বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসের জন্য গাইলেন মুক্তি-চম্পা

বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসের পরিচালক আনোয়ার হোসেন মৃধার একান্ত আগ্রহে এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ’র সার্বিক তত্ত্বাবধানে এবং সুর সঙ্গীতে ‘লড়াই’ শিরোনামের একটি গানের রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হলো। করোনা’র এই ক্রান্তিকালে অনেক ঝুকি নিয়ে সঙ্গীতশিল্পীরা গানটির রেকর্ডিং-এর কাজে অংশ নিয়েছিলেন গেলো ১৬ জুন। এর আগে সঙ্গীতশিল্পী অনুপমা মুক্তি ও চম্পা বনিক আরটিভি’তে প্রচালিত অনুষ্ঠান ‘এই রাত তোমার আমার’-এ তারা দু’জন একসঙ্গে একই অনুষ্ঠানে গান গেয়েছিলেন। তবে এবারই প্রথম একই গানে কন্ঠ দিয়েছেন তারা দু’জন। গানটিতে কন্ঠ দেয়া প্রসঙ্গে অনুপমা মুক্তি বলেন, ‘ফরিদ ভাইয়ের সুর সঙ্গীতে একটা সময় অনেক গান গেয়েছি। মাঝখানে এসে তার সুর সঙ্গীতে কাজ কমে গিয়েছিলো। কিন্তু আবার নতুন করে তার সঙ্গে কাজ করা শুরু হলো।’ গানটিতে কন্ঠ দেয়া প্রসঙ্গে চম্পা বণিক বলেন, ‘গেলো তিনমাসতো প্রায় ঘরেই বসা ছিলাম। তিনমাস পর নতুন কোন গানে কন্ঠ দিলাম। ধন্যবাদ ফরিদ ভাইকে আমাকে গানটির সঙ্গে সম্পৃক্ত রাখার জন্য।’ ফরিদ আহমেদ বলেন, ‘লড়াই গানে যারা কন্ঠ দিয়েছেন, তারা প্রত্যেকেই যার যার ক্ষেত্রে ভীষণ ভালো শিল্পী। অনুপমা মুক্তি, চম্পাও নি:সন্দেহে ভালো গায় এবং তাদের নিয়ে নিয়মিতই কাজ করার চেষ্টা করি।’ ফরিদ আহমেদ জানান শিগগিরই গানটি বাংলাদেশ বেতারে প্রচার হবে। ‘লড়াই’ গানটিতে অনুপমা মুক্তি ও চম্পার সঙ্গে আরো কন্ঠ দিয়েছেন শরীফ রাজকুমার, রাশেদ, সাব্বির জামান, পুলক অধিকারী, হোমায়রা বশির, প্রিয়াংকা বিশ্বাস। ‘লড়াই’ গানটি লিখেছেন হীরেন্দ্র নাথ মৃধা।

শুক্রবার, ১৯ জুন ২০২০ , ৫ আষাঢ় ১৪২৭, ২৬ শাওয়াল ১৪৪১

বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসের জন্য গাইলেন মুক্তি-চম্পা

বিনোদন প্রতিবেদক |

image

বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসের পরিচালক আনোয়ার হোসেন মৃধার একান্ত আগ্রহে এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ’র সার্বিক তত্ত্বাবধানে এবং সুর সঙ্গীতে ‘লড়াই’ শিরোনামের একটি গানের রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হলো। করোনা’র এই ক্রান্তিকালে অনেক ঝুকি নিয়ে সঙ্গীতশিল্পীরা গানটির রেকর্ডিং-এর কাজে অংশ নিয়েছিলেন গেলো ১৬ জুন। এর আগে সঙ্গীতশিল্পী অনুপমা মুক্তি ও চম্পা বনিক আরটিভি’তে প্রচালিত অনুষ্ঠান ‘এই রাত তোমার আমার’-এ তারা দু’জন একসঙ্গে একই অনুষ্ঠানে গান গেয়েছিলেন। তবে এবারই প্রথম একই গানে কন্ঠ দিয়েছেন তারা দু’জন। গানটিতে কন্ঠ দেয়া প্রসঙ্গে অনুপমা মুক্তি বলেন, ‘ফরিদ ভাইয়ের সুর সঙ্গীতে একটা সময় অনেক গান গেয়েছি। মাঝখানে এসে তার সুর সঙ্গীতে কাজ কমে গিয়েছিলো। কিন্তু আবার নতুন করে তার সঙ্গে কাজ করা শুরু হলো।’ গানটিতে কন্ঠ দেয়া প্রসঙ্গে চম্পা বণিক বলেন, ‘গেলো তিনমাসতো প্রায় ঘরেই বসা ছিলাম। তিনমাস পর নতুন কোন গানে কন্ঠ দিলাম। ধন্যবাদ ফরিদ ভাইকে আমাকে গানটির সঙ্গে সম্পৃক্ত রাখার জন্য।’ ফরিদ আহমেদ বলেন, ‘লড়াই গানে যারা কন্ঠ দিয়েছেন, তারা প্রত্যেকেই যার যার ক্ষেত্রে ভীষণ ভালো শিল্পী। অনুপমা মুক্তি, চম্পাও নি:সন্দেহে ভালো গায় এবং তাদের নিয়ে নিয়মিতই কাজ করার চেষ্টা করি।’ ফরিদ আহমেদ জানান শিগগিরই গানটি বাংলাদেশ বেতারে প্রচার হবে। ‘লড়াই’ গানটিতে অনুপমা মুক্তি ও চম্পার সঙ্গে আরো কন্ঠ দিয়েছেন শরীফ রাজকুমার, রাশেদ, সাব্বির জামান, পুলক অধিকারী, হোমায়রা বশির, প্রিয়াংকা বিশ্বাস। ‘লড়াই’ গানটি লিখেছেন হীরেন্দ্র নাথ মৃধা।