ইংল্যান্ডে ছুরি নিয়ে হামলার ঘটনায় তিনজন নিহত : গ্রেফতার এক

দক্ষিণ ইংল্যান্ডের রিডিং শহরে এক ব্যক্তির ছুরি নিয়ে হামলা চালিয়েছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো তিন। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে শহরটির ফোরবুরি পার্কে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গিয়েছে । বিবিসি।

এ ঘটনার পরপর হামলাকারী সন্দেহে ঘটনাস্থল থেকে রিডিংয়ের বাসিন্দা ২৫ বছর বয়সী এক যুবককে আটক করেছে স্থানীয় পুলিশ। তবে এটিকে সন্ত্রাসবাদী ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে না বলে জানিয়েছে তারা। কিন্তু তারপরও সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তাদের ঘটনাস্থলে ডাকা হয়েছে। যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তাকে লিবিয়ান বলে মনে করা হচ্ছে, নিরাপত্তা সূত্রগুলো বিবিসিকে এমনটি জানিয়েছে। পার্কের মধ্যে এক ব্যক্তি কীভাবে একদল লোকের মধ্যে থেকে আরেক দলের কাছে গিয়ে তাদের ছুরিকাঘাত করার চেষ্টা করছিল ও পরে তার দিকে দৌঁড়ে আসে, বিবিসিকে তার বর্ণনা দিয়েছেন একজন প্রত্যক্ষদর্শী। সানডে মিররের প্রতিবেদনে বলা হয়েছে, এক পুলিশ কর্মকর্তা সন্দেহভাজনকে জাপটে ধরে মাটিতে ফেলে দিয়ে তাকে নিয়ন্ত্রণে আনেন। টেমস ভ্যালি গোয়েন্দা পুলিশের প্রধান আয়ান হান্টার জানিয়েছেন, এ হামলার ঘটনায় আর কারও খোঁজ করছেন না তারা।

টেমস ভ্যালি পুলিশ জানিয়েছে, ঘটনার আগে পার্কটিতে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ (বিএলএম) আন্দোলনের একটি প্রতিবাদ সভা হলেও হামলার ঘটনার সঙ্গে ওই সভার কোনো সম্পর্ক নেই।

সোমবার, ২২ জুন ২০২০ , ৮ আষাঢ় ১৪২৭, ২৯ শাওয়াল ১৪৪১

ইংল্যান্ডে ছুরি নিয়ে হামলার ঘটনায় তিনজন নিহত : গ্রেফতার এক

সংবাদ ডেস্ক |

দক্ষিণ ইংল্যান্ডের রিডিং শহরে এক ব্যক্তির ছুরি নিয়ে হামলা চালিয়েছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো তিন। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে শহরটির ফোরবুরি পার্কে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গিয়েছে । বিবিসি।

এ ঘটনার পরপর হামলাকারী সন্দেহে ঘটনাস্থল থেকে রিডিংয়ের বাসিন্দা ২৫ বছর বয়সী এক যুবককে আটক করেছে স্থানীয় পুলিশ। তবে এটিকে সন্ত্রাসবাদী ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে না বলে জানিয়েছে তারা। কিন্তু তারপরও সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তাদের ঘটনাস্থলে ডাকা হয়েছে। যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তাকে লিবিয়ান বলে মনে করা হচ্ছে, নিরাপত্তা সূত্রগুলো বিবিসিকে এমনটি জানিয়েছে। পার্কের মধ্যে এক ব্যক্তি কীভাবে একদল লোকের মধ্যে থেকে আরেক দলের কাছে গিয়ে তাদের ছুরিকাঘাত করার চেষ্টা করছিল ও পরে তার দিকে দৌঁড়ে আসে, বিবিসিকে তার বর্ণনা দিয়েছেন একজন প্রত্যক্ষদর্শী। সানডে মিররের প্রতিবেদনে বলা হয়েছে, এক পুলিশ কর্মকর্তা সন্দেহভাজনকে জাপটে ধরে মাটিতে ফেলে দিয়ে তাকে নিয়ন্ত্রণে আনেন। টেমস ভ্যালি গোয়েন্দা পুলিশের প্রধান আয়ান হান্টার জানিয়েছেন, এ হামলার ঘটনায় আর কারও খোঁজ করছেন না তারা।

টেমস ভ্যালি পুলিশ জানিয়েছে, ঘটনার আগে পার্কটিতে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ (বিএলএম) আন্দোলনের একটি প্রতিবাদ সভা হলেও হামলার ঘটনার সঙ্গে ওই সভার কোনো সম্পর্ক নেই।