বাঁচতে চান আলিফ

প্রায় ১০ বছর ধরে কিডনি সমস্যায় ভুগছেন কণ্ঠশিল্পী ও উপস্থাপক আলিফ আলাউদ্দিন। এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন আলিফ। বুধবার গণমাধ্যমকে আলিফ আলাউদ্দিন জানান, তার দুটি কিডনির ৮০ শতাংশই অকেজো হয়ে গেছে। শুধু দেশবাসীর কাছে দোয়া চাইতেই এতদিন পর নিজের অসুস্থার খবরটি প্রকাশ করেছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন পলিসিস্টিক কিডনি রোগে আক্রান্ত হয়েছেন আলিফ। স্বামী কাজী ফয়সাল আহমেদ ও মেয়ে পিওনাকে নিয়ে আলিফ আলাউদ্দিনের সুখের সংসার। মেয়ের জন্যই বেশি মন খারাপ আলিফের। কেবল মেয়েটির জন্যই আরও কিছুদিন বাঁচার ব্যাকুলতা প্রকাশ করেছিন তিনি। এ প্রসঙ্গে উপস্থাপক আনজাম মাসুদ গণমাধ্যমকে জানিয়েছেন, কিডনির ৮০ শতাংশ ড্যামেজ হওয়ার পরও আমাদের প্রেজেন্টার্স প্ল্যাটফর্মের কেউ সেটা জানতে পারলাম না। মনের জোরেই রোগটির সঙ্গে লড়াই করছেন আলিফ। লকডাউনের আগেই বিষয়টি বলেছিলেন আলিফ এবং কাউকে না জানাতে অনুরোধ করেন। সম্প্রতি তার মামা শওকত আলী ইমনসহ আমরা তিনজন আলোচনায় বসে সিদ্ধান্ত নিই- বিষয়টি সবাইকে জানাবার, যাতে করে সবার দোয়া-প্রার্থনায় আলিফ সুস্থ হয়ে ওঠেন।’ জানা গেছে, আলিফ আলাউদ্দিনের মা কণ্ঠশিল্পী সালমা সুলতানাও এই রোগের সঙ্গে লড়াই করে মৃত্যুবরণ করেন। জেনেটিক্যালি মায়ের এই রোগটি পেয়েছেন আলিফ। তবে যথাযথ চিকিৎসাসেবা নিচ্ছেন তিনি। আর এখন চলছে তার একটি কিডনি প্রতিস্থাপনের প্রক্রিয়া। সেটি ভালোভাবে সম্পন্ন হলেই স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন আলিফ।

শুক্রবার, ১৯ জুন ২০২০ , ৫ আষাঢ় ১৪২৭, ২৬ শাওয়াল ১৪৪১

বাঁচতে চান আলিফ

বিনোদন প্রতিবেদক |

image

প্রায় ১০ বছর ধরে কিডনি সমস্যায় ভুগছেন কণ্ঠশিল্পী ও উপস্থাপক আলিফ আলাউদ্দিন। এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন আলিফ। বুধবার গণমাধ্যমকে আলিফ আলাউদ্দিন জানান, তার দুটি কিডনির ৮০ শতাংশই অকেজো হয়ে গেছে। শুধু দেশবাসীর কাছে দোয়া চাইতেই এতদিন পর নিজের অসুস্থার খবরটি প্রকাশ করেছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন পলিসিস্টিক কিডনি রোগে আক্রান্ত হয়েছেন আলিফ। স্বামী কাজী ফয়সাল আহমেদ ও মেয়ে পিওনাকে নিয়ে আলিফ আলাউদ্দিনের সুখের সংসার। মেয়ের জন্যই বেশি মন খারাপ আলিফের। কেবল মেয়েটির জন্যই আরও কিছুদিন বাঁচার ব্যাকুলতা প্রকাশ করেছিন তিনি। এ প্রসঙ্গে উপস্থাপক আনজাম মাসুদ গণমাধ্যমকে জানিয়েছেন, কিডনির ৮০ শতাংশ ড্যামেজ হওয়ার পরও আমাদের প্রেজেন্টার্স প্ল্যাটফর্মের কেউ সেটা জানতে পারলাম না। মনের জোরেই রোগটির সঙ্গে লড়াই করছেন আলিফ। লকডাউনের আগেই বিষয়টি বলেছিলেন আলিফ এবং কাউকে না জানাতে অনুরোধ করেন। সম্প্রতি তার মামা শওকত আলী ইমনসহ আমরা তিনজন আলোচনায় বসে সিদ্ধান্ত নিই- বিষয়টি সবাইকে জানাবার, যাতে করে সবার দোয়া-প্রার্থনায় আলিফ সুস্থ হয়ে ওঠেন।’ জানা গেছে, আলিফ আলাউদ্দিনের মা কণ্ঠশিল্পী সালমা সুলতানাও এই রোগের সঙ্গে লড়াই করে মৃত্যুবরণ করেন। জেনেটিক্যালি মায়ের এই রোগটি পেয়েছেন আলিফ। তবে যথাযথ চিকিৎসাসেবা নিচ্ছেন তিনি। আর এখন চলছে তার একটি কিডনি প্রতিস্থাপনের প্রক্রিয়া। সেটি ভালোভাবে সম্পন্ন হলেই স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন আলিফ।