন করে উপলদ্ধি করছি। মানুষতো এখন টিভিতে দেখে ফোন করা ভুলেই গেছে। ইউটিউব চ্যানেলেও যে একটি কাজ দর্শক দেখে যে ফোন করে ভালো কাজের জন্য প্রশংসা করতে পারে, এক্সট্রা আর্টিস্ট টেলিফিল্মে অভিনয় করে তা অনুধাবন করছি। প্রতিদিনই কাজটির জন্য আমি সাড়া পাচ্ছি। পরিচালক যদিও নতুন, কিন্তু আমি আমরা সবাই তাকে সর্বোচ্চ সহযোগিতা করেছি যেন কাজটি ভালো হয়। শেষমেষ কাজটির জন্য আমরা সাড়া পাচ্ছি, এটাই সবচেয়ে বড় আনন্দের। শুনেছি একটি বিশেষ জরিপে নাটকটি শীর্ষস্থানে অবস্থান করছে। এটাও অনেক অনেক ভালো লাগার।’ ফজলুর রহমান বাবু এখন সিনেমাতে অভিনয়েই বেশি সময় দিচ্ছেন। যে কারণে নাটকে তাকে খুউব কম দেখা যায়। এরইমধ্যে মুক্তির অপেক্ষা রয়েছে গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ পুণ্য’, চয়নিকা চৌধুরীর ‘বিশ^ সুন্দরী’, রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘নোনা জলের কাব্য’। প্রায় শেষ হয়ে আছে মীর সাব্বিরের ‘রাত জাড়গা ফুল’, ‘নীশিথ সূর্যের ‘পায়রার চিঠি’, ‘মির্জা রাকিবের ‘অর্জন ৭১’, রাজীবুল ইসলামের ‘উড়াল’। শুরু হবার কথা ছিলো বঙ্গবন্ধু’কে নিয়ে বায়োপিক’র কাজ যাতে বাবু অভিনয় করবেন খন্দকার মোস্তাকের চরিত্রে। জয়া আহসান প্রযোজিত নতুন সিনেমা ‘ফুড়–ৎ’এও অভিনয় করবেন তিনি।